Damal(2022) Bengali iScreen WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 3.1GB – Download | দামাল বাংলা ফুল মুভি ডাউনলোড
দামাল সিনেমার ট্রেলার এতো ভালো লেগেছে বলার মতো না।
সন্ধ্যা থেকে যে কতো বার দেখেছি হিসাব নেই।
প্রিয় মানুষ গুলো সব একসাথে সিয়াম ভাই,, মিম,, শরীফুল রাজ ভাই,, সুমিত দা।
বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সিনেমা হয়েছে কিন্তু বাংলা সিনেমায় ফুটবল নিয়ে খেলা হয়েছে কিনা আমার জানা নেই। বা আমি দেখিনি।
ফুটবল খেলা সিয়াম,, রাজ সুমিত এরা তো দূর্দান্ত পুরো।
ওনারা পুরো খেলোয়াড় দের মতো খেলে গেছেন।
ট্রেলার শেষে মিমের অভিনয় এক্সপ্রেশন রিতি মতো নজর কেড়েছে।
আশা করি দর্শক ভালো কিছু পাবে দামাল সিনেমায়।
ইমপ্রেসটেলিফিল্ম একটাই দোষ তারা কোন সিনেমার প্রচার করে না।
ইমপ্রেস টেলিফিল্ম এর প্রচার করা ও লাগবে না। ভাল সিনেমা হলে দর্শকরা একাই একশো।
দর্শক চায় ভাল গল্প,, ভাল অভিনয়, ভাল পরিচালক।
২৮ অক্টোবর আশা করি দামাল ঝড় তুলবে।
হোক সে যোদ্ধা বা খেলোয়াড়,
লড়াইয়ে এক বিন্দু দেয় না ছাড়!
খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান –
কেউ কারে নাহি ছাড়ে, যায় যদি যাক প্রাণ!
দামাল আসছে ২৮ অক্টোবর। দেখা হবে সিনেমা হলে 💜
পরাণ’ সিনেমার রেশ কাটতে না কাটতেই ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে রায়হান রাফির পরিচালিত আরো একটি সিনেমা ‘দামাল’। সিনেমাটি মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে আসবে ‘দামাল’-এ।
সিনেমাটি শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’—এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।
A Film By Raihan Rafi
Produced by Faridur Reza Sagor
Executive Producer Ebne Hasan Khan
Starring – Siam Ahmed, Sariful Raaz, Bidya Sinha Mim, Sumit Sen Gupta, Shahnaz Sumi, Intekhab Dinar, Kayes Chowdhury, Samia Othoi, Puja, Sarwat Azad Brishti.
Cinematography – Sumon Sarker
Editor – Sameer Ahmed
Sound Design – Ripon Nath
Music – Arafat Mohsin Nidhi, Lyric – Rasel Mahmud, Post Production Supervisor – Sabbir Ahmed Shohag, Art Director – Khandokar Joy, Costume Design – Edila Farid Turin, Color – Jitu Ahsan, Title & Gfx – Simit Ray Antor, VFX Studio – Forth Dimension Visual Effects Pvt Ltd, Makeup – MD Khokon Molla, Location Manager – Malu Dewan Casting – Swadhin Goswami, Assistant Director – Abul Kalam Azad, Zahid Mazumder, Soujonno Adhikari, MD Sabbir Hossain, Mahmuduzzaman Refat,
Publicity – Sayeem
Production – Impress Telefilm Ltd
The Runtime may vary depending on Release Type.
Disclaimer : – All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW. If You thik something is VIOLATING the LAW, Please Notify US via Contact So That It Can Be Removed as soon as possible.
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content