Kata | কাঁটা | Anondo Khaled | Rezmin Satu | Romel | Juthi Akhi | Masum Basher | Yamin Elan
Short Film: Kata | কাঁটা
Diroector: Yamin Elan
Cast: Anondo Khaled, Rezmin Satu, Shahed Osman Romel, Juthi Akhi, Masum Basher, Apon & Tafsir
Producer: Lusha Mirza
Produced by Dhooli
Story: Shital Gangopadhyay
Script: Yamin Elan
DOP: Mostak Morshed
Art director: Sumon Khandaker
Edting, Color & Background music: Shuvro
Poster design: Hasan Navidul
Line producer: Jewel Azad
Making: E-NETWORK
প্রতিশোধ সেই নিতে চায়, যে সেটাতে আনন্দ পায়।”
মানুষের জন্যই পৃথিবীর সৃষ্টি। কিন্তু পৃথিবীর সকল মানুষ যেন সকলকে কিভাবে নিজের ক্ষমতা প্রদর্শন করতে পারেন তার চেষ্টা চালান নিষ্ঠুরভাবে। মানুষ দিনের পর দিন প্রতিশোধ নেয়ার চেষ্টা, চিন্তা-ভাবনায় প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে। প্রতিশোধকে সর্বদা আগুনের সাথে তুলনা করা হয়ে থাকে। তবে এটি এমন এক ধরনের আগুন যা অগ্নিসংযোগকারীকেও গ্রাস করে ফেলে!
প্রতিশোধ নিয়ে এত কথা বলার কারণ, আজ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখা হল যার বিষয়বস্তু প্রতিশোধ কে নিয়ে। ইয়ামিন ইলান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে এক মাস্টারমশাই ও তার প্রাক্তন শিক্ষার্থী কে নিয়ে। মাস্টারমশাই খেতে বসে মাংস চিবুনোর সময় বুঝতে পারেন দাঁত নড়ে গেছে! ছেলে ও বউমার জোরাজুরিতে দাঁত তুলতে যান ডক্টর জনডেন এর কাছে। কিন্তু, একটির বদলে দুইটি দাঁত তুলে ফেলে ডক্টর! কিন্তু কেন এমন কাজ করলেন ডক্টর! এটা কি ভূলবশত কাজ না ইচ্ছাকৃত তা জানতে হলে দেখতে হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাঁটা’।
খুবই সিম্পল গল্পের এ নির্মাণটি নিট এন্ড ক্লিন। সময়কাল ধরা হয়েছে সত্তর বা আশির দশক। সেই সময়ের আবহ ফুটিয়ে তুলে দারুণ ভাবে গল্পটিকে উপস্থাপন করেছেন পরিচালক। গল্পটি মূলত শীতল গঙ্গোপাধ্যায়ের, যা পরিচালক ইউটিউবে দেখেছিলেন এবং সেটিকে স্ক্রীপ্টে রূপ দিয়েছেন। সংলাপ গুলো বেশ অর্থবহ ছিল ঘটনার সাথে।
একটা কাজ মনে ধরে তখন, যখন একবসায় পুরো কাজটা সম্পূর্ণ করা যায়। মিনিট ২৭ এর কাজটি ইউটিউবে এক বসায় দেখা যায় কোনো বিরক্তি ছাড়াই। মাত্র দুইজন মানুষকে ঘিরে এগিয়েছে গল্পটি কিন্তু পাশাপাশি সঙ্গ দিয়েছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী, বিশেষ করে রেজামিন সেতু, শাহেদ ওসমান রোমেল, জুথি আক্তারের অভিনয় সুন্দর। তবে, পুরো কাজটা যে দুজন মানুষের অভিনয়ে মুগ্ধ করেছে তারা হলেন মাসুম বাশার ও আনন্দ খালেদ। গুণী অভিনেতা মাসুম বাশার মাস্টারমশাই এর চরিত্রে নিজের সেরাটা দিয়েছেন। গল্পপ্রধান এ কাজটিতে সূক্ষ্ম অভিনয় করে মাসুম বাশার ও আনন্দ খালেদ মুগ্ধ করেছেন।
কাঁটা ফিল্মটির সিনেমাটোগ্রাফি করেছেন মোস্তাক মোরশেদ, সত্তরের দশকের আবহ বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি। ধন্যবাদ প্রাপ্য আর্ট ডিরেক্টর সুমন খন্দকার ও। ইয়ামিন এলান এর এই কাজটি মানুষকে বিবেকবোধ জাগাবে। মানুষের জীবন যাপনের জন্য এমন একটি পদ্ধতি উদ্ভাবন করবে, যা সত্যি অভিনব। যেখানে সবচেয়ে বড় প্রতিশোধ হবে প্রতিশোধ না নেয়া। বিবেকবোধ জাগিয়ে তোলার এমন কাজ আরো বেশি বেশি হোক।
”কাঁটা” (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)
(স্পয়লার আছে)
আনন্দ খালেদের অভিনয় আমার কাছে সবসময়ই ভালো লাগে। অভিনয়ের প্রতি ভালোবাসা তার প্রতিটি কাজেই ফুটে উঠে। মূলত এই কারণেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখা। কিন্তু কাজটি যে এতো সুন্দর হবে সেটি আগে কল্পনা করে নি সত্যি বলতে। ইয়ামিন ইলানের কাজ এর আগে দেখলেও ‘কাঁটা’ আমার কাছে অন্যরকম ভালো লেগেছে যার একটি কারণ ছিলো প্রতিশোধ নিতে পেরেও মনে শান্তি না পাওয়ার বিষয়টি।
যেহেতু কাজটি নিয়ে আলোচনা করছি তাই গল্পটা সম্পর্কে একটু ধারণা দিয়েই বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। গল্পটিতে দেখা যাবে একজন অবসরপ্রাপ্ত হেডমাস্টার যিনি মাংস থেকে ছাড়াতে গিয়ে দাঁত নড়িয়ে খুব যন্ত্রণার মধ্যে পড়েছেন। বৃদ্ধ তার ছেলের পরামর্শে যান একজন দন্ত চিকিৎসকের কাছে । হেডমাস্টার না চিনতে পারলেও তার ছাত্র ঠিকই হেডমাস্টারকে চিনে নিয়েছেন। চিনবেনই বা না কেন? দন্ত চিকিৎসকের মনের মধ্যে রয়েছে পুরোনো একটি দাগ। যে দাগের কারণে তার মনের মধ্যে চলছে প্রতিশোধের আগুন। দন্ত চিকিৎসক হেডমাস্টারকে পরিচয় না দিয়ে তার প্রতিশোধ নিলেন ভিন্নভাবে। নড়ে যাওয়া দাঁতের সাথে তুলে ফেললেন একটি ভালো দাঁত! কারণ ছিলো হেডমাস্টারের চড়ে দন্ত চিকিৎসকের দাঁত নাকি স্কুলে থাকাকালীন সময়ে পড়ে যায়। আসলেই কি তাই? নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? ঘটনা অবশ্যই আছে সেটা কাজটি দেখলে বোঝা যাবে। কিন্তু প্রতিশোধ নেবার পরেও কেন যেন চিকিৎসক মনে শান্তি পাচ্ছিলেন না অন্যদিকে তার স্ত্রী তার এই কর্মকান্ডে তার প্রতি ক্ষুব্ধ। শেষদিকের দৃশ্যপট ছিলো পুরো কাজটির একটি সিগনেচার পয়েন্ট আমি বলবো।
অভিনয়ের দিক থেকে আনন্দ খালেদ ছিলেন দুর্দান্ত। আর মাসুম বাসারকেও ভালো লেগেছে বেশ আর চরিত্রটি মজারও ছিলো কিছু কিছু সময়ে। অন্যান্য চরিত্রে যারা ছিলেন যেমন রাজমিন সেতু, শাহেদ ওসমান রোমেল, জুঁথি আখি প্রত্যেকে যে যার যায়গা থেকে ভালো করার চেষ্টা করেছেন। গল্পের সাথে মানানসই লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা।
সবমিলিয়ে সুন্দর এবং বাস্তবধর্মী একটি কাজ ‘কাঁটা’। প্রতিশোধ নিতে পারা একরকম জয়। কিন্তু প্রতিশোধ নিয়ে শান্তি না পাওয়া জিতেও হেরে যাওয়ার মতো একটি বেদনা যেটা গল্পটিতে সুন্দর বোঝা যাচ্ছিলো।
২৭ মিনিট সময়কালের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখে নিতে পারেন সময় করে। ভালো লাগার মতো একটি গল্প ‘কাঁটা’।
Join Telegram More Update
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content