Dhakaia Gully Boy (ঢাকাইয়া গাল্লি বয়) Lyrics – Gully Boy Part one – Tabib – Rana
Download Links Mp3 Songs Hippop Polich part 2
Song Credits:
◘ Song : Dhakaia Gully Boy
◘ Singer : Rana & Tabib Mahmud
◘ Lyrics, Music & Tune : Tabib Mahmud
◘ Label : Tabib Mahmud
এই আমি রানা,
কামরাঙ্গী চর,
পূর্ব রসুলপুর
৮নং গলি, মনের কথা বলি
1..2..3.. Ready
আমি গল্লির পোলা, আমার নাম হইলো রানা
শহরের অলি গলির গল্প আমার জানা,
জীবনের কঙ্কালটা কাছ থেইক্যা দেখি
কিছু কিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি
আমার অনেক ইচ্ছা ছিলো ইসকুলে যামু
তিনবেলা পেট ভইরা ভাত মাছ খামু,
আমার লেইজ্ঞা নতুন একটা কালা প্যান্ট কিইন্যা
নতুন একটা শাড়ী কিইন্যা মা’র হাতে দিমু,
এখন এইসব ইচ্ছা দিছি মনের মইধ্যে কবর,
পেটে আমার খিদা দেয় তিনবেলা কামুড়,
একমাস সেহরী খায়া রোজা রাহা সোজা
আমি রানা হারা বছর সেহেরী ছাড়াই রোজা,
দেশবাসী হুইন্যা রাহেন আমার দিনও আইবো
গলির পোলার কণ্ঠে হেদিন হারা দেশ কাব্বো,
রোজার মাসে পরকালের জন্য কইরো নামাজ,
ইফতারি না পাইলে আমার ঘরে দাওয়াত!
আমি রানা গল্লি বয়, ঢাকায়া গল্লি বয়,
আমি রানা গল্লি বয়, ঢাকাইয়্যা গল্লি বয়,
আমি রানা গাল্লি বয়, ঢাকায়া গল্লি বয়,
আমি রানা গাল্লি বয়, ঢাকাইয়্যা গল্লি বয়,
বড়লোকের বাচ্চা ঠেলা দিয়া কয়,
ছিঁড়া প্যান্ট পইরা ঘুরি আমি গাল্লি বয়,
আস্তে আস্তে বল করুম, পারলে মাইরো ছয়,
আমি কামলা খাইটা যামু তোমরা কইরো জয়!!!
ছোট্ট কইরা একটা ছোট্ট গল্প বলি,
কামরাঙ্গি চরের এইটা ৮ নাম্বার গলি
জীবনটা মিশে গেছে অভাবের সাথে
যেন মানুষের পায়ের নিচে কাঁদে চোরাবালি
বড়লোকের বাড়িতে মা কাজ কইরা যা পায়,
কিস্তির নাম কইরা মাইনষে তা চাবায়!
পাট্টে পড়লে আপনিও পইরা যাইবেন কব্জায়
কত টাকা ঋণ দিয়ে, ডাকাতেরা সব চায়,
এমন একটা পরিবেশে থাকে আমগো রানা
ইসকুল ফিস নাইতো ক্লাসে যাওয়া মানা,
রানা পথে পথে ঘুরে দেখবেন টিএসসি মোড়ে
হঠাৎ আইসা কইবো কইডা ট্যাকা দেন আমারে,
আপনে মারবেন একটা ঝাড়ি কারণ আপনি সুশীল সমাজ
বস্তিতে পড়তে যাইবেন শুক্রবারের নামাজ,
তারপর মাইকের সামনে আপনি সমাজের ডাক্তার
দেশ নিয়ে দিবেন কত বড় বড় লেকচার।
আমি রানা গল্লি বয়, ঢাকায়া গল্লি বয়,
আমি রানা গল্লি বয়, ঢাকাইয়্যা গল্লি বয়,
আমি রানা গাল্লি বয়, ঢাকায়া গল্লি বয়,
আমি রানা গাল্লি বয়, ঢাকাইয়্যা গল্লি বয়,
বড়লোকের বাচ্চা ঠেলা দিয়া কয়,
ছিঁড়া প্যান্ট পইরা ঘুরি আমি গাল্লি বয়,
আস্তে আস্তে বল করুম, পারলে মাইরো ছয়,
আমি কামলা খাইটা যামু তোমরা কইরো জয়!!!
আমি রানা গল্লি বয়, ঢাকায়া গল্লি বয়,
আমি রানা গল্লি বয়, ঢাকাইয়্যা গল্লি বয়,
আমি রানা গাল্লি বয়, ঢাকায়া গল্লি বয়,
আমি রানা গাল্লি বয়, ঢাকাইয়্যা গল্লি বয়,
***সমাপ্ত***
Download Links Mp3 Songs Hippop Polich part 2
NOTE: If you find any mistake in this lyrics…Please let us know in comments box below..Thanks
Loved it ? Share it with your friends!
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content