Mukhosh (মুখোশ) Bangla Movie Review Download 480P 720P 1080P 4K Watch Online.
ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মী, ওলাংকার চৌধুরী প্রমুখ।
বহুল প্রত্যাশিত ছবি 'মুখোশ' অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৪ মার্চ।
কোভিড-১৯ সংক্রমণের হার কমে যাওয়ায় প্রযোজক ও পরিচালক ইফতেখার শুভ এই সিদ্ধান্ত নিয়েছেন। "করোনা সংক্রমণের হার যেহেতু প্রতিদিন কমছে, আশা করি এই মাসের শেষ নাগাদ তা 5%-এ নেমে আসবে," তিনি বলেছিলেন।
ইফতেখার আরও জানান, ট্রেলারটি মুক্তি পাবে ১৮ ফেব্রুয়ারি। ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মী, ওলাংকার চৌধুরী প্রমুখ।
মোশাররফ করিম ও রোশন-পরিমনি অভিনীত ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ৪ মার্চ!
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২১ জানুয়ারি মুক্তি স্থগিত করা হয়েছিল ইফতেখার শুভ পরিচালিত প্রথম ছবি ‘মুখোশ’। নবীন এই পরিচালক নতুন সিদ্ধান্ত নিয়েছেন। মার্চের ৪ তারিখ মুক্তি দিচ্ছেন ‘মুখোশ’।
করোনা সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন ইফতেখার শুভ। তিনি বলেন, যেহেতু প্রতিদিন করোনা সংক্রমণের হার কমছে, সেই হিসেবে চলতি মাসের শেষে আরও কমতে পারে। ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে। তাই মার্চের ৪ তারিখ ‘মুখোশ’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।
সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান। আরও আছেন ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রান রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী।
ইতোমধ্যে মুখোশ এর টাইটেল সং প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন আব্রাহাম তামিম, সুর সংগীত করেন আহম্মেদ হুমায়ূন এবং গানটিতে কণ্ঠ দেন নোবেল। প্রকাশিত গানটি বেশ প্রশংসা অর্জন করে।
পরিচালক জানান, ১৮ ফেব্রুয়ারি আসবে অফিশিয়াল ট্রেলার। এটি পরিচালকের “পেইজ নাম্বার ৪৪” উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।
ইফতেখার শুভ বলেন, টাইটেল গান দেখে দর্শক একপ্রকার ধারণা নিচ্ছেন। কিন্তু ট্রেলার দেখে অন্য আরেক ধারণা পাবেন।আবার পুরো সিনেমা দেখলে আরেকরকম স্বাদ পাবেন। গত দুই বছর ধরে কাজটি লালনপালন করেছি। ৪ মার্চ সব ধারণা পাল্টে যাবে।
সরকার অনুদিত ছবিটি ইফতেখার শুভর 'পৃষ্ঠা নম্বর 44' উপন্যাস অবলম্বনে নির্মিত।
ব্যাচেলর ডট কম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি ডিস্ট্রিবিউশন করবে সিওপি ক্রিয়েশন, একটি ফিল্ম প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন স্টুডিও।
সিনেমাটির গানগুলো টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
মুভি রিভিউ...
সিনেমাঃ মুখোশ
ধরনঃ থ্রিলার
অভিনয়েঃ মোশাররফ করিম, পরিমনি, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায় প্রমুখ...
এটা ঠিক রিভিউ না। সিনেমা দেখার পর অল্পস্বল্প প্রতিক্রিয়া দেখানো আর কী!
খুবই প্রেডিক্টেবল, তবে লাস্টের দিকে খানিকটা নাটকীয় লেগেছে। সবার অভিনয় বেশ ছিল। মোশাররফ করিম তো জাত অভিনেতা, লা জওয়াব। তবে পরিমনির বোন আর এসিস্ট্যান্ট এর কিছু কিছু ভাঁড়ামি মাত্রাতিরিক্তই লেগেছে।
কাহিনি গোছালো। নেগেটিভ রোলে ইরেশ অনবদ্য অভিনয় করেছে, যদিও পুরো সিনেমা জুড়ে তার ব্যাপ্তি বেশি সময়ের ছিল না। প্রাণ রায়কে নতুন এই স্টাইলিশ লুকে ভালোই লেগেছে।
মোট কথা ভালো লেগেছে মুখোশ৷ মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় কত রকমের মুখোশধারী চরিত্র ঘুরে বেরায় তা দেখতে চাইলে দেখতে হবে মুখোশ।
তবে দুঃখের কথা হইল এমন চমৎকার একটা সিনেমার প্রিমিয়ার মোটে ৭জন দর্শক মিলে উপভোগ করা লাগছে। হাউজফুল হলে আরও জমতো ব্যাপারটা।
'মেয়ে বিষয়টা কবিতার মত, প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাতে যে কত আনন্দ, কতটা মজা তা তুমি বুঝবা না কারণ তুমি তো কবিতা বোঝো না।'
একজন মোশাররফ করিম থেকে আপনি কি কি এক্সপেকটেশন রাখতে পারেন? বানিজ্যিক ধারার সিনেমায় এসে, করিম সাহেব কোমর দুলিয়ে নাচবেন, রোমান্টিক কন্ঠে ঠোঁট মিলিয়ে সরিষা ক্ষেতে দৌড়াবেন, নিশ্চয়ই এমন কিছু নয়। তার মতো অভিনেতাকে বড়পর্দার ক্যানভাসে রাখতে হলে, বিশেষ মাল-মশলা অবশ্যই রাখতে হবে। কেননা, মোশাররফ করিম এর নামে দর্শক সিনেমাহল পর্যন্ত যাবে ঠিকই, সিটে আড়াই-তিন ঘন্টা বসিয়ে রাখতে হলেও সেই মোশাররফ করিমের উপস্থিতিটা কিন্তু বিশেষভাবে জরুরী।
এবং ঠিকঠাক মাল-মশলা পেলে, মোশাররফও যে নিজের কাজটা কেমন ঠিকঠাক করে যান, তার নব্য উদাহরণ সদ্য মুক্তি পাওয়া 'মুখোশ' সিনেমাটি।মোশাররফ করিমের সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোর মাঝে একটি হলো, ডায়লগ থ্রো করার অ্যাট্রাক্টিভ ক্যাপাবলিটি। থ্রিলার ঘরানার এই গল্পে, তিনি তেমন সবই সংলাপ পেয়েছেন যেমনটা লেখার শুরুতে লিখেছি। সংলাপ নিয়ে ভালোই ছক এঁকেছেন সিনেমার পেছনের মানুষেরা। সেই সুবাদে পরিচালক ইফতেখার শুভ'কে নিয়ে কিছু না বললেই নয়।
নামটা সিনেমাঘরে খুব পরিচিত নয়। খুবই ইয়াং একটি লোক। পেশায় লেখক। পরিচালক হিসেবে সবেমাত্র মুখোশ দিয়ে হাতেখড়ি। নিজের লেখা উপন্যাস নিয়েই সিনেমার সাগরে ঝাঁপিয়ে পড়েছেন। ভালো কনটেন্ট নিয়েও এখানে হাবুডুবু খেতে হয়। এই জায়গাটায় টিকে থাকতে হলে, হাল যে ছাড়া যাবেনা সে পরামর্শ জাহির করার পাশাপাশি এটিও বলবো যে, প্রথম কাজ হিসেবে যথেষ্ট ভালো মুখোশ। ক্যানভাসের স্কেল বড় হবার কারণে তার হিমশিম খাওয়ার কথা। মোশাররফ করিম ও আজাদ আবুল কালাম এর মতো ব্যক্তিত্বরা উপস্থিত থাকায়, বাকি আর্টিস্টদের নিয়ে এক্সপেরিমেন্ট করাটা টাফ হবার কথা। তবু মনেহচ্ছে তিনি পার পেয়ে গেছেন। প্রাণ রায়, ইরেশ যাকেরদের থেকে দারুণ কিছু বের করে এনেছেন। তবে আমার চোখে লেগে গেছে, রোশান, পরীমনির জড়তা!
রোশানকে নিয়ে ভাবনা থাকলেও, পরীমনিকে নিয়ে ইদানীং প্রত্যাশার পারদ উঁচু করে রাখি। এবং জানি সে আরো আরো বেটার কিছু দেয়ার সক্ষমতা নিজের মাঝে ধারণ করে রেখেছে। রোশানকে ভয়েসের এ্যাডভান্টেজ নিয়েই, ডায়লগ ডেলিভারিতে আরো কনফিডেন্ট হতে হবে বলে মনেকরি।
গত ৪ঠা মার্চ ৩৮টি সিনেমাহলে মুক্তি পাওয়া মুখোশ-এ জিয়াউল রোশান, পরিমনি, আজাদ আবুল কালাম, ইরেশ জাকের, প্রান রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহম্মেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী, রাশেদ আল মামুন, আব্রাহাম তামিম, অরণ্য বিজয় এর মতো বিশাল কাস্টিং এর মাঝে তুরুপের তাস হিসেবে যে মানুষটিকে ধরে নিয়েছিলাম, তিনি মোশাররফ করিম। আর তিনি আমাদের ভুল প্রমাণ করেনওনি। বরং তার পাশে জায়গা করে নিয়েছেন আজাদ আবুল কালামও।
ইব্রাহীম খালেদীর বই ব্যান কেন করা হলো, তিনিই বা পুড়িয়ে দিতে চাচ্ছেন কেন নিজের সব বই, বা বইটির ৪৪ পৃষ্ঠার পর কোন সে রহস্যের খেলা, যার পেছনে হাত ধুয়ে লেগেছেন ছদ্মবেশে ক্রাইম রিপোর্টার সোহানা! সেসকল মুখোশের উন্মোচন এর মুখোমুখি হতে হলে, রওনা হতে হবে আপাতত আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।
👇📥Download This Movie📥👇
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content