★Cast: Arifin Shuvoo, Nusrat Imrose Tisha, Prarthana Fardeen Dighi, Nusrat Faria, Riaz Ahamad, Tauquir Ahmed, Sabila Nur, Fazlur Rahman Babu, Chanchal Chowdhury, Siam Ahmed, Zayed Khan, Shahidul Alam Shacchu, Raisul Islam Asad, Gazi Rakayet, Tushar Khan, Shatabdi Wadud, Khairul Alam Shobuj, Dilara Jaman, Somu Chowdhury, Misha Sawdagor, Rokeya Prachi, Azad Abul Kalam, Naziba Basher, Elina Shammi, Ashiul Islam etc.
★Director of Photography: Akashdeep Pandey (India)
★Editing: Aseem Sinha (India)
★Music: Shantanu Moitra (India)
★Production: Bangladesh Film Development Corporation & National Film Development Corporation Limited, India
★Distribution: N/A
★Release: N/A
★Country: Bangladesh, India
★Language: Bangla
Mujib – The Making of a Nation | Official Trailer
ডকুমেন্টারি ও বায়োগ্রাফি নিয়ে কাজ করা অভিজ্ঞ কারো হাতে মুজিবের সিনেমা হবে তা শুনে বলতে গেলে খুব বেশি আশা না হলে মোটামুটি ভালো আশা নিয়েই অপেক্ষা করছিলাম।
সিনেমার ট্রেইলার রিলিজ হলো আজ, কাহিনির ধারা বেশ ঠিকঠাকই আছে লাগলো।
তবে কিছু জায়গায় বেশ কানে কিংবা চোখে লাগছিল। এই দুইটা জায়গা হলো ভয়েস আর ভিএফএক্স।
– শেখ মুজিবের বিভিন্ন ভাষণ শুনে উনার ভারী কণ্ঠ সবার মাথায় একরকম সেট করাই। আরিফিন শুভ বেশ চেষ্টা করেছেন হয়তো তবে অনেক জায়গায় উনার নিজের চিকন কণ্ঠটা কানে বেশ ভালো করে বুঝা যাচ্ছিল যা আমার কাছে মনে হয়েছে আরেকটু ভালো করা যেতো।
– এখন ২০২২ সাল। টেকনোলজি সিনেমা জগতে অভিনব পরিবর্তন নিয়ে আসছে। এনিমেশন মুভি বাইরের দেশে অনেক বড়ো বড়ো ইন্ডাস্ট্রির তৈরি করেছে। কিন্তু আমাদের দেশে এটা নিয়ে দুই একজন স্বাধীন নির্মাতা ছাড়া হাতও দিচ্ছেনা। তাই বলে সিনেমায় ২০০০ সালের ভিএফএক্স ইউজ করা দেখতে হবে সেটা অবশ্যই বাজে জিনিস। আমাদের দেশের Wahid Ibn Reza মতো মানুষ মারভেলের মতো ইন্ডাস্ট্রিতে এনিমেশন নিয়ে কাজ করেন কিন্তু আমাদের জাতির পিতার সিনেমায় দেখতে হয় ২০০০/০৫ সালের গেইমের এনিমেশন। বাজেট তো মনে হয়না কোনো ইস্যু ছিল, আরিফিন শুভ তো নিজের পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নিয়েছেন।
যাইহোক, সিনেমা রিলিজ হোক। তখন হয়তো ভালোই লাগবে
** বাংলাদেশের জাতির পিতার সিনেমার ট্রেইলার রিলিজ করল শুধুমাত্র ভারতের চলচ্চিত্র সংস্থা। আর আমাদের BFDC এর খুজই নাই।
অবশেষে প্রকাশ করা হলো বহুল প্রতীক্ষিত জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”-এর বায়োপিক “মুজিব-একটি জাতির রূপকার” সিনেমার অফিসিয়াল ট্রেইলার, পরিচালক Shyam Benegal -এর পরিচালনায় এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে দেখা গেছে অভিনেতা Arifin Shuvoo -কে, এছাড়াও শেখ ফজিলাতুন্নেছা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী Nusrat Imrose Tisha -কে, সেই সাথে আরো অনেক অভিনেতা-অভিনেত্রীরা থাকছেন মাল্টি কাস্টিং এই সিনেমায়
Mujib: The Making of a Nation
কিছুক্ষণ আগে মুক্তি পেল এর প্রথম ট্রেইলার, তা নিয়ে কিছু কথা ।
বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের মুভি, বাজেট প্রায় 40 কোটি টাকা, নামকরা সকল বড় বড় অভিনেতার জয়জয়কার, পরিচালক সহ কলাকুশলীরা সব ভারতের । তাই সকলের এক্সপেক্টেশন ছিল অনেক ।
কিন্তু প্রথম ট্রেলার মুক্তির পরই সব যেন গুড়ে বালি, গুটি কয়েক জনের কাছে ভালো লাগলেও kgf, RRR এর যুগে এসে এরকম ট্রেইলার বড়ই হাস্যকর ।
ট্রেইলারের কিছু জিনিস খুবই খারাপভাবে চোখে লেগেছে :-
১/ আরেফিন শুভর এক্সপ্রেশন । ট্রেইলার দেখে মনে হল, আরেফিন শুভ মিশন এক্সট্রিমে যতটুকু মনোযোগ দিয়ে অভিনয় করার চেষ্টা করেছিল, এখানে মনোযোগ ততটুকুই কম ছিল, আর ডায়লগ ডেলিভারির কথা কি আর বলব, আরিফিন শুভর সাথে কোনভাবেই যেন বঙ্গবন্ধুর ডায়ালগ মেলানো যাচ্ছিল না । অভিনয় অভিনয় একটা ভাব রয়েই গেছে, এখানে উচিত ছিল ভালো একজন ভয়েস আর্টিস্ট দিয়ে ভয়েস কভার করা ।
২/ মুভি বানাচ্ছেন আপনি 1971 সাল কেন্দ্র করে , অথচ ছেলেদের হেয়ার কাট দিয়েছেন 2020 সালের
৩/ মিছিলের মধ্যে গুলি করা হচ্ছে, ভাই গুলি খেয়ে মানুষ পিছনের দিকে পড়ে যায় , অথচ এখানে গুলি খেয়ে সামনে পরে যাচ্ছে । আর গুলির ব্লাড দেখে মনে হচ্ছে ইউটিউব থেকে “গ্রিন স্কিন ব্লাড ” ডাউনলোড করে এডিট করে লাগিয়ে দিয়েছে
৪/ একজন নেতা ভাষণ দিচ্ছে অথচ চারপাশের মানুষ একদম মূর্তির মত বসে আছে বিন্দু পরিমাণ নড়াচড়া নেই মানে এডিটর কোন অ্যাপ দিয়ে এডিট করেছে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে
∆∆এর পরবর্তী জিনিসগুলো নিয়ে তো আর কিছু বলার নেই, এডিট দেখলে যা বোঝা যায় , কোন রকম মোবাইলে এডিট করে ট্রেইলার বানিয়ে ফেলা হয়েছে । এত বড় একটা বাজেটের মুভি অথচ ট্রেলার টা পুরাই হতাশ করল
আশা করি মূল মুভিতে এই সমস্ত জিনিস থাকবে না, মেকিং আরো সুন্দর হবে ।
অনেক অনেক শুভকামনা রইল Mujib: The Making of a Nation টিমের জন
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content
Disclaimer:MLSBD does not host any files on it’s servers. All files or contents hosted on third party websites. MoviekhorBD does not accept responsibility for contents hosted on third party websites. MoviekhorBD just index those links which are already available in internet.