Sea Fog (2014) Korean Full Movie Bangla রিভিউ ডাউনলোড & Watch Online /720P -480P Download
Movie: Sea fog
Genre: drama, thriller
IMDB Ratting: 6.8/10
Personal Ratting: 7.5/10
গতকাল থেকেই দেখে আসছি হাওয়া মুভিটা নাকি Sea fog নামক কোরিয়ান একটা মুভির রিমেক। তাই ভাবলাম দেখেই নিই। হাওয়া আসলে এই মুভির রিমেক কিনা।
#হালকা_স্পয়লার
.
ঋণে জর্জরিত একজন সাগরে মাছ ধরা নৌকার ক্যাপ্টেন। তাদের নৌকাটা অনেক বেশি পুরানো হওয়ার কারণে এখন আর আগের মতো মাছও ধরতেও সক্ষম হয়না তারা। এরই মধ্যে সে তার বাড়িতে গেলে দেখতে পায় তার স্ত্রী অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করছে। আর এতে সে অনেক কষ্ট পাওয়ায় নৌকায় চলে আসে, এখন তার আপন বলতে আছে শুধু তার নৌকা আর ওইখানে কর্মরত মানুষগুলো। প্রচন্ড ঋণের মধ্যে থাকায় সবাই এই নৌকা বিক্রি করে দিতে বললেও ক্যাপ্টেন এতে রাজি হয়না।
.
অনেক বেশি ঋণ থাকায় ক্যাপ্টেন অনেক জায়গায় টাকা লোন নিতে চায় কিন্তু কেউ থাকে লোন দেয়না। লোন না পেলেও ক্যাপ্টেন একটা অফার পায় যার মাধ্যমে সে অনেক টাকা পাবে আর কাজটি হলো চীন থেকে কিছু অবৈধ অধিবাসী আসবে আর তাদের সমুদ্রপথে মাছ ধরা নৌকায় তুলে নিয়ে তাদের দক্ষিণ কোরিয়ায় ঢুকিয়ে দিতে হবে।
ক্যাপ্টেনের অনেক ঋণ থাকায় সে বেশি কিছু না ভেবেই এতে রাজি হয়ে যায়। ওই অবৈধ অধিবাসীদের জাহাজ থেকে তারা তাদের নৌকায় তুলে নেয়। ওইখানের একেকজনের একেক স্টোরি ছিলো দক্ষিণ কোরিয়া যাওয়া নিয়ে। একজন যাচ্ছিলো তার ভাইয়ের খুঁজে আরেকজন তার বিচ্ছিন্ন পরিবারের সাথে দেখা করতে। এমনি একেক জনের একেকটা স্যাড স্টোরি ছিলো দক্ষিণ কোরিয়া যাওয়া নিয়ে।
.
ওই অধিবাসীদের মধ্যে একজন মেয়ে ছিলো যার সাথে ওই নৌকার একজন ক্রুর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এমনকি ভালো সম্পর্ক থেকে হয়ে উঠে প্রেমের সম্পর্ক।
ওই অধিবাসীদের নৌকায় তুলার পর থেকে ঘটতে থাকে একের পর এক ঘটনা। তাদের তো কাউকে দেখতে দেওয়া যাবেনা, কেউ দেখে নিলেই বিপদ। পুরোপুরি সিক্রেটলি তাদের নিয়ে যেতে হবে। চলতে থাকে ওই নৌকায় অনেক ক্লাইমেক্সে ভরা কাহিনি।
.
হঠাৎ এক দূর্ঘটনায় ওই নৌকার সব অধীবাসীদের মৃত্যু হয়। তাদের মধ্যে বেঁচে ছিলো শুধুমাত্র ওই মেয়েটি যার সাথে ওই নৌকার একজন ক্রুয়ের সম্পর্ক হয়ে উঠে।
সব অধীবাসীদের মৃত্যুর পর মেয়েটি তার জীবন নিয়েও সংশয়ে পড়ে যায়। ঘটতে থাকে ওই নৌকায় একের পর এক মর্মান্তিক ঘটনা।
কি কারণে সব অধীবাসীদের মৃত্যু হয়? কেনইবা ওই মেয়ের জীবন নিয়ে সংশয় ছিলো নৌকার মধ্যে? কি ঘটেছিলো ওই নৌকায়? এইসব জানতে হলে আপনাকে অবশ্য
Download Now Movie
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content