Rocket Boys (2022) Hindi Web Series বাংলা রিভিউ / Bangla Review Download 1080P 720P 480P 360P Review Watch Online
Series name: Rocket Boys
Year: 2022
Language: hindi
Country: India
Genre: biographical drama
Cast: Jim sarbh, Ishwak singh, Regina Cassandra, Saba Azad, Rajit Kapur, Dibyendu Bhattacharya, Namit Das, Arjun Radhakrishnan, Dibyendu Bhattacharya etc.
OTT: Sonylive
প্রধানত বিক্রম সারাভাই আর হোমি ভাবার জীবন নিয়ে। তবে সব সত্যি না, অনেককিছুই ফিকশনাল। দুজনে একসাথে মিলে যেভাবে রিসার্চ শুরু করেছিল, পরে অবশ্য nation building এরটাই দেখিয়েছে স্বাধীনতা পরবর্তীকালের। সেখানে A.P.J আব্দুল কালামও যুক্ত হয়েছে। এটা বিক্রম সারাভাই এর স্ত্রী মৃণালিনিরও গল্প। এখানে যেমন মাথুর আর রাজা মেহেদী নামক কাল্পনিক চরিত্র যুক্ত করা হয়েছে, তেমনই পিপসি চরিত্রটি semi fictional মানে বাস্তবে নেই কিন্তু একজনের আদলে। হিসাব করে দেখলে হোমি ভাবার লাইফের অনেকটাই কাল্পনিক বিক্রম সারাভাইএর টা বাস্তবের, এমনকি তার কমলা চৌধুরীর সাথে affairও, এই সিরিজে স্পেশাল thanks জানিয়েছে বিক্রম আর মৃণালিনীর সন্তান মল্লিকা আর কার্তিকেয়া আর নাতি রেবন্তকে। মানে ওদিক দিয়ে সব ঠিকঠাকই আছে।
বিক্রমের মৃণালিনীর dance এ career এ হেল্প না করা, বাড়ি ছেড়ে গুজরাটে এত বড় পরিবারের বউ হয়ে নাচ করা ইত্যাদি অনেক ব্যাপার। এদিকে বিজ্ঞানের ফিল্ডে রাজনীতি দ্বন্দ্বগুলো দেখা গেছে।কিন্তু আমার সবথেকে চমৎকার লেগেছে কাস্টিং, মানে আসল চেহারার সাথে এমন মিল স্পেশালি জিম sarbh কে হোমি ভাবার চরিত্র দিয়েছে আর এত সুন্দর মানিয়েছে।
acting তো সবাই দারুন করেছে।সিনেমাটোগ্রাফিও খারাপ না, সেই হিসাবে musicও ভালো আর science এর দিকে যাদের ঝোঁক কিছু ব্যাপার ভালো লাগতে পারে এখানে। এবার যেহেতু পলিটিক্যাল ব্যাপার অনেককিছুই আছে সেই হিসাবে অনেকের ভালো না লাগতে পারে। তবে নিরপেক্ষভাবেই দেখা ভালো সেদিক দিয়ে, এখানে কোনটা ঠিক ভুল সেটা জাস্টিফাই করেনি, কোনো কেন্দ্রীয় চরিত্রকেও মহান করে দেখায়নি, ভালো খারাপ মিশে মানুষ। আর দেখে একটুও বোর হইনি এমনভাবে করেছে।
লেখক;
-নন্দিনী বিশ্বাস
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content