মুভি-ঃ My daughter’s friend 1 (2016)
⚠️১৮+ এলার্ট ( মারাত্মক পর্ণগ্রাফি,নগ্নতা ও যৌনাচার আছে ছবিটা নিজ দ্বায়িত্বে দেখবেন) অনেকটা ৩৬৫ দিন মুভির মত।⚠️
পরিচালক-ঃ চো উও সাং
জনরা-ঃ ১৮+,মেলোড্রামা, রোম্যান্স।
অভিনয়ে-ঃ আহ মিন-সাং, সিও ওয়ান, হান কা-হি
দেশ-ঃ কোরিয়া / ভাষাঃ কোরিয়ান।
রান টাইম-ঃ ৮২ মিনিট
🚫স্পয়লার যুক্ত 🚫
গল্পের প্লট হলো একজন বয়স্ক লোক একা তার বাড়িতে থাকেন।তার স্ত্রী কয়েকমাস হলো মারা গেছে আর তখন থেকেই তিনি একা।তার একমাত্র মেয়ে শহরে থেকে পড়াশোনা করে। গ্রীষ্মের ছুটিতে মেয়ে তার বাবার নিকট আসে এবং সাথে করে তার একটা বান্ধবী নিয়ে আশে।যাকে দেখতে বয়স্ক ব্যক্তির সদ্য মরে যাওয়া স্ত্রীর মতো।
এক পর্যায়ে লোকটির মনে মেয়েটাকে তার স্ত্রীর মতো করে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয়,যে কিনা তার মেয়ের মত,তার মেয়েরই বান্ধবী।
ছবির একপর্যায়ে দেখা যায় ঐ মেয়েটা একটা প্রতিশোধ নেবার জন্য এ বাড়িতে আসে এবং মেয়েটাও উদ্দেশ্যে প্রনোদিত ভাবে বান্ধবীর বাবার সাথে যৌনাচারে লিপ্ত হয়।এভাবে ছবির কাহিনি এগোতে থাকে।
তবে এটার শেষ পরিনতি কি হয়? বাবার এমন কর্মকান্ড মেয়ে কিভাবে সহ্য করে এবং বান্ধবীও বা কোন উদ্দেশ্য এগুলো করে তা জানতে হলে আপনাকে এই কোরিয়ান মুভিটা অবশ্যই দেখতে হবে।
আমার কাছে ছবিটা ভালোই লাগছে, আপনি যদি পর্নগ্রাফি গুলোকে আলাদা করে সাইডে ফেলে দিয়ে ছবিটা উপভোগ করেন তাহলে ছবিতে সুন্দর একটা গল্প পাবেন।কিভাবে একটা মেয়ে তার বাবার বয়সি বান্ধবীর বাবার সাথে যৌনাচারে লিপ্ত হয় এবং বান্ধবীর বাবাও কেন তাতে আসক্ত হয়ে পড়ে তা দেখতে হলে জানতে হলে আপনাকে এই কোরিয়ান মুভিটা দেখতে হবে।
ছবির গল্প,কালার গ্রেডিং ও সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে ভালোই উপভোগের। ছবির নামের সাথে গল্প খুব ভালোই মিলিয়েছেন পরিচালক।
হ্যাপি ওয়াচিং 🤗
INFORMATION
DOWNLOAD LINK BELOW
🔔 গুরুত্বপূর্ণ ঘোষণা
আমাদের পুরাতন ওয়েবসাইট old.cinebaz.site এখন আর সক্রিয় নয় এবং সেখানে নতুন কোনো কনটেন্ট আপলোড করা হয় না। সবশেষ আপডেট এবং নতুন কনটেন্টের জন্য ভিজিট করুন আমাদের নতুন ওয়েবসাইট: mlsbd.news ✅
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: leodaudbd@gmail.comWe will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content