Punorjonmo 2 | পুনর্জন্ম ২ | Afran Nisho | Mehazabien | Nawshaba | Vicky Zahed | Bangla Review Download
Name: পূর্ণজন্ম (Part-2)
Director: Vicky Zahed
Genre: Drama/ Thriller.
Runtime: 56m.
IMDb: 8.4/10.
Facebook: 5/5.
PR: ⭐⭐⭐⭐🌟 (4.5/5)
Written & Directed By: Vicky Zahed
Cast: Afran Nisho, Mehazabien Chowdhury, Khairul Basar, Quazi Nawshaba Ahmed, Shahed Ali, Mukul Siraj
Music, Tune & Lyrics: Mahamud Hayet Arpon
Singer: Ajoy Roy
Edit, Color, Sound & VFX: Aurnob Hasnat
Chief Ad: Masudul Mahmud Ruhan
Assistant Director: S M Rakibul Hasan
Art Direction & Costume Design: Alvira Tasnim
Poster: Sajjadul Islam Sayeem
Gaffer: Younus sanai
Photographer: Jayid Islam
Production Manager: Hasib
Produced By: Impress Telefilm Limited, Channel i
🔵স্পয়লার নেই🔵
মিস্টার টুইস্ট খ্যাত ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশো এবং মেহেজাবিন চৌধুরী অভিনীত পুনর্জন্ম ২ এক কথায় অসাধারণ। ভিকি জাহেদ মানেই দারুণ কিছু, কিন্তু এবার পুনর্জন্ম সিরিজের পুনর্জন্ম ২ ছিলো অতন্ত্য দারুণ। এতোটা অসাধারণ থ্রিলার গল্প আমি আগে কোনো নাটকে দেখিনি।
নাটকটা জুড়েই ছিলো টুইস্টে ভরপুর। দর্শক প্রায় অনেকবার ধাক্কা খাবে থ্রিল গুলো দেখে। বাংলাদেশের থ্রিলার নাটকগুলার মধ্যে এই নাটকটা অন্যতম সেরা একটি নাটক।
আফরান নিশো অভিনয় ছিলো অতন্ত্য দারুণ, কোথাও অভারএকটিং মনে হয় নি। তার ডাইলগ ডেলিভারি এবং এক্সপেশন ছিলো অসাধারণ। আফরান নিশো সব চরিত্রেই যেনো পারফেক্টভাবে মিশে যান, তার ভার্সেটাইলিটির বৈচিত্র্যের প্রশংসা না করে পারছি না।
মেহেজাবিন চৌধুরী অতন্ত্য সুন্দর অভিনয় করছেন, তার অভিনয়ে কোথাও ওভার এক্টিং মনে হয়নি এবং তার ডাইলগ ডেলিভারি এবং এক্সপেশন ছিলো দারুণ।
আফরান নিশো এবং মেহেজাবিন চৌধুরীর সাথে একটা টুইস্ট হিসেবে থাকছে খাইরুল বাসার। খাইরুল বাসারের অভিনয় দারুণ ছিলো।
এছাড়াও নওশবা, মুকুল সিরাজ, শাহেদ আলী এদের অভিনয়ও ভালো ছিলো, কোথাও অতিরিক্ত কিছু মনে হয়নি, চরিত্র হিসেবে তারা তাদের ভালোটা দিয়েছে।
নাটকের সিনেমাগ্রাফি পারফেক্ট ছিলো।
নাটকের একটা ডাইলগ অনেক ভালো লেগেছে সেটা হলো :
“পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর হচ্ছে মানুষ, তাই মানুষের অন্য কোন ভয়ংকর কিছু দেখে ভয় পেতে নেই”
পুনর্জন্ম ২ দেখার আগে অবশ্যই পুনর্জন্ম ১ দেখে নিবেন। ভিকি দাদো কিঞ্চিৎ সাসপেন্স রেখে দিয়ে সামনে পার্ট – ৩ আনছেন। পরিশেষে বলা যায়, নাটকটা আমার কাছে দারুণ লেগেছে।
বিঃদ্রঃ নাটক টা অনেক আগে দেখা তবে, এখন শুক্লপক্ষ সাথে কানেক্ট আছে তাই নতুন করে রিভিউ দিলাম,,,
#Azharul_Islam_Robin_Review_Number: 45
.purnojonno 2 Natok
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content