Hawa সিনেমায় নাফিজা তুষি এর চরিত্র | Hawa Bangla Movie Download Character Review
অপ্সরা তুষি; হাওয়ার পালে যে দিকভ্রান্ত করেছে! (স্পয়লার এলার্ট)
নারীর এক অঙ্গে নানান রূপ, তাই হয়তো কখনোবা নারীকে বলা হয় রহস্যময়ী! নারী রহস্যের জালে জড়িয়ে মুনি-ঋষিদের ও তপস্যা ভঙ্গ হয়েছে। উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, ঘৃতাচী প্রভৃতি লাস্যময়ী নারীগণ মুনি-ঋষিদের মতিভ্রম ঘটিয়েছেন বারংবার। এত কথা বলার কারণ, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় নাজিফা তুষি কে উপস্থাপন করা হয়েছে তেমনি এক রহস্যময়ী নারী রূপে!
সংস্কৃত অপ শব্দের অর্থ জল এবং সরা শব্দের অর্থ সরন বা চারণ করা। তাই, অপ্সরা শব্দটির মৌলিক অর্থ হচ্ছে জলচারিণী। ‘হাওয়া’ সিনেমায় আমরা দেখি নাজিফা তুষি মাছ ধরার জালে আটকা পড়ে ওঠে আসে। পানি থেকে উপরে আসা রহস্যময়ী এই নারী সহসাই পুরো নৌকায় তার উপস্থিতি জানান দেয়। ‘মাছ ধরার নৌকায় নারী নিষেধ’ বাক্য মেনে চলা চান মাঝি ও বাকি সবাই এই রহস্যময়ী নারী গুলতিকে কাছে পাবার বাসনায় মত্ত হয়। এই ‘গুলতি’ ও যেন নিজের রূপ ও মোহনীয় শারীরিক আবেদনে, মায়াবলে সবাইকে প্রলুব্ধ ও সম্মোহিত করে ফেলেন!
আমাদের দেশে একটা সময় ফোক ধাঁচের গল্পের সিনেমা অনেক হলেও দেশীয় মিথ নিয়ে কাজ খুবই কম হয়েছে। মেজবাউর রহমান সুমন তার প্রথম পরিচালিত সিনেমা ‘হাওয়া’ তে তাই ফোঁক ও দেশীয় মিথ কে একত্রে নিয়ে আসলেন। মেটাফরিক বিষয়গুলো এত্ত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সুমন যে এই ছবি বারংবার দেখা যায়। ‘হাওয়া’ সিনেমার কনসেপ্ট যদি দারুণ হয় তবে একে দেখার মায়া ও সম্মোহন বাড়িয়েছে নাজিফা তুষি!
সর্বাঙ্গসুন্দরী ‘গুলতি’ চরিত্রে রূপে ও গুণে দর্শকদের বিমোহিত করেছেন নাজিফা তুষি। রহস্যময়ী গুলতি তার লাস্যময়ী চাহনি, মোহনীয় রূপ দিয়ে নৌকার সব মাঝিকে একপ্রকার বশিভূত করেন বলা যায়। ইঞ্জিনচালক ইবা’র সাথে তার প্রেম, নৌকায় সবার সাথে সবার দ্বন্দ্ব তৈরি করে দেয়া, প্রতিশোধ নেয়া সবকিছুতেই ‘গুলতি’ অপ্সরাদের মতন ভূমিকা পালন করেছে। জলচারিণী গুলতি রাতে থাকেন জলে, ডাঙার নৌকায় দিনের বেলা সে যেন নিশ্চুপ। ঘটাতে থাকে রহস্যময় সব কান্ড, জালে মাছ না ধরা, জাল হারিয়ে যাওয়া, ইঞ্জিন নষ্ট হওয়া, অদ্ভুতভাবে জালে অনেক মাছ আঁটকা পড়া থেকে নৌকায় একের পর এক মৃত্যু!
‘গুলতি’ চরিত্রে অন্য কেউ কতটা পারফেক্ট হতো জানা নেই তবে, নাজিফা তুষি ছাড়া এমন অনিন্দ্যসুন্দরী চরিত্র কেউ ফোটাতে পারতো না। ‘গুলতি’ চরিত্রের জন্য যেমন অতুল্য শারীরিক অবয়ব ও আবেদনময়ী নারী দরকার তার উৎকৃষ্ট উদাহরণ নাজিফা তুষি। ‘হাওয়া’ সিনেমায় তিলোত্তমা নাজিফা তুষির দীপ্তি এতটাই প্রখর যে রোদে দিকে নয়, তার রূপেই বেশিক্ষণ তাকানো সম্ভব নয়!তুষির আরেকটা আকর্ষনীয় দিক হল তার প্রলুব্ধকর কন্ঠ যা ছবি দেখার সময় শান্তি দিয়েছে। রহস্যময়ী নারী চরিত্রে ‘গুলতি’ ও তুষি যেন একে অপরের পরিপূরক।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content