আরিফিন শুভর আপকামিং থ্রি…
Arifin Shuvo এর Upcoming 3 Movie Release | Download 2022
বাংলা চলচ্চিত্রের পালে এখন নতুন হওয়া বইছে। চলচ্চিত্রের সুদিন ফিরে আসাও শুরু করেছে। চারদিকে নতুন বাংলা সিনেমা গুলো প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। হল গুলোতে এখনো পরাণ এবং হাওয়া হাউজফুল যাচ্ছে। এখন সময় যেন বাংলা সিনে প্রেমীদের। যাইহোক এই ধারা অব্যাহত রাখতে হবে। অব্যাহত রাখতে অন্যতম ভূমিকা রাখতে পারে আরিফিন শুভর আপকামিং থ্রি। চলুন সে গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক,,,
১. ব্ল্যাক ওয়ারঃ
করোনার পর প্রথম হলে মুক্তি পেয়েছিল মিশন এক্সট্রিম। যা ছিল গতবছরের ডিসেম্বরে। মুক্তির আগেই বলা হয়েছিল মিশন এক্সট্রিম দুই পার্টে বিভক্ত। আমরা গত ডিসেম্বরে প্রথম পার্ট দেখতে পেয়েছিলাম। কপ অ্যাকশন থ্রিলার জনরার সিনেমাটি মুক্তির পর থেকে বেশ প্রশংসায় পেয়েছিল। স্পেশালি আরিফিন শুভর অভিনয় সবাই কে মুগ্ধ করেছিল। তো এই বছরেই মুক্তি পেতে যাচ্ছে এর পার্ট টু। অলরেডি পোস্টার রিলিজ পেয়েছে। পার্ট টু এর নাম রাখা হয়েছে ব্ল্যাক ওয়ার। নামেই বুঝা যাচ্ছে এবার বড় কিছু আসতে চলছে। আর হ্যাঁ পোস্টার প্রকাশ পাওয়ার পর থেকে চারদিকে বেশ প্রশংসাও পেয়েছে। আশাকরি সিনেমাটির মুক্তি পর নতুন ইতিহাস তৈরি করবে।
২. নূরঃ
রায়হান রাফি এখন সিনেপাড়ায় অতি পরিচিত একটি নাম। তার নির্মাণে “পরাণ’ সবার পরাণ জুড়ে দিয়েছে। যা এখনো হলে চলছে। তার পরিচালনায় এবার এক অন্যরকম আরিফিন শুভ পর্দায় হাজির হওয়ার অপেক্ষায়। ধারণা করা যাচ্ছে এমন শুভকে এর আগে পর্দায় আমরা কখনো দেখিনি। কেননা পোস্টারে এক ভিন্ন আরিফিন শুভর দেখা মিলেছে। সেই ভিন্ন লুক নিচের পোস্টারেই দেখতে পাবেন। গল্পটা যথাসম্ভব রোমান্টিক ট্র্যাজেডি। অলরেডি একবার সেন্সরে পাঠানো হয়েছিল। কিন্তু সমস্যা থাকায় ছাড়পত্র দেওয়া হয়নি। আশাকরি সব ঠিক করে খুব দ্রুত সেন্সরে পাঠানো হবে। আরেকটা বিষয় এই সিনেমায় শুভর নতুন পরিচয়েরও দেখা মিলবে।
৩. মুজিবঃ
মুজিব সিনেমা নিয়ে কথা বলার শেষ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বায়োপিক এইটা। মূলত অনেকের কাছে এইটা স্বপ্নের চরিত্র। এই চরিত্রের জন্য আরিফিন শুভকে পাঁচবার অডিশন দিতে হয়েছিল। সবকিছুর পরেই স্বপ্নের চরিত্র করার অনুমতি পেয়েছিল। যার কারণে পারিশ্রমিক হিসেবে নিয়ে ছিল ১ টাকা। যাইহোক ইতিমধ্যে সিনেমাটির ফাস্ট ট্রেলার রিলিজ হয়েছে। ট্রেলার আসার পর থেকে চারদিকে বেশ ভালোই আলোচনা সমালোচনা হয়েছে যা এখনো বিদ্যমান।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content