Myself Allen Swapan | মাইশেলফ অ্যালেন স্বপন ওয়েব সিরিজ ডাউনলোড S01 Bengali Chorki HDRip Download 1080P 720P 480P
Movie Details :
Name:Myself Allen Swapan
Director : Shihab Shaheen
রিভিউ :মাইসেলফ অ্যালেন স্বপন রিভিউ
মাইশেলফ অ্যালেন স্বপন বেশ উপভোগ্য এক ওয়েব সিরিজ।
গতবছর আফরান নিশো, নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজ দর্শক মহলে বেশ আলোচিত হয়। কেন্দ্রীয় চরিত্র ছাপিয়ে দর্শকদের নজড় কারে পার্শ্বচরিত্রে অভিনয় করা ‘অ্যালেন স্বপনে’র পারফরম্যান্স। এই চরিত্রে অভিনয় করেন নাসির উদ্দীন খান। এই অভিনয়শিল্পী এতটাই নিখুঁত পারফরম্যান্স করেন যে চারদিকে ছড়িয়ে পড়ে তার সংলাপ। পুরো ওয়েব সিরিজে তার স্ক্রিন টাইম ছিল সর্বোচ্চ ১৫ মিনিটের মতো কিন্তু এই সময়ের মধ্যেই নিজের খেল দেখিয়ে দিয়েছিলেন এই ভদ্রলোক।
এবারের ঈদে তার চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে আস্ত একটা ওয়েব সিরিজ। বাংলাদেশে প্রথম স্পিন-অফ সিরিজ তৈরি করেছেন শিহাব শাহীন। সিরিজের নামও চরিত্রের সঙ্গে মিল রেখেই দেওয়া হয়েছে ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। ৭ পর্বের ওয়েব সিরিজটা দেখলাম। এককথায় বেশ উপভোগ্য একটা সিরিজ হয়েছে। মাঝখানে খানিকটা ধীরগতিতে এগিয়ে গেলেও পুরোটা সময় বেশ টানটান উত্তেজনা ছিল।
সিরিজের গল্পটা সকলেরই জানা। মাদক ব্যাবসায়ী অ্যালেন স্বপনকে কেন্দ্র করেই এগিয়ে গেছে সিরিজের গল্প। সম্পূর্ণ সিরিজটা এগিয়ে চলে অ্যালেন স্বপনের মাদক ব্যবসার হোতা হয়ে উঠে কিভাবে তা দেখার জন্য। ২০১৮ সালে মাদক কারবারী ও চোরাচালান ধ্বংস করার জন্য চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় বেশ
কয়েকবার অভিযান চালায় সরকার। সেই অভিযানে
বেশ কয়েকজন মারাও যায়। সেই সময়ের একজন মাদক কারবারী ছিলেন শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন। খবর ছড়িয়ে পড়ে চারদিকে তিনি মারা গিয়েছেন। কিন্তু তার অবিকল একজনকে দেখা যায় ঢাকায়। একজন সাধারণ মানুষ থেকে কিভাবে মাদক সাম্রাজ্যের হোতা হয়ে উঠেন তিনি সেই রোমাঞ্চকর গল্প
উঠে আসে ক্রাইম ঘরানার এই সিরিজে।
অভিনয় শিল্পীদের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে শুরুতেই চলে আসে নাসির উদ্দিন খানের কথা। যেকোনো সিরিজে মূল চরিত্রে যখন নাসির উদ্দীন খানের নাম যুক্ত থাকে তখন আলাদা আগ্রহ কাজ করে কনটেন্টটা নিয়ে। চাটগাঁইয়া ভাষায় তার সংলাপ ডেলিভারি ছিল টপনচ কেননা চট্টগ্রামের ভাষা উনার জন্য কঠিন কিছু না তিনি চট্টগ্রামের মানুষ। বেশ কিছু সিকুয়েন্সে কমিক রিলিফ দিয়েছে। শেষ পর্বে একটা সিকুয়েন্সে নাসির উদ্দীন খানের পারফর্ম দেখে চোখ মাথায় উঠে যেতে বাধ্য করবে। কি যে করলেন এই মশাই স্ব চোখে না দেখলে বোঝানো অসম্ভব। এই সিরিজে নতুন করে আবিষ্কার করলাম মিথিলাকে। আবেদনময়ী এক চরিত্রে বেশ ভালো পারফর্ম করেছেন।
প্রতিটি সিকুয়েন্সে তার পারফরম্যান্স ছিল ন্যাচারাল। রফিউল কাদের রুবেল অসাধারণ পারফর্ম করেছেন। সংলাপ প্রয়োগ থেকে বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতে ছিল পরিপক্বতার ছাপ। চাটগাঁইয়া ভাষায় তিনি দক্ষ হওয়ার ফলে বেশ ভালো পারফর্ম করেছেন। সেন্টু বেশ ভালো পারফর্ম করেছেন। ‘জাদু’ চরিত্রে খুবই সূক্ষ্ম ভাবে মিশে গিয়েছেন।
সিরিজের টেকনিক্যাল পার্ট বেশ ভালো। কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, বিজিএম সবকিছুই বেশ ভালো। সিরিজের মিউজিক গুলো বেশ মজার ছিল। সিরিজের দুর্বল পার্ট হচ্ছে সিরিজের মাঝখানে খানিকটা ধীরগতিতে এগিয়ে চলে। দ্বিতীয় এবং তৃতীয় এপিসোড খানিকটা ধীরগতির। সবকিছুর মিশেলে সিরিজটা আপনাকে বোরিং ফিল দিবেনা। সিরিজ জুড়ে বেশ ফানি সংলাপ রয়েছে যা বাড়তি কমিক রিলিফ দিবে। শিহাব শাহীন নির্মাতার আসনে বসে একদম পারফেক্ট এক্সিকিউশন করেছেন পুরোটা সিরিজে সবগুলো ডিপার্টমেন্টে। ওটিটিতে শিহাব শাহীন ধারাবাহিকতা বজায় রেখে একেরপর এক ধামাকা দিয়েই যাচ্ছেন।
Download Link Below :
মুভি ডাউনলোড করতে না পারলে টেলিগ্রাম জয়েন করে ভিডিও দেখুন
The Runtime may vary depending on Release Type.
Disclaimer : – All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW. If You thik something is VIOLATING the LAW, Please Notify US via Contact So That It Can Be Removed as soon as possible.
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content