জেল খেটেছি চার বার।
মৃত্যুদন্ড হয়েছে দুই বার…
ফাঁসিতে ঝুলেছি এক বার।
জেলখানার সাথে আমার অন্যরকম আত্মীয়তা।
বলছিলাম আমার অভিনয় জীবনে জেলখানার গল্প।
‘মনপুরা’,‘আয়নাবাজি’,’পাপ-পুণ্য’তে আমারই করা চরিত্র সোনাই,শরাফত করিম আয়না,খোরশেদ চেয়ারম্যানের হয়ে জেলে ছিলাম অনেক দিন।
সবশেষ দীর্ঘদিন জেলে কাটালাম হইচই এর নতুন ওয়েব সিরিজ,সৈয়দ আহমেদ শাওকী’র “কারাগার” এর জন্য।
খুব শীঘ্রই আসছে…….
“কারাগার”
“সবার জন্য সব সত্য,আমার জন্য অভিনয়”
. (কারাগার চঞ্চল চৌধুরী। কারাগার হইচই ওয়েব সিরিজ #Karagar #ChanchalChowdhury #Hoichoi)
Karagar Cast (Hoichoi): Popular actor Chanchal Chowdhury will be in the main role in the series. He will act as. She will perform as a famous journalist Afsana Anjum here. Other important cast are:. Karagar Hoichoi cast. Karagar web series cast. Bangladeshi web series Karagar.
Karagar Web Series Story or Synopsis: According to the director Shawki, ‘This is a story of a prison. This prison contains a mysterious cell (No. 501). And this cell is closed for last 50 years. Suddenly, Rip Van Winkle wakes up from this cell. He declares that his name is Amar. He also tells that he is in the jail for 200 years. So, Karagar web series is literally the story of Cell no. 501 and history of the mystery man.’
From the teaser: A person is walking n the street like a thief. Now, a news is broadcasting on tv: Afsana Anjum, a famous journalist was missing till last night. Again, the first man from the street is seen. He opens a box from his van and finds a dead body. Definitely, he becomes afraid and tells one of his acquaintances. He demands to know how the dead body found in his van, not the murderer. Now, a husband wish to file a GD in police station.
সৈয়দ আহমেদ শাওকী ও চঞ্চল চৌধুরী জুটির সর্বপ্রথম ওয়েব সিরিজ #তাকদীর। সিরিজটি প্রচারিত হয়েছে হইচই প্ল্যাটফর্মে। থ্রিলার ঘরানার ওয়েব সিরিজটি এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম সেরা ওয়েব ফিকশন বলেই স্বীকৃত। দুই বাংলায় বেশ আলোচিত হয় আট পর্বের এই সিরিজ।
এবার এই জুটি আবার ফিরছেন সাত পর্বের সিরিজ #কারাগার নিয়ে। প্ল্যাটফর্ম একই, হইচই। এই সিরিজে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে এক চমকলাগা চরিত্রে।
গল্প সম্পর্কে যতটুকু জানা গেছে, একটি ফিকশনাল কারাগারে একটি সেল প্রায় ৫০ বছর ধরে বন্ধ। সেই বন্ধ সেলে একজন মানুষকে পাওয়া যায়। মানুষটি কোথা থেকে এসেছেন, কীভাবে এলেন—সেই আবিষ্কার করা নিয়ে গল্প শুরু হয়।
কয়েদী নাম্বার ১৪৫!
চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক!
‘একটি জেল। একটি বদ্ধ সেল। সেলটিতে রাখা বেশ কিছু কয়েদীর আত্মহত্যার পর থেকে সেলটি দীর্ঘদিন ধরে বন্ধ। এক সকালে সেলটিতে এক কয়েদীকে খুঁজে পাওয়া যায়, যে দাবী করে সেলের ভেতরে সে ২০০ বছর ধরে বন্দী!’
‘তাকদীর’ এর দুর্দান্ত সাফল্যের পর শাওকী-চঞ্চল জুটির ‘কারাগার’ আসছে!
কারাগার ওয়েব সিরিজের ট্রেলার বের হয়েছে। খুবই কৌতুহল উদ্দীপক, তবে কিছু প্রশ্ন-
১. দেখানো হচ্ছে একজন মানুষ প্রায় আড়াইশো বছর ধরে কারাবন্দী। কিন্তু তার সঙ্গে এখনকার একজন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন খুব ভালো ভাবে। আড়াইশো বছর আগে কি একই রকম সাইন ল্যাঙ্গুয়েজ ছিলো?
২. ট্রেলারে দেখছি কারাবন্দী সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলছেন, তিনি মীর জাফরকে মেরেছিলেন। কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজে কি কারও নাম বলা সম্ভব? মানে আমার নাম জুবায়ের ইবনে কামাল- এটা কি হাত দিয়ে বুঝিয়ে দেয়া সম্ভব?
৩. মীর জাফরকে হত্যা করার কথা বললেও মীর জাফর আড়াইশো বছরেরও আগে মারা গিয়েছিলেন রোগাক্রান্ত হয়ে। কারও হাতে তিনি হত্যার শিকার হননি। এটা কি অন্য মীর জাফর?
ট্রেলার দেখে কিছু জিজ্ঞেস করা অবান্তর। আমি এই ওয়েব সিরিজটি নিয়ে বেশ ইতিবাচক প্রত্যাশা করছি। তাছাড়া দুটো আলাদা মৌসুমে ‘কারাগার’ ওয়েব সিরিজটি আসবে হইচই থেকে। হয়তোবা অদ্ভুত এক গল্পের মাধ্যমে এই প্রশ্নগুলোর প্রাসঙ্গিকতাই থাকবে না। কারাগার ওয়েব সিরিজটি দারুন সাড়া ফেলুক দর্শকের মাঝে!
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content