Description
Flim: Toofan
Genre: Action ,Crime
Cast: Megastar Shakib Khan,Mimi Chakraborty,Chanchal Chowdhury , Masuma Rahman Nabila, Misha Sawdagor ,Jisshu Sengupta , Fazlur Rahman Babu
Director:Raihan Rafi
Storyline:Follows a born killer who rises to power and becomes the biggest don.Toofan is an upcoming Bangladeshi crime thriller film directed by Raihan Rafi and produced by Chorki, Alpha-i Studios and SVF Bangladesh Limited. The story of the film revolves around a gangster of Bangladesh in the nineties, featuring Shakib Khan along with Mimi Chakraborty and Masuma Rahman Nabila
Trailer Review
টিজারে চঞ্চল চৌধুরীর একটিমাত্র সংলাপ ছিলো। কিন্তু ট্রেইলারে ৩ টি সংলাপ। ৩ সংলাপই যথাযথভাবে ৩ অর্থ ধারণ করেছে।
প্রথমত,
❝তুফান মানুষ নয়,
আবার তুফান পশুও নয়,
তুফান যা হতে চেয়েছিলো, তাই হয়েছে!
রাক্ষস! ❞
মূলত চঞ্চল চৌধুরীর এই সংলাপ দ্বারা নায়ক চরিত্রে অভিনয় করা শাকিব খানের পাওয়ার বিল্ডআপ করা হয়েছে। ছোট্ট একটি সংলাপ মূল ❝তুফান❞ চরিত্রের অর্থকে বহন করছে। শাকিব খানের দাপট এই চরিত্রে ঠিক কতটুকু সেটা বোঝাচ্ছে।
দ্বিতীয়ত,
❝তুফানের সাথে বডি দিয়ে খেলে জেতা যাবে না।
খেলতে হবে মাথা দিয়ে।❞
এই সংলাপ দ্বারা চঞ্চল চৌধুরীর এই ফিল্মে পাওয়ার ঠিক কতখানি সেটা বোঝানো হয়েছে। ফিল্মে উনার চরিত্রের নাম ❝সিআইডি আকরাম❞, যিনি বুদ্ধিবলে তুফানের যোগ্য প্রতিদ্বন্দ্বী। তুফানের চাল নষ্ট করে দেওয়ার জন্য চঞ্চল চৌধুরী কতটুকু দৃঢ় প্রত্যয়ী সেটাই দেখানো হবে এই ফিল্মে।
এবং তৃতীয়ত,
❝একটা যদি সুযোগ পাই স্যার,
তুফানকে খেয়ে ফেলবো।❞
এই সংলাপ দ্বারা বোঝা যাচ্ছে, চঞ্চল চৌধুরীর উপরে ক্ষমতাধর একজন আছেন, যার অধীনে চঞ্চল চৌধুরী কর্মরত। এবং শাকিব খানকে পরাস্ত করার জন্য চঞ্চল চৌধুরী গেইম প্ল্যান ঠিক কতটা নিখুঁত সেটাই বোঝানো হয়েছে।
__________________________________________
মিশা সওদাগরের চরিত্রের নাম হচ্ছে ❝বশির ভাই❞, যিনি ১৫ বছর বয়সী তুফানকে খুন করতে দেখে বলেছেন এই ছেলে district level এ খেলবে।
মিশা সওদাগরকে আমার কোনোকালেই পছন্দ ছিলো না। উনার অভিনয় একদমই দেখার অযোগ্য। কিন্তু সেই মিশা সওদাগরকে পর্যন্ত আজকে আমার কাছে মনে হচ্ছে এই লোক এবার অভিনয়টা যথাযথ করবে চরিত্র অনুযায়ী। আর তা সম্ভব হয়েছে রায়হান রাফির বদৌলতে।
__________________________________________
সর্বপরি কেন্দ্রীয় চরিত্রে থাকা শাকিব খান!
যা বুঝলাম এই ফিল্মে শাকিবের গ্যাংস্টার হয়ে ওঠাকে দেখানো হবে। ১৫ বছর বয়সে খুন করে ব্ল্যাকলিস্টে নাম লেখানো, যৌবনকালে রাস্তায় গুন্ডামী এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় একজন পুরোপুরি গ্যাংস্টার হয়ে ওঠা, সবটাই দেখানো হবে এই ফিল্মে।
দুই নায়িকার সঙ্গে সমানতালে রোমান্স এবং হার্ডকোর একশন দুটোই সাদৃশ্য হবে শাকিবের চরিত্র দ্বারা।
__________________________________________
এবার একটা নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা।
তুফানকে প্রশ্ন করা হয়, ❝কি চাও তুমি? ❞
উত্তরে তুফান, ❝পুরা দেশ!❞
এই জায়গাটা পুরোপুরি K.G.F 2 এর একটি সংলাপের সাথে মিলে যায়। যেখানে রকি কে প্রশ্ন করা হয়, ❝তুমি কি চাও?❞
উত্তরে রকি, ❝INDIA❞
এই সংলাপটা হাইপ বাড়ানোর জন্য রাখলো কি না বোধগম্য নয়। শুধুমাত্র এই একটা সাইড বাদে আর কোনো নেগেটিভ দিক চোখে পড়ছে না আমার কাছে।
মিলতেই পারে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যেভাবে দেখানো হয়েছে, তাতে মনে হচ্ছে ইচ্ছেকৃতভাবে এখানে K.G.F 2 কে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে।
__________________________________________
ওভারঅল দারুণ ট্রেইলারটি!
রেটিং : ০৮/১০
Screenshorts
Download Link Below :
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content