Prabash এর Salaar (2023) Upcoming Movie Download আসছে
২০২২ প্রভাসের সালার মুভি কাপিয়ে দিতে পারে কয়েকটা কারণে।
পয়েন্ট নাম্বার “-১
🔘প্রশান্তনীল – কেজিএফ দিয়ে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার একটা হাইফ ক্রেজ করে পেলেছে। তাই সবাই মুখিয়ে আছে। মোটকথা প্রশান্ত নীল নামটাই যথেষ্ট 💥 তার উপর বিশ্বাস করা যায় ৯০%।
🔘কেজিএফ এর সাথে কোনো কানেক্টেড থাকতে পারে এর জন্য সালার এর হাইফটা বজায় থাকবে।
🔘পোস্টারে দেখা যায় প্রভাস কতগুলো মৃত মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছে, দুইহাতে ভয়ংকর অস্ত্র, একটা ডার্ক লোক💥,, এতে বুঝায় যায় কেজিএফ রকির মতো ডেঞ্জারাস হতে চলেছে সালারের প্রভাশ 🔥।
🔘 প্রভাশ বাহুবলির পর হিট মুভি মুখ দেখতে পারে নি – তাই আসা করা যায় এখানে চেষ্টার কোনো কমতি রাখবে না।
🔘কেজিএফ এর পর সালারের হাইফ এখন তুঙ্গে, সবকিছু খাপেখাপ -এটাই প্রভাশের জন্য পারফেক্ট কাজ, পারফেক্ট সময় নিজেকে আবার প্রমাণ করার জন্য। আশা করি”- সালার” দিয়ে প্রভাশ ক্যামব্যক করবে🥰।
প্রভাস, জাগাপাথি বাবু, শ্রুতি হাসান ছাড়াও ‘ Salaar ’ মুভিতে থ্রিলার কিং পৃথ্বিরাজ ও Suzhal The Vortex খ্যাত অভিনেত্রী শ্রীয়া রেড্ডিকে গুরুত্বপূর্ণ রোলে দেখা যাবে! 💥🔥
মুভির কাস্টিং অসাধারণ।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content