Moner Arale Bangla full Natok Download & Watch Online 2022
“””” আচ্ছা কিছু কিছু বাপ মা এরকম কেনো হয়, তারা কেনো বোঝে না যে ভালো চাকরি, ব্যাংক – ব্যালেন্স, অনেক ঘরদোর,সম্পদ থাকলেই সুখের হয় না।সুখে থাকার জন্য ভালোবাসার দরকার,মনের মতো একজন মানুষের দরকার।””””
নাটক::: মনের_আড়ালে
পরিচালক:::: Rubel Hasan
অভিনয়ে:::: Md. Ziaul Faruque Apurba
Keya Payel
Natok Review :
ফাহাদ গ্রাম থেকে ঢাকায় আসে একটি ওষুধের কোম্পানিতে চাকরি নিয়ে।সে নীলাদের বাড়িতে এসে ওঠে।নীলার বাবার দেশের বাড়ি আর ফাহাদের বাড়ি গ্রামের একই পাড়ায়।ফাহাদ ছোটবেলায় নীলাকে জলে ডোবার হাত থেকে বাঁচিয়েছিল।নীলা প্রথমে এমন ভাব করে যে সে ফাহাদকে ভুলে গেছে কিন্তু পরমুহুর্তেই যখন ফাহাদ ভাই বলে ডেকে বলে আমি আপনাকে ভুলিনি ফাহাদের মুখে একটি স্মিত হাসি ফুটে ওঠে।
ফাহাদ ধীরে ধীরে নীলাকে ভীষণ ভালোবেসে ফেলে।একদিন নীলা হঠাৎ করে ফাহাদকে নদীর ধারে বিকেল পাঁচটার সময় অপেক্ষা করতে বলে।ফাহাদ মনে মনে খুব খুশি হয়।সে ঠিক পাঁচটার সময় হাতে একটি গোলাপ ফুল নিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু নীলা আসে না।বাসায় ফিরে দেখে নীলার বিয়ে হয়ে গেছে অনেক বড়লোক বাড়ির ছেলের সঙ্গে।ফাহাদের সেই মুহূর্তের যন্ত্রণার অভিব্যক্তি আমাদের চোখেও জল এনে দেয়। নীলা শ্বশুর বাড়ি চলে যায়।
ফাহাদ নীলার সঙ্গে তার শ্বশুরবাড়িতে দেখা করতে গিয়ে নীলাকে তার স্বামী মারধর করে এটা দেখে ফেলে।সে নীলাকে তার বাসায় বলার জন্য বলে।কিন্তু নীলা লুকিয়ে যায়।সে ফাহাদকে বলে মা বাবাকে বলে লাভ নেই কারণ তারা তাকেই বলবে মানিয়ে নিতে।এরমধ্যে ফাহাদ চট্টগ্রামে একটি সরকারি চাকরি পেয়ে যায়।আর সেদিনই নীলাকে তার স্বামী নিতে একে নীলার মা তাকে জোর করে পাঠিয়ে দেয়।তারপর ছয় মাস পর ফাহাদ নীলাকে ফোন করে পায় না।তারপর নীলার বাবাকে
ফোন করে কিন্তু নীলার বাবার কথা শুনে ফাহাদ তার দুই হাত দিয়ে তার কান দুটো চেপে ধরে যেনো সে কিছু শুনতেই চায় না।সে কষ্টে যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়ে।
নাটকের শেষ দৃশ্যে ফাহাদের মুখে যে কথাগুলো মনের গভীরে স্পর্শ করে –“””তোমারে দেইখা আমার মন ভরে না, পুরাতন কোনোদিন হবে না তুমি।কারণ চোখের আড়াল হলে মনের আড়াল হয়।তোমারে চোখের আড়াল কোনোদিন হতে দিমু না আমি।তুমি সারাজীবন আমার চোখের সামনে থাকবা, যাতে কোনোদিন মনের আড়ালে না যাও।””””
অসাধারন একটি নাটক।অপূর্ব আর কেয়া পায়েল জুটির এটি প্রথম নাটক।অপূর্বর অসাধারন অভিনয় এবং তার সঙ্গে কেয়া পায়েলও যোগ্য সঙ্গত দিয়েছে।সবাইকে নাটকটি দেখার অনুরোধ রইলো।
Watch Natok :
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content