CHENGIZ (2022) Bengali WEB-DL -480P | 720P | 1080P | 4K-Free Download
Shoot starts soon
#Chengiz #RajeshGanguly JEET Susmita Chatterjee Shataf Figar Gopal Madnani Amit Jumrani
চমক দিতে খুবই ভালবাসেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ (Jeet)। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টলিপাড়ায়। এই যেমন সদ্য শেষ করেছেন ‘রাবণ’ ছবির শুটিং। আর শেষ হতেই নতুন আরেক ছবির ঘোষণা করে ফেললেন জিৎ। ছবির নাম ‘চেঙ্গিজ’! বুধবার এই ছবিরই মহরৎ সেরে ফেললেন জিৎ ও তাঁর ছবির গোটা টিম।
জিতের ‘চেঙ্গিজ’ ছবিতে বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। থাকছেন অভিনেতা শতাফ ফিগারও। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন খোদ নায়কই।
জানা গিয়েছে, জিতের এই নতুন ছবির প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা। সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটে উঠবে ছবির গল্পে। কলকাতার নানা জায়গাতে শুরু হবে ছবির শুটিং।
এপ্রিল মাসে মুক্তি পেতে পারে জিতের ছবি ‘রাবণ’। এই ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও নবাগতা লহমা ভট্টাচার্যকে। ইতিমধ্যেই জিতের এই ছবির টিজার নজর কেড়েছে।
তবে শুধু বড়পর্দায় নয়। ছোটপর্দায় নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে জিতের সঞ্চালনা দেখে পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। তারই মাঝে নতুন এই ছবি ঘোষণা করে রীতিমতো সারপ্রাইজ দিলেন টলিউডের এই সুপারস্টার।
আগামী ছবিতে ন’য়ের দশকের কলকাতা উঠে আসবে পটভূমিকায়। সেই সময়কার এক বা একাধিক বিশেষ ঘটনা জায়গা করে নিতে চলেছে। জিৎ বরাবর বাণিজ্যিক ছবিতে বিশ্বাসী। আগামী ছবিও তা-ই হতে চলেছে? মুখ খোলেননি নায়ক। তবে ছবির নাম বলছে, সম্ভবত চেনা রাস্তাতেই আবারও হাঁটতে চলেছেন তিনি।
ছবির পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় জিৎ স্বয়ং। দিন কয়েকের মধ্যেই শ্যুট শুরু হয়ে যাবে বলে খবর। কলকাতার ছবি। তাই বেশির ভাগ শ্যুট সম্ভবত হবে কলকাতাজুড়েই।
এপ্রিলের শেষে মুক্তি পেতে চলেছে জিতের ‘রাবণ’। এই ছবিতে তাঁর অন্যতম নায়িকা তনুশ্রী চক্রবর্তী। পাভেলের ‘অসুর’-এর পর এই ছবিতেও জিতের লুক অভিনব। তনুশ্রীকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content