Troll Movie Bangla Review Download
Director : Roar Uthaug.
Troll নামটাই আমাকে রুপকথার দৈত্য-দানবের কথা স্মরণ করিয়ে দেয় । এই নামটাই যেনো এক ব্যাগ ভর্তি আবেগের নাম । তার উপর আবার নরওয়ের দেশটার মুভি । যেই দেশ কিনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কিভাবে কিভাবে যেনো বহু আগে ইউটিউবে নরওয়ে দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে সেই দেশটার প্রেমে পরে যাই । তখন থেকেই নরওয়ে আমার পছন্দের তালিকায় সর্বশ্রেষ্ঠ হয়ে রয়েছে । কখনো যদি দেশের বাইরে ট্যুর দেওয়ার তৌফিক হয় আমি সর্বপ্রথম নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাবো ইন শা আল্লাহ ।
এবার এই মুভির ব্যাপারে আসি, এটা মূলত নরওয়ের রুপকথার দৈত্য ট্রলকে ঘিরে নির্মিত হয়েছে । মানুষ তাদের স্বার্থ হাসিল করার জন্য অবলীলায় প্রকৃতি ধ্বংস করছে যা কিনা পরবর্তীতে মানুষের জন্যই হুমকিস্বরুপ হয়ে দাড়িয়েছে । মানুষ ইচ্ছাকৃতভাতে প্রকৃতির চিরাচরিত এই রুপের প্রতি অবিচার করছে । পাহাড় কেটে রাস্তা তৈরি, বন কেটে শিল্প কারখানা তৈরি এবং আরো বিভিন্নভাবে প্রকৃতিকে ধ্বংস করে চলেছে তারা ।
কি হবে যদি এই প্রকৃতি প্রতিশোধ নিতে ফিরে আসে? মানুষ কি পারবে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে? ঠিক এমনই একটা গল্প দেখানো হয়েছে এই মুভিতে । আর খুব সুন্দরভাবে ম্যাসেজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে ।
স্টোরি : নরওয়ের ডোভরে পাহাড়ের গভীরে, এক হাজার বছর ধরে আটকে থাকার পরে বিশাল কিছু জেগে ওঠে এবং তার চলার পথে সমস্ত কিছু ধ্বংস করে সামনে এগিয়ে যাচ্ছে । প্রাণীটি দ্রুত নরওয়ের রাজধানীতে দিকে আসছে আর শহরবাসী এমন কিছু থামাতে সংগ্রাম করছে; যা তারা ভেবেছিল যে কেবল নরওয়েজিয়ান লোককাহিনীতেই বিদ্যমান ।
ভিজ্যুয়াল ভালো ছিলো, সিনেমাটোগ্রাফি আরো বেটার হতে পারতো। গল্পে তেমন জোর নেই । ক্যারেক্টারগুলোতেও তেমন দম নেই । মোটামুটি মুভি লাভার হিসেবে ওয়ানটাইম ওয়াচেবল । এর থেকে আরো ভালো ছিলো নরওয়ের ২০১০ সালে রিলিজ হওয়া ‘Trollhunter’ মুভিটা যেটা কিনা ফাউন্ড ফুটেজ স্টাইলে নির্মিত ।
পার্সোনাল রেটিং : 6.5/10
সময় নিয়ে আমার বক বক পড়ার জন্য ধন্যবাদ,
– জমিদার সাহেব
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content