Hawa Bangla full movie Download Review & Watch Online /হাওয়া বাংলা সিনেমা ফুল HD ডাউনলোড অরজিনাল রিভিউ
“হাওয়া” এর টিকিট অগ্রীম বুকিং হয়ে যাওয়াতে এখন বর্তমানে বেশীরভাগ সিনেমা হলে টিকেট এর সংকট এইটা সত্য তার চেয়েও বড় সত্য হলো এই মুভি নিয়ে “হাওয়া” টিম যত্তটা হাইপ তুলেছে তত্ত টা হাইপের মুভি এইটা ভুলে ও না।
Movie Hawa
Initial release: July 29, 2022
IMDB 8.7/10
PR 3/10
Locationঃ- Silver Screen Finlay Square 6th Floor (H Row) Sit 11ঃ00 am show time
স্পয়লার ফ্রী,,,,
এই মুভিটি মূলত একটা মিথ কে কেন্দ্র করে।
এই মুভির সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হলো,, এই পুরো মুভি শুধুমাত্র একটি নৌকার মধ্যে।
এমন কি আছে অই নৌকা তে?
কিংবা ২ঘন্টা + সময় ধরে একটা মুভি শুধুমাত্র একটা নৌকায় কি এমন ঘটনা আছে অবশ্যই এমন অনেক প্রশ্ন জাগতে পারে আপনার মনে
এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে,
হলে গিয়ে এই মুভি দেখতে হবে।
পুরো মুভিতে সবচেয়ে সবচেয়ে বেশী ভালো লেগেছে চঞ্চল চৌধুরী এর অভিনয় জাস্ট আগুন ভাই জাস্ট আগুন কি ছিলো না তার অভিনয়ে শুধু অইটা জিজ্ঞেস করেন?
ডায়লগ ডেলিভারি এক্সপ্রেসন এক্টিং স্কিল জাস্ট আগুন বিশেষ করে তার হাসি জাস্ট অসাধারণ।
তবে যখন মুভিটি দেখা শুরু করি সম্পূর্ণ বোর ফিল করতেছিলাম তারপর ও টাকা দিয়ে ধুকছি + রিভিউ লিখবো এই জন্য কিছুটা ধৈর্য ধরে বসে ছিলাম ধৈর্য ধরে বসে থাকাটা তেমন একটা বিপলে যায়নি কেননা প্রায় শেষ ৩০ মিনিট অসাধারণ ছিলো আর পুরো মুভি জুড়েই ছিলো শুধুমাত্র একটি গান আর অই গান টিই অডিয়েন্স দের মাঝে বেশ ভালোই সাড়া ফেলেছে।
ভালো না লাগার দিক,,,
স্কিন প্লে স্লো ছিলো।
বিজিএম তথা ব্যাকরাউন্ড মিউজিক ৬/১০ দিবো।
কালার গ্রেডিং মোটামুটি ভালো লেগেছে এত্ত বেশী ভালো লাগেনি এক কথায় মন মতো না।
আর এই মুভিটি তে এডা*ল্ট কোনো সিন না থাকলেও একটা জিনিস বুঝে আসলো না যে বিপ ইউজ করা ব্যাতিত এত্ত বাঝে Langue ব্যাবহার করা মুভি বাংলাদেশ সেন্সর বোর্ড কিভাবে ছাড়পত্র দেয়? এই প্রশ্ন রয়েই গেল?
কাহিনী টা তেমন ভালো লাগেনি গল্প অনুযায়ী বেশীতে বেশী এইটি একটা OTT PLATFORM এর টেলিফিল্ম হলের মুভি অন্তত এইটি ভুলে ও না।
বিপ বিহীন এত বাঝে কিছু ভাষা ব্যাবহার করা সত্ত্বেও প্রচারণা এর সময় কোনো ১৮+ ওয়ার্নিং ছিলোনা।
এই ছাড়াও রাজ, নাসির, ও তুষি এর এক্টিং পারফরম্যান্স তেমন একটা ভাল লাগেনি।
তুলনামূলক রাজের পারফরম্যান্স পরাণ মুভিতে ক্যারেক্টার অনুযায়ী অসম্ভব ভালো ছিলো।
আর নাসিরের সিন্ডিকেট সিরিজের শেষের দিকে যে পারফরম্যান্স টা পেয়েছিলাম সে তুলনায় হাওয়া তে তিনি এত্ত বেশী ভালো করতে পারে নি।
আর তুষি এর কথা কি বলবো তার পারফরম্যান্স আমার কাছে তেমন একটুও ভালো লাগে নি।
সবশেষে একটা কথাই বলবো,,,
ইচ্ছে হলে দেখে নিতে পারেন।
এত্ত আহামরি কিছু না হলেও অন্তত একবার দেখার মতো মুভি।.
Download Link Below :
মুভি ডাউনলোড করতে না পারলে টেলিগ্রাম জয়েন করে ভিডিও দেখুন
The Runtime may vary depending on Release Type.
Disclaimer : – All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW. If You thik something is VIOLATING the LAW, Please Notify US via Contact.
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content