NPSB,POS ,IBFT,EFT, RTGS, কি?
NPSB (National Payment Switch Bangladesh): NPSB দিয়ে দেশের 51 টি ব্যাংক এ যেকোন সময় (২৪ ঘন্টা) ইন্সট্যান্ট টাকা ট্রান্সফার হয়। (এই প্রসেস টি ইন্টারনেট ব্যাংকিং থেকে করতে হয়)। কোন চার্জ* লাগে নাহ।
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) হল একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, কার্ড ভিত্তিক/অনলাইন খুচরা লেনদেনের জন্য শিডিউল ব্যাঙ্কগুলির মধ্যে আন্তঃকার্যযোগ্যতা অর্জনের লক্ষ্যে 27 ডিসেম্বর 2012 তারিখে এর কার্যক্রম শুরু করে। বর্তমানে, NPSB আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (ATM), পয়েন্ট অফ সেলস (POS), ইন্টারনেট ব্যাঙ্কিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেন প্রক্রিয়া করছে।
অটোমেটেড টেলার মেশিন (ATM):Auromated Teller machine
দেশে 53টি ব্যাংক কার্ড ব্যবসা পরিচালনা করছে। 53টি ব্যাঙ্কের মধ্যে 51টি ব্যাঙ্ক NPSB-এর মাধ্যমে এটিএম লেনদেনের জন্য আন্তঃপরিচালনাযোগ্য। অর্থাৎ, এই 51টি NPSB সদস্য ব্যাঙ্কগুলির যে কোনও ব্যাঙ্কের একজন কার্ডধারী সারা দেশে অন্য সমস্ত ব্যাঙ্কের এটিএম ব্যবহার করতে পারেন৷ কার্ডধারীরা দেশের প্রায় সমস্ত এটিএম থেকে 24/7 জন্য নগদ তোলা, মিনি স্টেটমেন্ট এবং ব্যালেন্স অনুসন্ধানের মতো ব্যাঙ্কিং পরিষেবা পাচ্ছেন। ফলে ব্যাংকগুলোর ক্যাশ কাউন্টারে দীর্ঘ সারি কমছে। অধিকন্তু, ব্যাঙ্কগুলি এখনও এটিএম এবং পিওএস ইনস্টল করতে পারেনি তাদের গ্রাহকদের কার্ড ইস্যু করতে পারে৷ একজন কার্ডধারীকে নগদ উত্তোলনের জন্য প্রতি লেনদেনে 15 টাকা (ভ্যাট সহ) এবং অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করে প্রতিটি মিনি স্টেটমেন্ট বা ব্যালেন্স অনুসন্ধানের জন্য 5 টাকা (ভ্যাট সহ) দিতে হবে।
বিক্রয় পয়েন্ট (POS):Point Of Sales
48টি ব্যাঙ্ক বর্তমানে NPSB-এর মাধ্যমে POS লেনদেনের জন্য আন্তঃঅপারেবল। এই ব্যাঙ্কগুলির কার্ডধারীরা তাদের খুচরা কেনাকাটার জন্য বিভিন্ন মার্চেন্ট আউটলেটে সমস্ত NPSB সদস্য ব্যাঙ্কের POS ব্যবহার করতে পারেন। এনপিএসবি সদস্য ব্যাঙ্কগুলির পিওএস-এ কার্ডগুলির বৃহত্তর গ্রহণযোগ্যতার কারণে নগদ রাখার প্রয়োজনীয়তা খুব দ্রুত হ্রাস পাচ্ছে। NPSB-এর অধীনে অন্য ব্যাঙ্কের POS ব্যবহার করে কার্ডধারীদের খুচরা কেনাকাটার জন্য কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।
ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT): Internet Banking Fund Transfer
NPSB 6 টি ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেনও প্রক্রিয়া করছে৷ আইবিএফটি সদস্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট/কার্ড ধারক ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অন্যান্য ব্যাঙ্কগুলিতে তহবিল (অ্যাকাউন্ট/কার্ড এবং কার্ড থেকে কার্ড/অ্যাকাউন্ট) ট্রান্সফার করতে পারেন। একজন গ্রাহকের দৈনিক লেনদেন হবে পাঁচবার এবং মোট 2,00,000 টাকা (দুই লাখ)। প্রতিটি লেনদেন সর্বোচ্চ টাকা হবে। 50,000 (পঞ্চাশ হাজার)। নিরাপত্তা বজায় রাখতে ব্যাঙ্কগুলি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য দুটি ফ্যাক্টর প্রমাণীকরণ নিশ্চিত করবে। ব্যাঙ্কগুলি বাড়ি বা অফিস থেকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহকদের ইউটিলিটি বিল পেমেন্ট, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, লোনের কিস্তি পেমেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট ইত্যাদি পরিষেবা প্রদান করতে পারে।
কেন্দ্রীয় ব্যাঙ্ক এনপিএসবি-এর নিরাপত্তা জোরদার করার জন্য ক্রমাগত প্রচেষ্টা নিশ্চিত করছে আন্তর্জাতিক মান ও কার্ড ভিত্তিক অর্থপ্রদানের সর্বোত্তম অভ্যাসকে অভিযোজিত করে। একটি নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ খুচরা পেমেন্ট সিস্টেম সবসময় সব স্টেকহোল্ডার (ব্যাংক, গ্রাহক, সরকার) থেকে সক্রিয় অংশগ্রহণ জড়িত। তাই কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছে।
EFT(Electronic Fund Transfer): দেশের যেকোন ব্যাংক থেকে যেকোন ব্যাংক এ ফান্ড ট্রান্সফার করা যায়। ব্যাংকিং কার্যদিবসে দুপুর ২টার আগে ট্রান্সফার রিকোয়েস্ট দিলে সেই দিন রিসিভার ব্যাংক এ টাকা চলে যাবে। ২টার পরে দিলে পরের দিন রিসিভার একাউন্ট ক্রেডিট হবে।(সর্বনিম্ন সময়, সর্বোচ্চ ৩ দিন লাগতে পারে) কোন চার্জ* লাগে নাহ।
RTGS (Real Time Gross Settlement): ব্যাংকিং সময়ে নূন্যতম ১ লক্ষ টাকা দেশের যেকোন ব্যাংক থেকে যেকোন ব্যাংক এ ফান্ড ট্রান্সফার করা যায়। ইন্টারনেট ব্যাংকিং অথবা ব্যাংক এ ফর্ম ফিলাপ (কিছু ব্যাংক এ চেক লাগতে পারে) করে ট্রান্সফার করতে হয়। চার্জ*- ১০০টাকা।
RTGS Session: (Banking Day)
Session START: 10:00 Session END: 15:00
NPSB Bank List-
01. AB Bank Limited
02. Agrani Bank Limited
03. Al-Arafah Islami Bank Limited
04. Bangladesh Commerce Bank Limited
05. Bangladesh Krishi Bank
06. Bank Al-falah Limited
07. Bank Asia Limited
08. Basic Bank Limited
09. BRAC Bank Limited
10. Commercial bank of Ceylon
11. Dhaka Bank Limited
12. Dutch-Bangla Bank Limited
13. Eastern Bank Limited
14. EXIM Bank Limited
15. First Security Islami Bank Limited
16. Habib Bank Limited
17. HSBC
18. ICB Islamic Bank Limited
19. IFIC Bank Limited
20. Islami Bank Bangladesh Limited
21. Jamuna Bank Limited
22. Janata bank Limited
23. Meghna Bank Limited
24. Mercantile Bank Limited
25. Midland Bank Limited
26. Modhumoti Bank Limited
27. Mutual Trust Bank Limited
28. National Bank Limited
29. NCC Bank Limited
30. NRB Bank Limited
31. NRB Commercial Bank Limited
32. NRB Global Bank Limited
33. One Bank Limited
34. Prime Bank Limited
35. Pubali Bank Limited
36. SBAC Bank Limited
37. Shahjalal Islami Bank Limited
38. Social Islami Bank Limited
39. PSonali Bank Limited
40. Southeast Bank Limited
41. Standard Bank limited
42. Standard Chartered Bank Limited
43. State Bank of India
44. The City Bank Limited
45. Trust Bank Limited
46. Union Bank Limited
47. United Commercial Bank Limited
48. Uttara Bank Limited
49. Woori Bank
General InformationParticularsJanuary, 2020No. of Debit Card
18611681
No. of Credit Card
1556448
No. of prepaid Card
428910
No. of ATM Booths
10961
No of POS terminals60474NPSB certified Banks for ATM trans.52 BanksNPSB certified Banks for POS trans.51 BanksNPSB certified Banks for IBFT trans.24 Banks
*কিছু ব্যাংক এ চার্জ লাগতে পারে অথবা চার্জ এর কম-বেশী হতে পারে।
আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন।
ধন্যবাদ সবাইকে।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content