মকাল ওয়েব সিরিজ রিভিউ ডাউনলোড | Makal (2022) Bengali Bioscope WebSeries S01 WEB-DL | Download | Review | Watch Online
‘মাকাল’ (স্পয়লার নেই)
হাতের পাঁচটি আঙ্গুলের নামে নাম ‘মাকাল’ সিরিজের পাঁচটি পর্বের। কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি এই নাম গুলো দিয়ে সাজানো সিরিজের পর্বগুলো। যার ব্যাপ্তিকাল ১৬ থেকে সর্বোচ্চ ২২ মিনিট।
সিরিজের গল্পটি ছলচাতুরী দিয়ে ভরপুর ছিলো। গল্পে আমরা দেখতে পাবো বিশিষ্ট ব্যবসায়ী হোসেন তালুকদারের মেয়ে সাফা হোসেন কিভাবে যেন মিসিং হয়ে যায়। মিসিং এর ১৫ তম দিনেও সাফার কোনো খোঁজ না পাওয়ায় তারা মরিয়া হয়ে খুঁজতে থাকে তরফদার নামের ধূর্ত এক অপরাধীকে। তার কারণ হচ্ছে সাফার সাথে তরফদারের একটি যোগসূত্র আছে সেটা সিরিজ দেখলে বোঝা যাবে। এই তরফদার আবার এতোটাই চালাক যে সে মুহুর্তের মধ্যে ঘটনার মোড় ঘুড়িয়ে দিতে ওস্তাদ। পুলিশ নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তরফদারকে ধরার জন্য। অবশেষে তারা ধরতেও পারে তরফদারকে। কিন্তু কিভাবে সেটা নিয়েই সাজানো হয়েছে সিরিজটি।
টিজার ও ট্রেলার সব জায়গায় একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করা গিয়েছিলো যে ইন্তেখাব দিনার বার বার তার কথার পরিবর্তন আনছেন। এমনকি পোস্টারেও তার বোকা বানিয়ে মজা পাওয়ার বিষয়টি চোখে পড়বে। একবার বলেন তিনি শামিম পাটোয়ারী আবার বলেন তরফদার। মজার বিষয় হলো সিরিজটি শেষদিকে আশা পর্যন্ত তার এই মুহুর্তে মুহুর্তে কথার পরিবর্তনটা বজায় ছিলো। চরিত্রতে ইন্তেখাব দিনার এতোটাই মানিয়ে গেছেন যে দেখে চোখে আলাদা একটা শান্তি পাওয়া যাচ্ছিলো। সিরিজের সব থেকে আকর্ষণীয় চরিত্রটি জিতু আহসানের। কেন বলছি সেটা পুরো কাজটি দেখলেই কেবল বোঝা যাবে। অনেকদিন পর এই অভিনেতাকে দেখে মনেই হবে না যে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। কখনো হিন্দি, কখনো ইংরেজিতে ডায়লগ ডেলিভারিটা অসাধারণ লেগেছে। হাসান মাসুদ এখানে মেকাপ ম্যান হিসেবে অভিনয় করেছেন। তিনি মেকাপে এতোটাই পারদর্শী যে কেউ চিনতে পারারই উপায় নেই। সিরিজে তার গলায় একটি গানের দেখাও মিলবে। পুলিশের চরিত্রে রওনক হাসান এবং জয়রাজ ভালো অভিনয় করেছেন। তবে সামান্য হলেও সাফার চরিত্রটি আমার কাছে নড়বড়ে লেগেছে। বড়লোক বাবার বখে যাওয়া মেয়ে যেহেতু চাইলে চরিত্রে অনেক কিছুই যুক্ত করা যেত তবে ওভারওল ভালো ছিলো।
বৃষ্টির সাথে মিল রেখে কালার গ্রেডিংটা ঠিকঠাক উপস্থাপন করা হয়েছে যেটা একটা ভালো দিক। তবে পর্ব গুলোর বেশি না ২-১ টা জায়গায় একটু লম্বা মনে হতে পারে। তবে সেটা গল্পেরই প্রয়োজন ছিলো। আলফা আইয়ের ব্যানারে নির্মিত সিরিজটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জিতু আহসান, হাসান মাসুদ, রওনক হাসান, জয়রাজ, অর্চিতা স্পর্শিয়া সহ আরও অনেকে।
সময় করে দেখে নিতে পারেন সিরিজটি। আশা করি ভালো লাগবে।
মাকাল ওয়েব সিরিজ ডাউনলোড করতে চায়লে আমাদের মুভি ডাউনলোড সাইট ভিজিট করুুন।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content