#Review
#series_Review
The Devil Judge: Agmapansa
Korean Drama
Year 2021
এক প্রত্যাখাত ভালোবাসা, মৃত্যুর প্রতিশোধ, আর ক্ষমতার প্রতি চূড়ান্ত লোভ এই নাটকীয় প্লটের জন্ম দিয়েছে।
বরাবর শান্ত নির্লিপ্ত বিচারক বলে পরিচিত কাং ইয়ো হান নির্বাচিত হন ডিস্টোপিয়ান কোরিয়ার নবতম উদ্ভাবন “Τhe live Trial Show” এর প্রধান বিচারক হিসাবে। সাথে অ্যাসিস্ট্যান্ট বিচারক হিসাবে সদ্য জয়েন করা পিতৃমাতৃহীন সৎ এবং সরল যুবক কিম গা ওন ও কাং ইয়ো হানকে নিজের আইডল হিসাবে মানা মফস্বল থেকে আসা সুন্দরী যুবতী ও জিন জো।
কাং ইয়ো হানের প্রথমটা চমক লাগে। কিম গা ওনকে দেখতে অবিকল তার মৃত দাদার মত। একটা অদ্ভুত টান অনুভব করে সে। তারপর জড়িয়ে পরে মারা আর মরার খেলায়। DIKE অ্যাপের সাহায্যে কোর্টরুমের সব দৃশ্য, প্রেক্ষাপট, প্রমাণ , সাক্ষ্য সবই সাধারণ মানুষের কাছে তুলে ধরা হতে থাকে। আর গণতান্ত্রিক পদ্ধতিতে নাগরিক ভোটাধিকার প্রয়োগ করে দোষী বা নির্দোষ ঘোষনার মাধ্যমে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করেন কাং ইয়ো হান।
যেখানে একের পর এক উঠে আসতে থাকে সমাজের উচুতলার নাম।
কাং ইয়ো হান প্রত্যাখাত অত্যাচারিত সন্তান। তার বাড়িতে কাজ করতে আসে একটি ১১ বছরের মেয়ে। জাং সুন আ। মেয়েটি কাং ইয়ো হানকে ভালোবেসে ফেলে। কিন্তু সাথে বিশাল মহলের অন্দরে নিজের পদছাপ স্পষ্ট করার জন্যও উদগ্রীব হতে থাকে। বিপদ বুঝে কাং ইয়ো হান তাকে বাধ্য করে সরে যেতে।
কিন্তু লাইভ কোর্টে ট্রায়ালে উঠে আসে যেসব অপরাধী, তারা প্রত্যেকেই Social Refoundation Development সংস্হার সাথে যুক্ত। যা কোরিয়াকে দারিদ্রতামুক্ত, বিদেশীমুক্ত শুদ্ধ রক্তের কোরিয়ান মানুষকে নিয়ে ধনীর সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র মানুষকে ক্রমাগত অত্যাচার করে তুলে নিয়ে যেতে থাকে নিজেদের তৈরী করা Dream Village এ। যেখানে তাদের নতুন প্রতিষেধকের ট্রায়ালের গিনিপিগ হিসাবে ব্যবহার করা হতে থাকে।
প্রত্যেকের দুর্বলতার শেষ সুতোটি ঘটনাক্রমে গিয়ে হাতে পরে জাং সুন আ এর।
সেদিনের প্রত্যাখ্যাত জাং সুন আ আজকের খ্যাতনাম্নী ক্ষমতাশালী নারী। ফাউন্ডেশনের কতৃপক্ষকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে, বা হস্তগত করে সে ‘স্বঘোষিত ক্ষমতা’ হয়ে ওঠে।
সমাজের তল থেকে প্রতিশোধ স্পৃহায় ওপরের শেষ সিঁড়ি পর্যন্ত পৌঁছে মুখোমুখি হয় কাং ইয়ো হান ও জাং সুন আ। দুজনেই দুজনের তীব্র প্রতিদ্বন্ধী। কে জিতবে এবার? ইঁদুর-বেড়ালের খেলায় দর্শক ভীষণভাবে মগ্ন।
হারতে কেউই চায়না। প্রতিটা মুহূর্ত রুদ্ধশ্বাস। একমূহুর্তের জন্যই থ্রিল হারায়নি এই ড্রামা। একের পর এক পর্দা উন্মোচন, সত্যের নিষ্পেশন, এবং প্রকাশ, মৃত্যু, প্রতিশোধ, বঞ্চনা, সন্দেহ, ভাতৃস্নেহ, এবং ডার্ক হিউমরে পরিপূর্ণ। কোথাও এতটুকু ফাঁক নেই যেখানে দর্শক বলতে পারে ‘এটা হতে পারতো’।
অসম্ভব নাটকীয় সমাপ্তি। সিনেমাটোগ্রাফিও কাহিনীর সাথে মানানসই। তবে এই সিরিজের সার্থকতার সিংহভাগ কৃতিত্বই স্ক্রিপ্টরাইটার ও ডিরেক্টরের।
যদি থ্রিলর, রহস্য, এবং নির্মমতা (কিছু শাস্তি প্রদানের ক্ষেত্রে ) সহ্য করতে পারেন, তবে দেখে ফেলতে পারেন।
কাং ইয়ো হানের ভুমিকায় জি সাং এর অভিনয় এককথায় অনবদ্য।
এছাড়াও কিম গা ওনের ভুমিকায় পার্ক জিন ইয়ং, ইয়ুন সো হিয়ুনের ভুমিকায় পার্ক গিউ ইয়ং, জাং সুন আ এর ভুমিকায় কিম মিন জুং, ও জিন জোর ভুমিকায় কিম জে কিয়ুং ও প্রেসিডেন্টের ভুমিকায় বেক হেয়ন ঝিন এর অভিনয়ও অসাধারণ।
THE DEVIL JUDGE (2021)
TVN Production
মল্লিকা মুখোপাধ্যায়।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content