Kader Ice-cream (2022) Bengali Bongo WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 3GB – Download & Watch Online
সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপন ‘কাদের আইসক্রিম’
(হালকা স্পয়লার)
শর্টফিল্মঃ “কাদের আইসক্রিম”
গল্পঃ কিঙ্কর আহসান
চিত্রনাট্য ও পরিচালনায়ঃ মুনতাসির আকিব
প্ল্যাটফর্মঃ Bongo
অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, মৌটুসী বিশ্বাস, শিশুশিল্পী শরিফুল ইসলাম, এ কে আজাদ সেতু সহ আরো অনেকে…
তরুণ নির্মাতা মুনতাসির আকিব। দেশের একটি শীর্ষস্থানীয় কোম্পানিতে ক্রিয়েটিভ উইংসে কাজ করার পর ফিল্ম নিয়ে অনার্স এবং মাস্টার্স শেষ করে ২০১৮ সালে ফিল্ম ম্যানিয়া নামে একটি অডিও-ভিউজুয়াল কোম্পানি প্রতিষ্ঠা করেন। স্বপ্নের সেই প্রতিষ্ঠান থেকেই নিয়মিত নির্মাণ করে যাচ্ছেন বিজ্ঞাপন। বিগত ৫ বছরে শীর্ষস্থানীয় দেশী এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞাপন নির্মাণ করেছেন আকিব। বিজ্ঞাপন ছাড়াও ২০১৮ সালে প্রকাশিত হয় তার পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা অবলম্বনে ‘প্রেমিক ১৯৮২’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র যা সেই সময় ব্যাপক সাড়া পায়। সেই ধারাবাহিকতায় এবার তিনি জনপ্রিয় গল্পকথক কিঙ্কর আহসানের গল্পে নির্মাণ করেছেন শর্টফিল্ম ‘কাদের আইসক্রিম’।
১৬ মিনিট ব্যাপ্তির ‘কাদের আইসক্রিম’ শর্টফিল্ম এ গ্রামের একজন সহজ সরল আইসক্রিম বিক্রেতার জীবনের গল্প ফুটে উঠেছে। গ্রামের মেঠোপথে আইসক্রিম বিক্রি করে সংসার চালনা করে দরিদ্র কাদের। যেদিন বেঁচাকেনা কম হয় সেদিন সংসারে বউয়ের নানা কথা শুনতে হয়। তার উপর থাকে ছোট্ট কন্যাটির বিভিন্ন রকমের আবদার। কিন্তু আধুনিক সময়ে প্রযুক্তির কাছে নিরুপায় সে। তাই অর্থের অভাবে সে এক চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কি সেই সিদ্ধান্ত? জানতে হলে দেখতে হবে পুরো শর্টফিল্মটি।
‘কাদের আইসক্রিম’ শর্টফিল্মটা দেখতে দেখতে কিছু সময়ের জন্য ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। সেই কাঠের বাক্সের ১ টাকা, ২ টাকা দামের লাঠি আইসক্রিম, বস্তা আইসক্রিম আহা!! 😇
এই শর্টফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। আইসক্রিম বিক্রেতা কাদেরের চরিত্রের সাথে পানির মতোন মিশে গিয়ে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন তিনি। শর্টফিল্মের শুরু থেকে শেষ অবধি তিনি তাঁর অভিনয়ের ঝলক দেখিয়েছেন। এছাড়াও অন্যান্য চরিত্রে মৌটুসী বিশ্বাস, শরিফুল ইসলাম, এ কে আজাদ সেতু খুব ভালো অভিনয় করেছেন।
গল্প, চিত্রনাট্য, সংলাপ, মেকিং, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সব মিলিয়ে অসাধারণ একটা কাজ ‘কাদের আইসক্রিম’। চাইলে সময় করে দেখে নিতে পারেন।
DOWNLOAD THIS MOVIE
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content