চাকরির পরীক্ষার আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর (Computer)- পার্ট-৮
২৪১. Unicode উদ্ভাবন করে কে?
উত্তরঃ Apple and Xerox Corporation (1991)
২৪২. Unicode বিট সংখ্যা কত?
উত্তরঃ 2 Byte
২৪৩. Unicode এর ১ম 256 টি কোড কিসের অনুরুপ?
উত্তরঃ ASCII কোডের অনুরুপ
২৪৪. Unicode এর চিহ্নিত চিহ্ন কয়টি?
উত্তরঃ ৬৫,৫৩৬টি (2^10)
২৪৫. ASCII এর বিট সংখ্যা কত?
উত্তরঃ 1 Byte
২৪৬. ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এবং ফটো-সম্পাদনা হলো?
উত্তরঃ application software
২৬৭. সিপিইউ এবং মেমরিটি অবস্থিত?
উত্তরঃ motherboard এ।
২৬৮. একে কম্পিউটারের মস্তিষ্কও বলা হয়, তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে কোনটি?
উত্তরঃ Central Processing Unit (CPU)
২৬৭. এটি প্রায় এক বিলিয়ন বাইট=?
উত্তরঃ Gigabyte
২৬৮. কম্পিউটার ডেটা প্রক্রিয়া করতে কোন ভাষা ব্যবহার করে?
উত্তরঃ Binary
২৬৯. কম্পিউটারগুলি ডেটা সংগ্রহ করে, যার অর্থ তারা ব্যবহারকারীদের অনুমতি দেয়:
উত্তরঃ input data
২৭০. কম্পিউটার যেভাবে তথ্যগুলিতে ডেটা ম্যানিপুলেট করে তার নাম বলা হয়?
উত্তরঃ Processing
২৭১. মেমরির ক্ষমতাটি পরিমাপ করা হয়:
উত্তরঃ megabyte দ্বারা।
২৭২. বুলিয়ান যোগকে কি বলে?
উত্তরঃ Logical Addition
২৭৩. Dual Principle মেনে চলে কোনটি?
উত্তরঃ “and” ও “OR”
২৭৪. Digital Electronic Circuit কি?
উত্তরঃ Logic Gate
২৭৫. মৌলিক Logic Gate কয়টি?
উত্তরঃ ৩টি (OR, AND, NOT)
২৭৬. সার্বজনীন গেইট কয়টি?
উত্তরঃ ২টি (NAND,NOR)
২৭৭. বিশেষ গেইট কোনটি?
উত্তরঃ X-OR,X-NOR
২৭৮. ভিএক্সডি এক্সটেনশনযুক্ত(VXD extension) ফাইলগুলি উপস্থাপন বা represent করে?
উত্তরঃ device drivers
২৭৯. কম্পিউটার হার্ডওয়্যার তত্ত্বের উন্নতি সংক্ষিপ্তসারিত হয় কোন আইন দ্বারা?
উত্তরঃ Moore’s First Law
২৮০. Wi-fi এর দ্রুততম সংস্করণ কোনটি?
উত্তরঃ IE
পড়াশেষে Done লিখুন…
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content