Gunin ( 2022) Bengali Full Movie Download 720P 1080P 1080P 4k Download Rewviw Watch Online
Gunin |
এক অন্যরকম সমাজের অন্যরকম ভালবাসার গল্প আসছে সিনেমা হলে!
#Chorki প্রযোজিত Selim Gias Uddin পরিচালিত সিনেমা #Gunin, আসছে ১১ই মার্চ আপনার প্রিয় প্রেক্ষাগৃহে!
Azad Abul Kalam Iresh Zaker Pori Moni MD Sariful Islam Razz Mostafa Monwar Dilara Zaman Bithy Rani Sarker Shilpi Sharkar Apu Nasir Uddin Khan
মনপুরা, স্বপ্নজালের পর নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম এর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা গুণিন। এর একটা বিশেষত্ব হলো, এই সিনেমা দেখা যাবে হলে, আর OTT প্ল্যাটফর্ম চরকিতে। তবে চরকিতে দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই সিনেমার গল্পকার হাসান আজিজুল হক।
এই সিনেমার কাস্টিং রীতিমতো চোখ ছানাবড়া করা, আর দর্শকের প্রধান আকর্ষন৷ প্রথমবারের মত রিয়েল লাইফের জুটি রাজ-পরিমনিকে সিনেমার পর্দায় দেখা যাবে। এই সিনেমা রাজ-পরিমনির জন্যও স্পেশাল, কারন এই সিনেমাকে ঘিরেই শুরু হয়েছে তাদের প্রেম, অতঃপর পরিণয়। এছাড়াও এই সিনেমার অভিনয় শিল্পীরা প্রত্যেকেই খুব নিখুঁত বাছাই। কেন বলছি? সিনেমা প্রেমীরা নাম শুনলেই বুঝতে পারবেন। এই সিনেমায় রয়েছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, দিলারা জামান, শিল্পী সরকার অপু, নায়লা আজাদ, ঝুনা চৌধুরী, নাসিরুদ্দিন খান প্রমুখ। এর সাথের এডিশন হচ্ছে এই সিনেমার জন্য মোস্তফা মনোয়ার শ্রেষ্ঠ নবাগত শিল্পীর পুরষ্কার পাওয়া।
গিয়াস উদ্দিন সেলীম সবসময়ই একটা গ্রামবাংলার মাটি ও মানুষের গল্প বলার চেষ্টা করে। মনপুরাতে এক একাকী চরের গল্প। চৌধুরী বাড়ির দাপট, অন্যায়, প্রেম ও ক্ষমতার গল্প মিলিয়ে অনন্য। মনপুরা যখন রিলিজ করে, তখন এমনও নির্দশন আছে, বন্ধ হল খুলিয়েও মনপুরা চালানো হয়েছে। আর তাতে দর্শক হয়েছে হাউসফুল। কোন স্টারকাস্ট ছিল না তখন মনপুরা সিনেমায়, ছিলো না কোন স্টারডম। নেহাতই আবহমান জীবনের ব্যাতিক্রমী প্রেমের গল্প। ঠিক এমনই একটা গল্প ‘গুণিন’। গ্রামের গুণিণের নাতিদের দাপট ভিন্ন। এই দাপটে গুণিনের মেজ নাতি চৌধুরি বাড়ির মেয়েকে পেতে চায়। এদিকে চৌধুরী বাড়ির মেয়ের প্রেম ছোট নাতির সাথে। খুব পাতি সাধারণ গল্প মনে হচ্ছে?
এখানেই এই সিনেমার সরলতা। সত্যেন্দ্রনাথ দত্ত একটা কথা বলতেন, ‘যত সরল, তত জটিল’। এই খানে নায়কও যে ভিলেনও সে। গ্রামের মানুষ জ্বীনে ভয় পায়, এই জ্বীনই একই সাথে ভয় এবং আশ্রয়। গল্পের প্রাণভোমড়া ‘গুণিন’ এর নাম ভূমিকায় আছেন শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। গুণিনের বয়স গল্পে বলা আছে খুবই বৃদ্ধ যার ছেলের মৃত্যুই অনেকে ভুলে যেতে বসেছে। সৃজিত মুখার্জী তার সত্যজিৎ রায়ের এডাপশনে বানানো সিনেমা Ray তে ঠিক যেমন দরবেশ দেখিয়েছেন, কোথায় যেন খানিকটা মেলাতে পারলাম মনে হলো।
নোটিশ করার মতো অভিনয় ছিলো, শরীফুল রাজ আর মোস্তফা মনওয়ারের। একই মেয়েকে নিয়ে বিবাদ, খুনসুটি, অতঃপর নিঃশেষ হয়ে যাওয়া। গুণিনের বড় নাতির ভূমিকায় ইরেশ যাকেরও দারুন৷ বডি ল্যাংগুয়েজ আর অভিনয়ে তার তুলনা নেই, কিন্তু তার স্ক্রিনটাইম আর একটু বেশি হলে চোখে আরাম পেতো।
আর শেষে রয়ে যায় একটা লুপহোল, যেখানে দর্শক নিজের মত করে বাকিটা ভেবে নিতে পারেন। এই লুপহোল অনেকের খুবই ইন্টারেস্টিং লাগে, আবার অনেকে একেবারেই পছন্দ করেন না। নির্মাতার অপারগতা দর্শকের ঘাড়ে চাপানোর এক প্রয়াস মনে করে থাকেন। তবে হলে দেখতে না চাইলেও, চরকিতে সাবস্ক্রাইব করে খুবই সীমিত টাকায় সিনেমা দেখে ফেলা যায়। পরিমনির বিয়ে যারা মিস করতে চান না, তাদের সিনেমাটা দেখার পরামর্শ রইল 😛।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content