Antte Sundarraniki (2022) Hindi Netflix Movie Review বাংলা রিভিউ
🎬ফিল্ম রিভিউ: Antte Sundarraniki 2022
▶️ IMDB Rating : 7.7 /10
🛑পার্সোনাল রেটিং: ৮.৫/১০
🎞️ওটিটি প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স (Netflix)
🎦Genre- Romantic, Drama, Theiler
⏰ সময়কালঃ ২ ঘন্টা ৫৩ মিনিট
“আন্টে সুন্দাররানিকি” এর মানে হলো “একজন ব্যক্তির যৌন সমস্যা আছে” 😆
নামেই আসলে মুভিটির মূল মজা।
থ্রিলার মুভি বললাম আবার রোমান্টিকও বললাম৷ তবে, এই মুভি সাসপেন্স আর থ্রিলিং ব্যাপারটা অন্যরকম। কোনো স্পয়লার দিতে চাই না। একজোড়া হিন্দু প্রেমিক আর খ্রিস্টান প্রেমিকার বিবাহ সম্পর্কিত জটিলতা, তাদের একের পর এক মিথ্যা কথা নিয়ে প্রায় তিন ঘন্টার এই মুভি একদম বোরিং লাগবে না। রোমান্টিক ঘোরনার মুভি “আন্টে সুন্দাররানিকি”। এই ১ম ৩৫ মিনিট পর্যন্ত মুভিটাকে কিছুটা এলোমেলো লাগলেও, একবার মুভিতে ঢুকে গেলে বের হওয়া যাবে না। ন্যানি, নাজারিয়া নাজিম এর অসাধারণ অভিনয় স্কির্নে ধরে রাখবে৷ এই মুভিতে ছোট একটি ক্যারেক্টারে দেখা যাবে দক্ষিণী আরেক জনপ্রিয় নায়িকা অনুপমা কে। এই মুভির সবগুলো ক্যারেক্টার এই গল্পটাকে জমিয়ে তুলেছে। তবে, শেষের ২৫ মিনিট এই গল্পের থ্রিলার ব্যাপার ঘটতে থাকে। মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান গুলো মুভির সময়কাল অনুযায়ী খুব শ্রুতিমধুর লেগেছে । অফিসিয়াল ডাবিং নেই তাই গানগুলো তেলেগু ভাষায় ছিলো। মুভিটার কিছু জায়গায় খাপছাড়া লাগেছে । আপনাদের কাছে কিছু জায়গায় অভার এক্টিং লাগতে পারে।
দক্ষিণী সিনেমার এই এক গুণ যে, তারা সুন্দর একটা গল্পকে দারুণ প্রেজেন্টেশন দিয়ে অসাধারণ করে তোলে। ৩০কোটি বাজেটের এই মুভির বক্স অফিস আর্নিং প্রায় ৩৯কোটি, তবুও এই মুভিটি ভারতে কর্মাশিয়াল সাকসেসফুল নয়৷
তবে, যারা চিরাচায়িত একশন, ফাইট পছন্দ করে তাদের কাছে তেমন ভালো নাও লাগতে পারে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ধরণের গল্প নির্ভর সিনেমা যদি আমাদের দেশে নির্মাণ করা হয় তাহলে সেটা অনেক দর্শকের কাছে নাকি নাটক, টেলিফিল্ম লাগে?
সর্বশেষে, Antte Sundarraniki এর মতো এমন স্বল্প বাজেটের গল্প নির্ভর সিনেমা আমাদের মতো ছোট ফ্লিম ইন্ডাস্ট্রিতেও হওয়া উচিত।
ধন্যবাদ ❤️
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content