মাস্টারপিস!
দিনে ৬টা এবং মাসে ৭০ টা মুভি দেখা লোক আমি। আমার সেরা ৫ এর লিস্টে এই মুভিটা যায়গা করে নিয়েছে। বিয়ের কিছু সময় আগে যদি এই মুভি দেখতে বসেন তাহলে আপনার বিয়ের সময় পেছাতে হবে কারন মুভি শেষ না করে বিয়ে তো দূরে টয়লেটেও যেতে ইচ্ছা করবে না।
Movie: ” Apocalypto “
Director : Mel Gibson
Cast: Rudy Youngblood, Dalia Hernandez Etc..
Country : Mexico
Genre : Adventure Action
” Crawl ” ” 47 Meters down ” ” The Revenant” এর মতো সারভাইভাল মুভি দেখেছি কিন্তু এটা দেখা বাকি ছিল। আমার মনে হয় না এটা এখনো কারো দেখা বাকি আছে। চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না এটা আসলে কোন লেভেলের মুভি।
সারভাইভাল কত প্রকার ও কি কি পুরো স্পষ্ট ভাবে এই মুভিতে বুঝিয়ে দেয়া হয়েছে। মায়ান রাজ্যের একটি সাধারণ পরিবারের অন্য লেভেলের সারভাইভালের গল্প নিয়ে গড়ে উঠেছে মুভিটি। গল্পটা একদম ইউনিক। গল্পটা আমি একটুও রিভিল করবো না। ভালো কিছু দেখতে চাইলে দেখে নিতে পারেন মেক্সিকান এই মাস্টারপিস ” Apocalypto ” মুভিটি।
১৩৮ মিনিটের মুভি কিন্তু ১ সেকেন্ড বিরক্ত হওয়ার চান্স নেই। সম্ভবত ইংরেজি ডাব আছে কিন্তু আমি সাজেস্ট করবো অরজিনিয়াল মায়ান ভাষায় বাংলা সাবটাইটেল দিয়ে দেখুন। খুব বেশি কথাবার্তা নেই তাই বাংলা সাবটাইটেল দিয়ে দেখলেও তেমন অসুবিধা হবে না (যারা নতুন সাবটাইটেল দিয়ে দেখেন তাদের উদ্দেশ্যে বললাম)। দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে ডুবে যান এক অন্য জগতে।
ব্যাক্তিগত রেটিং ১০/০৯ 💖
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content