Happy Birthday ( হ্যাপি বার্থডে)
Happy Birthday ( হ্যাপি বার্থডে) চরকি মুভি রিভিউ ডাউনলোড /Bangla Chorki Movie Review Download 2022
বার্থডে সেলিব্রেট করার জন্য বের হয়েছিল পিংকি। এমন কিছু হবে ভেবেছিলো কি?
Nissan Mahmud পরিচালিত #Chorki Flick ‘হ্যাপি বার্থডে’ আসছে ১৯ মে চরকি’তে।
#Chorki #FilmFunFoorti #ChorkiFlick #HappyBirthday
Safa is Suffering! কিন্তু কেন?
চোখ রাখুন চরকি-তে আসছে Nissan Mahmud পরিচালিত #Chorki Flick ‘হ্যাপি বার্থডে’
#Chorki #FilmFunFoorti #ChorkiFlick #HappyBirthday
হ্যাপি বার্থডে – Happy Birthday (2022)
তরুণী পিংকি একজন টিকটকার এবং বেশ পরিচিত মুখ। এলাকার তরুণেরা তাকে নিয়ে অন্যরকম আকর্ষণ। মিজান ইন্টারনেট ঠিক করেন। পিংকি সুযোগ পেলেই ইন্টারনেট ঠিক করার অজুহাতে মিজানকে বাসায় ডেকে নিয়ে আসে। ইন্টারনেট নষ্ট আর ঠিক করার খেলা তাদের মধ্য বেশ অনেক দিন চলে। তারপর চলে আছে পিংকি’র জন্মদিন। অনেকে টিকটক করে পিংকি’কে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু মিজান কিছুই করতে পারে না। কিভাবে পিংকি’কে জন্মদিনে খুশি করা যায়, পিংকি’র মন পাওয়া যায় এই ভেবে হয়রান মিজান। পিংকি ও মিজানের দারুণ রসায়নের এমন এক গল্প নিয়েই নির্মিত হয়েছে চরকি ফ্লিক ” হ্যাপি বার্থডে “।
মিজান কি পিংকি’র মন জয় করতে পেরেছে নাকি পারেনি জানতে হলে দেখতে হবে ” হ্যাপি বার্থডে ” শুধুমাত্র চরকি’তে। এখনি সাবস্ক্রাইব করে দেখে নিন।
অভিনয়ে দিকে আছি সাফা কবির ওটিটিতে আগে কাজ করলেও চরকির সঙ্গে এটাই তার প্রথম কাজ। পিংকি চরিত্রটি একদম সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সাফা কবির। অভিনয়, লুক দারুন। ওনি আগের চেয়ে এখন অনেক ভালো অভিনয় করতেছেন।
এলেন শুভ্র ওনারও চরকি’র সাথে এটাই প্রথম কাজ। মিজান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন চরিত্রটি এলেন শুভ্র। ওনার লুক, অভিনয়ও দারুন।
সাফা-এলেন শুভ্র এই জুটির আগের কাজগুলো অসাধারণ ছিল। এই কাজটাও জোশ হয়েছে। তাদের লুক একদম ভিন্ন।
ধন্যবাদ পরিচালক নিশান মাহমুদ এবং ” হ্যাপি বার্থডে ” টিমের সবাইকে এত সুন্দর একটা কাজ উপহার দেয়ার জন্য।
পিংকির আজ জন্মদিন। অনেকেই টিকটক ভিডিও করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে পিংকিকে। জন্মদিন উদ্যাপনের জন্য যখন বাইরে যাচ্ছিল সে, তখন একটা গাড়ি এসে থামে পিংকির সামনে, জোর করে তুলে নিয়ে যায় তাকে। এরপর পিংকি নিজেকে আবিষ্কার করে হাত-পা বাঁধা অবস্থায় একটি পরিত্যক্ত সিনেমা হলে। পিংকি ভাবে, তাকে হয়তো টাকার জন্য কিডন্যাপ করা হয়েছে, কিন্তু আসল ঘটনা তো অন্য কিছু…
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content