কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পর্ব ০১
১. কয়েকটি সার্চ ইঞ্জিন হলো – গুগল(Google, ১৯৯৮), ইয়াহু(Yahoo), বিং(Bing), বাইডু(Baidu), আস্কডটকম, ইদোয়ো(Yodao)। বাংলাদেশি সার্চ ইঞ্জিন – পিপীলিকা (প্রথম), চরকি।
২. E-commerce সাইট- আমাজন(১৯৯৪, প্রতিষ্ঠাতাঃ জেফ বেজোস), আলিবাবা(১৯৯৯, প্রতিষ্ঠাতাঃ জ্যাক মা। বর্তমান নির্বাহী- ড্যানিয়েল ঝাং) , রকমারি, ডারাজ, ফুটপান্ডা, ই-ভ্যালি।
৩. কয়েকটি Web Browsing site: Internet Explorer, Google Chrome, Java, Opera mini, Mozilla Firefox.
৪. সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটঃ লিংকড-ইন – ২০০২ সালে, ফেইসবুক – ২০০৪ সালে, টুইটার – ২০০৬ সালে, ইনস্ট্রাগাম – ২০১০ সালে, টিকটক – ২০১৬, লাইকি – ২০১৭, ইউটিউব – ২০০৫। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট – বেশতো ও আওয়াজ।
৫. কম্পিউটার হতে কম্পিউটার তথ্য আদান প্রদানই – ইন্টারনেট। জনকঃ ভিনটন জি কার্ফ। চালু হয়- ১৯৬৯ সালে এবং বাংলাদেশে চালু হয় – ১৯৯৬ সালে।
QNA |
৬. ভিডিও মিটিং এপ্লিকেশন ‘জুম’ প্রতিষ্ঠিত হয় – ২০১১ সালে। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী – এরিক এস ইউয়ান। সদর দপ্তর – সান জোস, ক্যালিফোর্নিয়া, USA।
৭. বিশ্বের সর্ববৃহৎ ওয়েব পোর্টাল – বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ওয়েবসাইট- www.bangladesh.gov.bd। চালু হয় – ২৩ জুন, ২০১৪। যে প্রকল্প যুক্ত – একসেস টু ইনফরমেশন (a2i)।
৮. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয় – OCR (Optical Character Recognition/Reader)। অন্যদিকে OMR (Optical Mark Reader) যন্ত্র কোনো চিহ্ন পাঠ করে ঐ চিহ্নের সঙ্গে সম্পর্কযুক্ত ফলাফল দান করতে পারে । বর্তমানে বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য ওএমআর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ।
৯. কম্পিউটারে বাস তিন ধরনের – Address bus, Data bus এবং Control bus।
১০. ইমেইল গ্রহণ করার প্রটোকল হলো – POP3 (Post Office protocol 3) ও IMAP(Internet Message Access Protocol) এবং পাঠানো একটি প্রোটকল হলো – SMTP (Simple Mail Transfer Protocol)।
★ Abbreviation:
RAM = Random Access Memory.
ROM = Read Only Memory.
TCP = Transmission Control Protocol.
Wi-Max = Worldwide Interoperability for Microwave Access.
MICR = Magnetic Ink Character Reader.
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content