লোহারতরী Lohar Tori: Releasing worldwide on February 14th 2022,
কাহিনী
নাজিম উদ দৌলা Nazim Ud Daula
সঞ্জয় সমদ্দার Sanjoy Somadder
চিত্রনাট্য Script
স্বরুপ চন্দ্র দে Swarup Chandra Dey
নাজিম উদ দৌলা Nazim Ud Daula
অভিনয় Cast
তানজিন তিশা Tanjin Tisha
মনোজ প্রামাণিক Manoj Pramanik
খন্দকার লেনিন Khandakar Lenin
সেমন্তী সৌমি Samonty Shoumi
শাহজাহান সম্রাট Shahjahan Shamrat
নাসির উদ্দিন খান Nasir Uddin Khan
প্রিয়ন্তী উর্বি Priyontee Urbee
টাইগার রবি Tiger Robi
ডন Don
জাহিদ ইসলাম Jahid Islam এবং আরও অনেকে
চিত্রগ্রাহক Cinematography
রাজু রাজ Raju Raj
সম্পাদনা Edit
স্বরুপ চন্দ্র দে Swarup Chandra Dey
কালার Color
রঙ বিণ্যাস Color
এইচএম সোহেল HM Sohel
ভি এফ এক্স VFX
আসাদুজ্জামান লিমন Asaduzzaman Limon
সাউন্ড ডিজাইন Sound Design
শৈব তালুকদার Sayba Talukder
অডিও পিপল Audio People
আবহ সঙ্গীত Background Music
আহমেদ হুমায়ুন Ahmmed Humayun
স্থির চিত্র Still Photography
আরাফাত Arafat
শিল্প নির্দেশনা Art Direction
স্বরুপ চন্দ্র দে Swarup Chandra Dey
কামরুজ্জামান সুমন Kamruzzaman Sumon
সহকারী শিল্প নির্দেশনা Assistant Art Direction
এবি মোহাম্মদ ABee Mohammad
রতন Raton
পোশাক পরিকল্পনা Costume Design
পুজা ও জাবিন ইকবাল
প্রধান সহকারী পরিচালক Chief Assistant Director
মামুনুর রশিদ রোকন Mamunur Rashid Rokon
রূপসজ্জা Makup
মনির হোসেন Manir Hossain
লঞ্চ
এডভেঞ্চার- ৯ Advencer- 9
ওয়েবফিল্মটির ট্রেইলারটি দেখে বুঝলাম থ্রিলারের সাথে ট্রেইলারটি সেকেন্ডে সেকেন্ডে সাসপেন্সও ধরে রেখেছে,,শুরু থেকে তানজিন তিশাকে বেশ রহস্য মনে হয়েছে,মনে হচ্ছিল ওই ক্রাইমার,,সাথে লুক ছিল আগুনঝরা রহস্যময় লুক,এমনকি শুরু থেকে কথাবার্তাও রহস্য মনে হল এবং স্মোকিং চরিত্র করতে তাকে এই প্রথম দেখলাম।
মোটকথা ট্রেইলার দেখে আপনি সহজে বুঝতে পারবে না যে ওইদিন রাতে কি ঘটতে যাচ্ছে ও তিশা কে ছিল এবং দুই দুইটা মার্ডার হল কারা,কেন হল ও তিশাকে শেষে বিচার চাইতেও দেখা গেল!!এ সবকিছুর রহস্য জানা যাবে ১৪ ই ফেব্রুয়ারী শুধুমাত্র আই থিয়েটার(I theatre) অ্যাপে।তাছাড়া,,ওয়েবফিল্মটি মুক্তির পর মিনিটে মিনিটে থ্রিল দিবে এবং টান টান উত্তেজনায় দর্শকরা বেশ উপভোগ করবে বলে আমি মনে করি।
ওয়েব ফিল্মটিতে নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেএী তানজিন তিশা এছাড়া মনোজ কুমার সহ থাকছে আরো অনেকে। যেটি
পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা সঞ্জয় সমাদ্দার।
ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ই ফ্রেবুয়ারী আসছে ওয়েব ফিল্মটি শুধুমাত্র আই থিয়েটার ওটিটি প্লাটফর্মে যার টিজার আসছে ৩ই ফ্রেবুয়ারী।
লঞ্চে শুরু লঞ্চে শেষ…. “লোহার তরী”
একরাতে একটি লঞ্চে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচিত নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত প্রতীক্ষিত ওয়েবফিল্ম ‘লোহার তরী’ রিলিজ পাচ্ছে আগামী ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে। আগামী ৩ তারিখ আসছে অফিশিয়াল ট্রেলার।
সময়ের অন্যতম আলোচিত গ্লামার অভিনেত্রী তানজিন তিশাকে মূল ভূমিকায় রেখে এই ফিকশনের গল্প এগিয়ে যায়। সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন গুনী অভিনেতা মনোজ প্রামানিক। গল্প এবং চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী তিশা এবং মনোজ চলন্ত লঞ্চ থেকে পানিতে লাফ দেয়ার মতো ঝুকিপূর্ণ দৃশ্যে নিজেরাই অভিনয় করেছেন।
তানজিন তিশা :-, ‘সঞ্জয় দাদার সঙ্গে কাজ করতে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। উনি যখন আমাকে গল্পটা শুনালেন তখন দেখলাম যে, এটা ফিমেল বেইজড একটা গল্প এবং খুবই চমৎকার। গল্প, চরিত্র পছন্দ হওয়া আর নির্মাতার জন্যই কাজটি করা।এই কাজটি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। টানা লঞ্চের মধ্যে শুটিং করেছি।
একটা দৃশ্যে আমি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। যদিও আমি খুব ভালো সাঁতার জানিনা, তারপরও এটা করেছি। সাঁতার জানলেও স্রোতের মধ্যে নদীতে সাঁতার কাটা খুব সহজ কাজ নয়। সাঁতার কেটে ডান দিকে আসতে চাইলে স্রোত আমাকে বামদিকে নিয়ে যেত। আমি তো এক পর্যায়ে লঞ্চের নিচে চলে যাচ্ছিলাম! এটা আমার জন্য খুবই ভয়ংকর একটা অভিজ্ঞতা ছিলো।
তারপরও আমি চেষ্টা করেছি গল্প ও চরিত্রের প্রয়োজনে সেরাটা দিয়ে কাজ করতে।