Description
Name : Shoroter Joba
Dricetor :
Kusum SikderStar Cast:
Kusum Sikder, Yash Rohan, Nidra Dey Neha
StoryLine :দীর্ঘ সময়ের পর্দায় দেখা মিললো কুসুম শিকদারের। এসেছেন নিজের পরিচালিত সিনেমা ”শরতের জবা” এর জবা হয়ে। সিনেমাটির রচনা ও চিত্রনাট্যও তার নিজের করা। নিজের লেখা বই “অজাগতিক ছায়া” থেকে “শরতের জবা” গল্পটির সিনেমা নির্মাণ করেছেন তিনি। “শরতের জবা” মূলত সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিনেমা। চিত্রনাট্যে ভৌতিক আবহ, রহস্য এবং প্রেম খেলা। আছে ভুতুড়ে দৃশ্য এবং ভৌতিক জগতের ছাপ। সাইকোলজিক্যাল থ্রিলার গল্প গুলো অনেক দর্শকের খুব পছন্দ। আগ্রহ নিয়ে দেখেন অনেকে আবার খুব পছন্দ করেন ভৌতিক গল্পের সিনেমা। এই সিনেমাটি তাই কয়েক ধরনের দর্শকদের ভালো লাগবে। তবে সিনেমায় আছে নারীর প্রতি নির্যাতনের শিকারের গল্প। কিন্তু টুইস্টও আছে।
সিনেমার গল্প অনুযায়ী সেট ডিজাইন এবং লোকেশনের ব্যবহার ভালো লেগেছে। বিজিএম এবং গানের ব্যবহার ভালো ছিল। সিনেমাটি সকলের অভিনয় অসাধারণ ছিল। কুসুম শিকদার ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, বড়দা মিঠু, অশোক ব্যাপারী সহ অনেকে। বন্ধের দিনে সিনেমাটি দেখে নিতে পারেন আই স্ক্রিনের পর্দায়।Download Link Below :
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content