☘️ আজ কথা বলব এ বছর মুক্তি প্রাপ্ত কিছু বাংলা ফিল্ম নিয়ে যেগুলো কিনা ডিরেক্ট চরকি, বিজ্ঞ এর মতো ওটিটি প্লাটফর্মে রিলিজ হয়েছিল। এই হাফ ডজন ওয়েব ফিল্মেের রিভিউ রিভিউ একসাথে! 🎬📝🎭
🍃 01. #Moshari (2022)
Genres ► Horror || Drama
IMDb Rating ► 7.9/10 || Per. Rating ► 7.5/10
📝 সেই ‘পেট কাটা ষ’ থেকে শুরু করে কয়েকদিন আগে দেখলাম ‘ফরেনারশ অনলি’ এবং আজকের দেখলাম ‘মশারী’ নির্মাতা নুহাশ হুমায়ুন তার একের পর এক এই ধরনের অসাধারণ নির্মানে শুরু মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন। মশারী এই ২২ মিনিটের শর্ট ফিল্মে একটা দারুণ স্টোরি ও সাথে একটা সোশ্যাল ম্যাসেজের কম্বিনেশন টা ছিলো এক কথায় টপনচ! সাথে হরর এলিমেন্টস কে আরো রিয়েলিস্টিক ভাবে ফুটিয়ে তুলতে এই ধরনের ফিল্মে মোস্ট ইম্পর্টেন্ট লাইক এবং সাউন্ডের কাছ ছিলো খুবই দূর্দান্ত। ওভারঅল এটি একটি মাস্ট ওয়াচ ফিল্ম সবার জন্য!
🍃 02. #Shon_Shon (2022)
Genres ► Horror || Thriller
📝 বরাবরের মতো প্রিয় আফরান নিশো বসের কাজ থেকে আরো একটি অসাধারণ কাজ। ফিল্মটি খুবই শর্ট হলেও আরো খুবই উপভোগ করেছি বিশেষ করে আফরান নিশো অভিনয়। তার অভিনয় সাথে দারুণ একটি হরর কনসেপ্টের ভালো একটা এক্সিকিউশন। সত্যি সবমিলিয়ে এটি একটি শর্ট ফিল্ম হলেও আপনার ভিতরে কিঞ্চিত পরিমান হলেও ভয় জাগ্রত হবেই। সবমিলিয়ে আমার খুবই ভালো লেগেছে ফিল্মটি।
🍃 03. #Jodi_Ami_Beche_Firi (2022)
📝 আমি শুরু থেকেই নিশ্চিত ছিলাম এই ওয়েব ফিল্মটির স্টোরিতে তেমন নতুনত্ব কিছু থাকবে নাহ।
কিন্তু আমি শুরু থেকে আগ্রহী ছিলাম যে এই প্রথম বারের মতো মিশা সওদাগর ওটিটি প্লাটফর্মের কাজে কেমন করেন। তো যথারীতি ফিল্মটি ওয়াচ কমপ্লিট করলাম আশানুরূপ গল্পতে তেমন কিছু নতুনত্ব বা টুইস্ট না পেলেও ফিল্ম মিশাকে বেশ ভালো লেগেছে আশা করি আগামীতে এই ধরনের কাজে তাকে আরো বেশি দেখতে পাবো। এবং আরেকটি বিষয় অনেক দিন পর টিভিতে না হোক ওটিটি তে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহতে দেখে ভালো লাগতে খুবই অল্প সময়ের জন্য স্ক্রিনে থাকলে ও বেশ ভালো অভিনয় করেছেন।
🍃 04. #Shuklopokkho (2022)
Genres ► Crime || Romantic || Thriller
IMDb Rating ► 6.5/10 || Per. Rating ► 05/10
📝 শুধুমাত্র আফরান নিশোর পুনর্জন্ম ২ এর স্টোরি এর সাথে কানেক্ট থাকার কারণে সেই রিলিজের পরই দেখেছিলাম বিজ্ঞে শুক্লপক্ষ। তবে ওভারঅল কাজটি আমার একদমই মন মতো হয়নি বলে তখন আর এটি নিয়ে কথা বলিনি। শুধু এতোটুকুই বলবো ভিকি জাদের স্টোরি কনসেপ্ট এর আইডিয়া ছিলো খুবই দূর্দান্ত কিন্তু আনফরচুনেট আইডিয়া অনুযায়ী এক্সিকিউশন আমার একদমই ভালো লাগেনি।
🍃 05. #Sahosh (2022)
Genres ► Crime || Drama
IMDb Rating ► 6.7/10 || Per. Rating ► 07/10
📝 এই ওয়েব ফিল্মটির ট্রেলার দেখে আমার খুবই অসাধারণ ও ইন্টারেস্টিং লেগেছিল। কেননা চরকি থেকে এটাকে ১০০% লোকাল মুভি হিসেবেই প্রোমট করছিলো। তো মুভিটা যখন ওয়াচ কমপ্লিট করলাম।
ফাস্ট হাফ এক্সপেক্টেশন অনুযায়ী দারুণ একটা স্টোরি দেখালেও ফাইনালি ক্লাইমেক্স ও এন্ডিংটা আমার একদমই ভালো লাগেনি। তবে মুভির লিড রোলে নাজিয়া হক অর্শা ও মোস্তাফিজুর নূর ইমরান দুজনের পারফরম্যান্স ছিলো খুবই ডিসেন্ট! ওভারঅল ওয়ান টাইম ওয়াচেবল একটি ফিল্ম।
🍃 06. #Ei_Muhurte (2022)
Genres ► Thriller || Comedy || Drama
IMDb Rating ► 5.9/10 || Per. Rating ► 4.5/10
📝 চরকি অরিজিনাল এর একটি অন্তলজিক্যাল ফিল্ম, এখানে তিনটি ছোট ছোট গল্প দেখান হয়েছে। গল্প তিনটির প্রথমটি থ্রিলারের আঙ্গিকে বলা হয়েছে, দ্বিতীয়টি কমেডির আঙ্গিকে বলা হয়েছে এবং তৃতীয়টি কিছুটা ড্রামার আঙ্গিকে বলা হয়েছে। সবমিলিয়ে স্টোরি কনসেপ্ট ও প্রেজেন্টেশন এর দিক দিয়ে চরকির ‘জাগো বাহে’ ‘উনলৌকিক’ ও ‘পেট কাটা ষ’ এর মতো না হলেও যথেষ্ট ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচেবল একটি অন্তলজিক্যাল ফিল্ম ছিলো এটি।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content