Rajkumar |
Rajkumar (2022) Bengali WEB-DL -480P |720P | 1080P |4K -Download & Watch Online
এসকে ফিল্মস এর আমেরিকার প্রজেক্ট এর নাম “রাজকুমার”। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কর্টনে ক্যাফে কে। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এই ছবির ৯০ শতাংশ শ্যুটিং হবে আমেরিকায়। এবং এটি বিশ্বব্যাপী মুক্তি দেয়া হবে। সবই ঠিক আছে। তবে, শাকিবের ফিটনেসের দূর্বলতা এখানেও চোখে পড়ার মতো। যেহেতু, জুলাইতে শ্যুটিং শুরু। আশা করবো এই কয়মাসে নিজেকে ফিট করে তুলবেন। গতকাল তার জম্মদিনে ছবিটির মহরত হয়। জম্মদিনে চিত্রনায়ক কাজী মারুফকে দেখে ভালো লাগলো, আহমেদ শরীফও ছিলো।
‘রাজকুমার’ নামে যুক্তরাষ্ট্রে নতুন ছবি করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। হিমেল আশরাফের পরিচালনায় এ ছবির নায়িকা হতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে মহরত করেন শাকিব খান। জমকালো আয়োজনে ওই মহরত দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরাও!
এরপর থেকে ঢাকাই ছবির দর্শকদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই কোর্টনি কফি? কিভাবেই বা তিনি যুক্ত হলেন শাকিব খানের ছবিতে!
খোঁজ নিয়ে জানা যায়, কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।
শাকিব খানের বিপরীতে ‘রাজকুমার’ ছবির নায়িকা খুঁজতে গিয়ে নিউইয়র্কের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ হয় কোর্টনি কফির সঙ্গে। শাকিবের ‘রাজকুমার’র নায়িকা হওয়ার জন্য ৮৬ জন যোগাযোগ করেন।
তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে ৪০জনকে অডিশনের জন্য ডাকা হয়। প্রাথমিক বাছাইয়ে থাকা ৪০ জন থেকে আবার অডিশনের মাধ্যমে ১০জনকে রাখা হয়।
সেই ১০জনের মধ্যে আবার টপ থ্রি’র নির্বাচন করা হয়। পরে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনয়, লুক, ডান্স সবকিছু যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত ‘রাজকুমার’ ছবির নায়িকা হিসেবে বাদামি চোখের স্বর্ণকেশরী কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়।
কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।
এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।
পরিচালক হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, কোর্টনি কফি একেবারে প্রফেশনাল আর্টিস্ট। শাকিব ও আমাদের গল্পের সঙ্গে তাকে উপযুক্ত মনে হয়েছে।
রাজকুমার ছবির মহরতে শাকিব খান বলেন, শুধু গ্রিনকার্ড নেয়ার জন্য আমেরিকাতে আসিনি। আমার যেটা আসল কাজ সেটাই করছি। এখানে যেহেতু পরিবেশটা আমার জন্য একেবারে নতুন, তাই সবকিছু গোছাতে কিছুটা সময় লাগছে। এতদিন যে স্বপ্ন দেখতাম এখন থেকে সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম।
‘যতদিন আমার শক্তি সামর্থ্য থাকবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে ততদিন আপ্রাণ চেষ্টা করে যাবো।
আব্রাহাম খান জয়ের আব্বু আমেরিকা থাকাকালীন সময়ে যদি ব্যায়াম করে প্রচুর ঘাম ঝরিয়ে তার বডিটা আরেকটু ফিট করে নিতেন তাহলে পর্দায় তাকে আরও সুদর্শন লাগতো। জয়ের আব্বু আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক তাই সিনেমাপ্রেমী দর্শকদের তাকে ঘিরে প্রত্যাশা একটু বেশিই থাকে।
নিজের জন্মদিনে মার্কিন মুলুক থেকে নতুন ছবির ঘোষণা দিলেন শাকিব খান। ‘রাজকুমার’ নামে এ ছবিতে তার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন- এ নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে জানা গেল কোর্টনির পরিচয়। তিনি মার্কিন নাগরিক। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা।
তার প্রকৃত নাম কোর্টনি বিসনেট। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। অভিনেত্রী হিসেবে তিনি খুব পরিচিত নন। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারের সঙ্গে। নিউইয়র্কের বাসিন্দা কোর্টনি নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্ম প্রযোজনা করেছেন।
সামার ইন দ্য সিটি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সহযোগী প্রযোজক ছিলেন। এ ছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে সহযোগী প্রযোজক হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, চলচ্চিত্র ও নারীবিষয়ক নানা বিশ্নেষণধর্মী প্রবন্ধও লেখেন তিনি। জানা গেছে, অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন কোর্টনি। বাংলাদেশের শীর্ষ নায়কের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত এই মার্কিন অভিনেত্রী। শাকিবের প্রতি মুগ্ধতাও ঝরে তার কণ্ঠে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে ছবির নাম ঘোষণার ওই অনুষ্ঠানে কোর্টনি বলেন, “খুবই ভালো লাগছে ‘রাজকুমার’ সিনেমায় সম্পৃক্ত হতে পেরে। সিনেমার গল্প খুব সুন্দর। আর শাকিব খান গ্রেট অ্যাক্টর। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
কোর্টনি সম্পর্কে নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘কোর্টনি কফির সঙ্গে আগে কখনও পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্বটা আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিনজন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।’
ছবিটি প্রযোজনা করছে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। জানা গেছে, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। নিউইয়র্ক ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ চলবে বলে জানিয়েছেন নির্মাতা।
Embarking on Superstar Shakib Khan’s new journey as ‘‘RAJKUMAR’’
Directed by : @Himel Ashraf
Produced by SK Films (Shakib Khan Films) 🇧🇩
#ShakibKhanNewFilm #Rajkumar #ShakibKhan
Download Link Below :
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content