Ek Villain Returns (2022)হিন্দি মুভি বাংলা রিভিউ Download ডাউনলোড
⚠️ Movie Name : Ek Villain Returns (2022)
⚠️ Genre : Crime, Thriller, Drama
⚠️ IMDb rating : 4.4/10
⚠️ Runtime : 2hr 09 min
⚠️ Casting : John Abraham (Bhairav), Disha Patani (Rasika), Tara Sutaria (Aarvi) & Arjun Kapoor (Gautam)
⚠️ Directed By : Mohit Suri
⚠️ এখনই দেখে শেষ করলাম এই সবচেয়ে অন্যতম ট্রলপ্রিয় মুভি কিন্তু দেখার এটা নিয়ে তো ট্রল করার মতো কিছুই ছিলো না। আমার ও এটা নিয়ে কোনো আশা ছিলো না কিন্তু দেখার পর একটা জিনিস বলা যাবে ভালো একটা চেষ্টা করেছেন ডিরেক্টর মোহির সুরি। নতুন সাউথ লাভারাস তো খালি সাউথ সাউথ নিয়ে আছে। কিন্তু বলিউডের কাছে মোহির সুরি এর মতো ভালো ডিরেক্টর আছে যে নেগেটিভ রোলকে পজিটিভ রোল থেকে এগিয়ে রাখতে সক্ষম। যা মোহির সুরির সব মুভিতে দেখা যায়৷
⚠️ Story : কোরিয়ান মুভি “I Saw The Devil”থেকে রিমেক করা যায় ২০১৪ সালে রিলিজ হওয়া অন্যতম সেরা ক্রাইম থ্রিলার মুভি ” EK VILLAIN “যাতে অভিনয় করেছিলো Siddharth Malhotra, Shraddha Kapoor & Ritesh Deshmukh এবং মুভি বক্স অফিস ও সুপারহিট হয়। সাইকোলজিকাল ক্ষেত্রে I saw The devil ই এগিয়ে থাকবে সেটা এখন দেখলে ও ভয় লাগে কিন্তু এক ভিলেন মুভিতে গান, রোমান্স ঢুকিয়ে এটা বলিউডের স্টাইলে বানানো হয়েছিলো। কিন্তু ” Ek Villain Returns” স্টোরিতে কোন নতুন কিছুই নেই কিন্তু মোহির সুরি তার সেরা ডিরেকশন দিয়ে ভালো একটা মুভি নির্মাণ করতে সক্ষম হয়েছেন।
⚠️ Songs : মোহির সুরি মুভি মানেই Chart buster Album এবার ও তাই হয়েছে Galliyan Returns মোটামুটি ভালোই লেগেছে এবং Dil তো একদম 😍।
Casting : অনেকেই তো কাস্টিং নিয়ে মাথা ব্যাথা ছিলো কিন্তু ডিরেক্টর তার সবচেয়ে বড় weak পয়েন্ট কে কাজে লাগিয়ে ছেন৷
John Abraham & Arjun Kapoor : দুই জনেই অভিনয় মোটামুটি ভালোই ছিলো।
Tara Sutaria : সব কাহিনী তো একে নিয়েই অভিনয় তেমন ভালো লাগে নাই।
এখন আসেন 🔥 Disha Patani : Heart of the film যদি বলি তাহলে ভুল হবে না কারণ দিশা ওপরই নজর ছিলো সারা মুভিতে হটনেস, অভিনয়, হাসি গুলো একদম 🤎।
মুভিটি দেখার যার রেটিং দিন। না দেখে ঝামেলা করবেন না।
🤎 My Personal rating : 7.5/10 ♥
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content