Kajoler Dinratri(2022) Bengali Natok WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 3GB – Download Review & Watch Online
মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ZIGZAG CAR নিবেদিত টেলিফিল্ম “কাজলের দিনরাত্রি”
Based On A True Story
Cast: Mehazabien Chowdhury, Tawsif Mahbub, Samia Othoi, Shirin Alam, Aadnan Chowdhury, Anowar Shahi And Many More
Gaffer: Tofizul Islam
Location Sound: Shobuj Vokto
Cinematography Assistant: Md Sagor
Production: Manager Md Hasib Mia
Makeup: Md. Khairul
Edit, Color, Sound & Background Music: Denon Aurnob Hasnat
Director Of Photography: Bidrohi Dipon
Line Producer: Masudul Mahmud Ruhan
Art & Costume: Alvira Tasnim
Chief Assistant Director: S M Rakibul Hasan
Assistant Director: Tahsin Borno Monir
Stills: Jayid Islam
Publicity Design: Sajjadul Islam Sayeem (yfvfx)
Screenplay: Jahan Sultana & Vicky Zahed
Directed By Vicky Zahed
V Creations Production
অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব, সামিয়া অথৈ, শিরিন আলম, আদনান চৌধুরী, আনোয়ার শাহী এবং আরও অনেকে
চিত্রনাট্য: জাহান সুলতানা ও ভিকি জাহেদ
পরিচালনা: ভিকি জাহেদ
ভি ক্রিয়েশনস প্রোডাকশন
নাটকঃ “কাজলের দিনরাত্রি”
পরিচালনাঃ ভিকি জাহেদ।
বছরের প্রথম দিনেই নির্মাতার যে উপহার দিলেন আমাদের তা নিঃসন্দেহে সেরা। শুধু আমার কাছেই নয় বরং সবার কাছেই হয়তো এমনটাই মনে হবে।
গল্পের প্লটঃ জাহান সুলতানা ও ভিকি জায়েদের গল্প চিত্রনাট্যে নির্মিত হয়েছে নাটকটি। গল্পটা বেশ ইন্টারেস্টিং,, অর্থাৎ সাধারণের চেয়ে একটু আলাদা এবং ভিন্নতা রয়েছে। সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে খুব ভালো গল্প।
কাস্টিংঃ কাজল চরিত্রে মেহজাবিন একদম পারফেক্ট,, রেখা চরিত্রে সামিয়া অথৈ একদম পারফেক্ট,, বাকি যারা ছিলেন বাবা মা থেকে শুরু করে সবাই ঠিকঠাকই ছিল,, ব্যতিক্রম ছিল শুধুমাত্র শুভ্র ক্যারেক্টারটি।
কারন আমার কাছে মনে হয় ক্যারেক্টার টি অতি সাদামাটা,, এবং বর্তমানে তৌসিফ মাহবুব যে ওয়ে তে আছেন তাতে তাকে এরকম সাদামাটা ক্যারেক্টারে এখন এক্সপেক্ট করিনা,, এমন চরিত্রে অন্য কেউ হলে ভালো করত,, যেমন ইরফান সাজ্জাদ কিংবা খাইরুল বাশার। তবুও কাস্টিং ঠিক ছিল।
কস্টিউমঃ নাটকের সব অভিনয় শিল্পীর কস্টিউম বিশেষভাবে আমার নজর কেড়েছে,, বিশেষভাবে মেহুর কস্টিউম।
লোকেশন ব্যাকগ্রাউন্ড মিউজিকঃ গল্প ও চরিত্র অনুযায়ী লোকেশন এবং বি জি এম সব কিছুই ঠিকঠাক ছিল,,, বিশেষভাবে সাইট টোনে তৌসিফ মাহবুবের ভয়েজ আলাদাভাবে উল্লেখযোগ্য!
অভিনয়ঃ
১- কাজল চরিত্রঃ বর্তমান সময়ে বাংলা নাটকের অন্যতম সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। চরিত্র অনুযায়ী পারফর্ম করা তার অন্যতম একটি বৈশিষ্ট্য,, এই নাটকে কাজল চরিত্রটি মেহুর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল,, এবং তার এক্সপ্রেশন ন্যাচারাল অভিনয় সবকিছুই ছিল নজরকাড়া।
কিন্তু আমার কাছে এই নাটকে মেহুর ঘাটতির জায়গা ছিল ডায়লগ ডেলিভারি! কারণ একটা আট বছরের বাচ্চার ডায়লগ ডেলিভারি হয়তো এর চেয়ে ভিন্ন রকম হতো,, যেহেতু চরিত্রটা চ্যালেঞ্জিং তাই হয়তো ১০/১০ আউটপুট পাওয়া খুবই ডিফিকাল্ট।
২-শুভ্র চরিত্রঃ শুভ্র চরিত্রে তৌসিফ মাহবুব অনবদ্য এবং দুর্দান্ত অভিনয় করেছেন। যদিও চরিত্রটি বেশ সাদামাটা চরিত্র তবুও বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু জায়গায় তার অভিনয় অসাধারণ ছিল।
যেমন রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ম্যানেজার যখন এসে কাজলকে বাচ্চাদের প্লে-জোন থেকে উঠে আসতে বলছিল,, তখন তৌসিফের এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি অসাধারণ ছিল। প্রতিটা মানুষ তার পরিচিত জন কিংবা পরিবারের লোকজন যারা কিনা স্বাভাবিক নয় অস্বাভাবিক তাদেরকে পাবলিক প্লেসে নিয়ে গেলে যে সমস্যার সম্মুখীন হয়,, এবং সেই মোমেন্টে নিজের পরিবার অধীনস্থ বা পরিচিতজনকে সেইফ করার জন্য আমাদের যে মুভমেন্ট থাকে সেই জায়গাটিতে তৌসিফ একদম ফাটিয়ে দিয়েছেন।
এছাড়াও শপিংমলে পুতুল চুরি করার দায়ে কাজলকে যখন দোকানদার অনেক বাজে ব্যবহার করছিলেন তখনও তৌসিফের অভিনয় ছিল অসাধারণ।
সব মিলিয়ে তার চরিত্র অনুযায়ী তিনি পারফেক্ট অভিনয় করেছেন।
৩-রেখা চরিত্রঃ রেখা চরিত্রে সামিয়া অথৈ যে ন্যাচারাল অভিনয় করেছেন তা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে,, বিশেষ করে যখন তার মা তাকে বলতেছিল তার করা খুনের দায় নিজের সৎ বোন কাজলের উপর চাপিয়ে দিতে সে সময়ের এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি একদম দুর্দান্ত ছিল। এছাড়াও শেষটায় কান্নার জায়গাটাও অসাধারণ ছিল।
এছাড়া বাকি যে চরিত্রগুলো ছিল,, তাদের অভিনয়ও চরিত্র অনুযায়ী অনেকটাই পারফেক্ট মনে হয়েছে।
মেকিংঃ অনবদ্য মেকিং এর জন্য নির্মাতা ভিকি জায়েদের যে সুনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে তা আরো একবার প্রমাণ করে দিলেন তিনি এই নাটকে।
গল্পের রান টাইম গল্পের প্রেজেন্টেশন সবকিছুই ছিল অসাধারণ।
অন্যান্যঃ অনেকে রিভিউ এ দেখেছি এরকম একটা কথা যে শেষটায় তৌসিফ এর ডিসিশন তাদের কাছে বেশি একটা ভালো লাগেনি।
তবে এক্ষেত্রে আমার তেমন মনে হয়নি,, কারণ কাজলকে ভালোবাসার জন্য শুভ্রর কাছে যথেষ্ট কারণ ছিল।
নাটকের বেশ কিছু মোমেন্ট এবং ডায়লগ যা প্রমাণ করে,,যথা- নাটকের একটা মোমেন্টে তৌসিফের একটা ডায়লগ এমন ছিল,, “ও স্পর্শ বোঝে,, কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা লালসার স্পর্শ”!
এবং শেষে লাশ দেখার পর একটা ডায়লগ ছিল “ওর প্রতি আমার ভালোবাসার অনুভূতি ওর মৃত্যুর আগে আমি কখনোই বুঝতে পারিনি”
এবং মৃত্যুর পর হয়তো তার শরীরে তার সমস্ত সৌন্দর্য ধরা দিয়েছে।
এছাড়াও সত্যিটা উপলব্ধি করার পর হয়তো এই সিদ্ধান্তে পৌঁছেছেন শুভ্র (তৌসিফ)!!!
সবশেষ এটা বলতে চাই,,, বছরের প্রথম দিনের এই কাজটা অনেক স্পেশাল।
পার্সোনাল রেটিংঃ ৮.৫/১০.
DOWNLOAD THIS MOVIE
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content