Radhe Shyam is a 2022 Indian supernatural fantasy period romantic drama film written and directed by Radha Krishna Kumar, starring Prabhas and Pooja Hegde.
পরিচালক: কে কে রাধাকৃষ্ণ কুমারছবির ধরন:Telugu, Drama, Romanceসময়সীমা:2 Hrs 18 Min
গুরু পরমহংসের (Satya Raj) সঙ্গে সংঘাত একদল বিজ্ঞানীর। পরমহংসের জ্যোতিষ চর্চার উপর ওঠে প্রশ্ন। আর তখনই সিনে এন্ট্রি নেন বিক্রম আদিত্য (Prabhas)। তিনি নাকি ভারতের Nostradamus। বিক্রমের গণনা নাকি কখনও ভুল হয় না।
এই ছবিতে জ্ঞানের বার্তা কী? কোন বিজ্ঞানই 100 শতাংশ সঠিক নয়। গীতার বাণী চূড়ান্ত। কর্মই পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে। অতিরিক্ত দীর্ঘ সময় প্রয়োজন, শুধু 140 মিনিট চিন্তা করুন! কিন্তু গল্পটা তীরে কোথায় পৌঁছে গেল! যাইহোক, উপাদানগুলি এ-ক্লাস ছিল, তবে রান্নাটি কেবল অর্ধেক কাঁচা রেখে দেওয়া হয়েছিল।
প্রভাসের সঙ্গে পূজা হেগড়ের কেমিস্ট্রি জাস্ট জমেনি বস। আলুনি খাবারের মতো তাঁদের কেমিস্ট্রি (অনুষ্কা শেট্টির সঙ্গে সেই দুরন্ত ম্যাজিক খুঁজতে গেলে মনে বড্ড ব্যাথা পাবেন।) চিত্রনাট্যতেও বিস্তর গলদ রয়েছে। অভিনেতারা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু লাস্ট পর্যন্ত সব মাঠে মারা গেল। তাবলে কি সব নেগেটিভ পয়েন্ট। একেবারেই নয়। ইউরোপের বিভিন্ন লোকেশনে শ্যুট হয়েছে Radhe Shyam। ফলে দর্শকের চোখের আরাম আর কয়েক শো টাকায় ইউরোপ ঘোরা দুটোই হবে। ভালো মিউজিক দিয়েছেন মিঠুন (Mithoon), আমাল মালিক (Amaal Mallik) এবং মনন ভরদ্বাজ (Manan Bhardwaj)। ইমপ্রেসিভ এই ছবির VFX। কিন্তু ছবির ভাগ্য বদলাতে পারলেন না নির্মাতারা।
Prabhas-কে আগামীদিনে দেখা যাবে Nag Ashwin-এর ছবিতে। এই ছবিতেই তাঁর বিপরীতে দেখা যাবে বলিউডের হার্টথ্রব দীপিকা পাডুকোনকে (Deepika Padukone)। এছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan)। Salaar ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে Shruti Haasan-কে। অন্যদিকে বলিউডের পরিচালক ওম রাউতের (Om Raut) ছবিতে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন Kriti Sanon, Saif Ali Khan এবং Sunny Singh।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content
Disclaimer:MLSBD does not host any files on it’s servers. All files or contents hosted on third party websites. MoviekhorBD does not accept responsibility for contents hosted on third party websites. MoviekhorBD just index those links which are already available in internet.