Actor: Siju Wilson,Kayadu Lohar,Renu Sounder,Deepti Sati,Madhuri,Gokulam,Poonam,Varsha,Vishnu,
Sudev,Mammotty,Anoop And Many More.
Produced :Gokulam Gopalan
Production Company :Sree Gokulam Movies
Music :Santhosh
Cinematographer: Shaji Kumar
Language :Malayalam
Released Date:8 September 2022
Running Time:158 Minutes
IMDB Ratting :7.2/10
It’s Like Just Boom
It’s Movie Give me Goosebumps Definitely I am Just Shocked To watch this Incredible Movie




ভাইরে ভাই আমি এটা কি দেখলাম সেটা ধারনার ও বাইরে।এখন পর্যন্ত মালায়লাম সিনেমার মধ্যে আমার কাছে বেষ্ট হিস্ট্রোরিক্যাল একশান ড্রামা ছিল এটা।
মালায়লাম সিনেমা মানেই আমি তাদের সিনেমা গল্প কনসেপ্টে,প্রেজেন্টেশন মেকিং সব কিছুর উপর একদম অন্ধ ভক্ত।আমাকে মালায়লাম সিনেমা ইন্ডাস্ট্রি থেকে যা দেওয়া হবে সেটাই আমি না দেখেই খাইতে রাজি এমন।কিন্তু পাঠোনপাঠাম নট্টান্ডু আমার দেখা মালায়লাম সিনেমার মধ্যে বেষ্ট ছিল।অলটাইম বেষ্ট একশান ড্রামা।মালায়লাম সিনেমা থেকে এটাই আমার দেখা প্রথম অসাধারণ হিস্ট্রোরিক্যাল একশান ড্রামা সিনেমা। এর আগেও হিস্ট্রোরিক্যাল একশান ড্রামা সিনেমা মালায়লামের দেখেছি কিন্তু এটা ভাই অন্য লেভেলের। 
ভাই আমি সিনেমার রিভিউ ভাল লেখতেই জানি না।যদি লিখতে জানতাম তাহলে বুঝতেন যে আমার কতটা ভাল্লাগছে। শুধু একটা কথাই বলব যদি আপনি বুঝতে পারেন আমার ভালো লাগে তাহলে এখানেই আমার স্বার্থকতা।আপনি যদি মালায়লাম সিনেমা লাভার হয়ে থাকেন তাহলে পাঠোনপাঠাম নট্টান্ডু সিনেমা মাস্ট দেখতেই হবে।কোনো কথা হবে না ভাই এখানে।আর যদি না দেখে থাকেন তাহলে ভাই আপনার মালায়লাম সিনেমা দেখাই বৃথা।এবার বুঝে নিন কত টা ভাল্লাগছে।
আমি গত ২ মাস যাবৎ একভাবে সাউথের তামিল তেলেগু মালায়লাম এছাড়া হিন্দি বাংলা সব সিনেমা সে হোক ৩০-৪০ টা, দেখলেও এটাই আমার এখন পর্যন্ত দেখা বেষ্ট সিনেমা ছিল।

মালায়লাম সিনেমা লাভার আপনারা যারা আছেন তারা তো খুব ভাল করেই জানেন মালায়লাম সিনেমার গল্পের কি দাপোট।সো এখানেও তার বিপরীত হয় নাই।আমি যা আশা করছিলাম।তার থেকে ৫ গুন বেশি পেয়েছি।আমি সিনেমা টা নিয়ে টোটালি কিছু আশা করি নাই।কারন সিনেমার আপডেট আগে থেকে জানতাম না।তারপর নায়ক নায়িকা জানি না।এই সিনেমা টা নিয়ে কোনো গ্রুপেও কোনো নিউজ দেখি নাই।যাস্ট সাইটে দেখে নামিয়ে দেখা।কিন্তু এই বোম এর স্বীকার হব সেটা ভাবি নাই।ভাই এরকম সিনেমা হলে কিছু লাগে না রে ভাই।আমি জানি না আমি আবেগে বেশি বলছি কিনা।কিন্তু বললেও কিছু যায় আসে না।কারন যেটাই বলি সেটাই কম লাগবে নিজের কাছে।


সিনেমার নায়ক যে সিজু, তার লুক টা কিন্তু জোশ যাস্ট লাভলি
কিন্তু সমস্যা হচ্ছে এই লুক দেখে এখন তার মেইন লুক টাই ভাল্লাগছে না।কেন জানি না শুধু ওই সিনেমার লুক টাই মিচ করছি।সিনেমার লুক আর বাস্তবের লুক ভিন্ন লাগছে।
সিনেমা টা নিয়ে কোনো আপডেট না দেখায় হয়তো আপনারা অনেকেই জানেন না সিনেমা টা নিয়ে।তাই রিকুয়েষ্ট করছি ভাই ঠ্যাং ধরে হলেও সিনেমা অবশ্যই দেখবেন
আমি রাত ১০ টা বা ১১ টায় সিনেমা দেখি।দেখতে দেখতে ঘুমাও যাই।কিন্তু এই সিনেমা টা দেখতে দেখতে সময় যে কখন চলে গেল বুঝলামই না।যেখানে ১ ঘন্টা দেখতে গেলেই চোখ টাটায়।শেষ হতেই পরান কান্দা উঠছে যে কেন শেষ হলো
গল্পে ডুবতে পারলে ভাই সময় টা যাস্ট কিছু না।
শুধু এটা ভেবে খারাপ লাগছে যে সিনেমা টা এত ভালো কিন্তু আগে থেকে না কোনো আপডেট জানতাম। না কারো পোস্ট দেখছি।টোটালি কোনো রেসপন্স ছিল না।
এত সুন্দর সিনেমা কেন এমন হলো বোধগম্য নয়।
Afilmy4wap তে হিন্দি ঢাবিং পেয়ে যাবেন।ভাই সিনেমা লাভারদের জন্য একদম পারফেক্ট সিনেমা। সিনেমা হো তো এসি বারনা কুছ ভি নেহি।
সিনেমা টা বক্স অফিসে ডিজাস্টার হইছে।যেটা মানা যাস্ট অসম্ভব আমার পক্ষে।এত সুন্দর সিনেমা তো হিট হওয়াই উচিত। কিন্তু ভাই ডিজাস্টার ফ্লপ হলেই যে সিনেমা খারাপ না এই সিনেমা তার বাস্তব প্রমান।ডিজাস্টার ফ্লপ হলেই সিনেমা খারাপ হয়ে যায় না।তবুও দর্শক মুগ্ধ হয়ে দেখবে এটাই শিউরিটি দিতে পারি।
সিনেমার গল্প সম্পর্কে কিছু বলব না।খুবই সাধারণ গল্পে অসাধারণ সব কিছু দেখলেই আপনি মুগ্ধ হতে বাধ্য।
কায়াদু আর সিজুর এক্টিং একশান আপনাকে সিনেমা দেখতে বাধ্য করবে।একবার শুরু করলে।কায়াদু আর সাঞ্জুর প্রেমে পড়লাম।
জানি এত বিস্তারিত কেউ কখনো পড়বেন না।তবুও আমার ইচ্ছা যা মন চায়।মনের সন্তুষ্ট থেকে লেখা।
এখনো ১ মাসের সিনেমা লিস্টেড না হয় আর ও কয়েকবার দেখতাম সিনেমা টা।এরকম সিনেমা একবারে কেন ১০০ বারে স্বাদ মিটে না।তবুও দেখব।
ব্যক্তিগত রেটিং ১০/১০
MOVIE INFORMATION
Name: Pathonpatham Noottandu মালায়লাম সিনেমা Bangla Review Download
Genre:
Duration:
Release Date:
Language:
Director:
Casts:
Size:
Quality:
How To Download:
Click Here
DOWNLOAD THIS MOVIE
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: leodaudbd@gmail.comWe will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content