Good night Mommy Movie Bangla Review Download
মাস্টারপিস এবং মাস্টওয়াচ 💥💥
এক কথায় বলে দিলাম। সত্যিকারের মুভি লাভার হলে এই মুভি মিস করাটা জাস্ট বোকামি। হরর থ্রিলার লাভার হলে তো এক প্লেট কাচ্চি। পুতুপুতু প্রেম পিরিতি কিংবা নায়ক একাই ১০৫০ জনকে কাইত করে দিচ্ছে টাইপ মুভির চাইতে এই টাইপের একটা মুভিই তৃপ্তির ঢেকুর তুলে দিবে।
Movie: ” Good night Mommy “
Director : Matt Sobel
Cast: Naomi watts,Cameron Crovetti Etc
Country: USA
Genre : Phycological Thriller
গল্পটা একদমই বলতে চাই না। জাস্ট মুভি দেখতে বসুন আর অবাক হয়ে উপভোগ করুন। ৯২ মিনিটই আপনাকে সাসপেন্স এর মধ্যে রেখে দিবে। সাইকোলজিক্যাল থ্রিলার জনরাটাই এরকম যেটা আপনার সাইকোলজি নিয়ে খেলবে। এই মুভি শুরু করলে শেষ না করে আপনি উঠতে পারবেন না গ্যারান্টি।
মাত্র ৬ জন ব্যাক্তি অভিনয় করেছে মুভিতে। তার মধ্যে ৯০ মিনিটই অভিনয় করেছে ৩ জন। যমজ বাচ্চা দুটো যা অভিনয় করলো OMG…
প্রচুর পরিমানে ভীতু হলে একা দেখবেন না। পরিবার নিয়ে দেখতে পারেন তবে কিছু দৃশ্য স্কিপ করবেন। মুভিটি ২০১৪ সালের একই নামের মুভির আপডেট ভার্সন।
শেষে শুধু একটা কথাই বলবো, দারুন কিছু দেখতে চাইলে ” Good night Mommy ” দেখতে বসে পড়ুন। প্রচুর মুভি দেখা এবং টুকটাক স্ক্রিপ্ট লিখালিখির সুবাদে আমি আগেই টুইস্টটা বুঝে ফেলেছিলাম। তবে সাধারণ অডিয়েন্স এর জন্য দারুণ কিছু এটা। শেষের টুইস্টটা জাস্ট মাথা ঘুরিয়ে দিবে। রাতের নিস্তব্ধতায় দেখুন ভাল্লাগবে। সবচাইতে বড় গুড নিউজ হচ্ছে মুভিটির হিন্দি ডাব রয়েছে তবে আমি সাজেস্ট করবো বাংলা সাবটাইটেল কিংবা ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখার জন্য।
ব্যাক্তিগত রেটিং ৯/১০ 💖
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content