Shamshera (2022) Hindi Full Movie Download Review & Watch Online
দেখে নিলাম এই বছরের এখন পর্যন্ত রেকর্ড লেভেলের সবথেকে বাজে সিনেমা ❝Shamshera❞
রিভিউ কেমন, সিনেমা কেমন সব পরে! আগে এই সিনেমার একটা দৃশ্যের আগামাথা বোঝাতে চাচ্ছি, যদিও আমি নিজেও কিছুই বুঝি নাই। দৃশ্যটা হচ্ছে রনবীরকে মারার জন্য সঞ্জয় দত্ত ধেয়ে আসছিলো। ঠিক তখন অনেকগুলো কাক – The Crow সঞ্জয় দত্তের মাথায় উপর বসে আর সঞ্জয় দত্ত কেমন যেনো আহ অ্যাহ সাউন্ড করে মুখ দিয়ে!
এইটা কেমন ধরনের কথা! না এই দৃশ্যের লজিক কোথায়? সঞ্জয় দত্ত যে অসুস্থ হয়ে গিয়েছিলো, আমার মনে হয় এইসব থার্ডক্লাস স্ক্রিপ্টের ফোর্থক্লাস ফিল্মে শ্যুটিংয়ের জন্য অসুস্থ হয়ে গিয়েছিলো! এই লোকটা KGF C2 তে কি তান্ডবটাই না চালালো আর তাকে অত্যন্ত বাজেভাবে প্রেজেন্ট করা হলো এই ফিল্মে!
________________Shamshera_______________
_______________স্পয়লার এলার্ট______________
একচুয়ালি এই ফিল্মের কোনো কাহিনীই নাই। শামশেরা হচ্ছে দাঁড়িওয়ালা রনবীর আর তার ছেলে বালি হচ্ছে দাঁড়িতে স্টাইল করা রনবীর। কিন্তু ফিল্মের নাম কি জন্য শামশেরা রাখলো তাই বুঝলাম না! যা করার, সঞ্জয় দত্তকে মারার সব তো বালি (দাঁড়িতে স্টাইল করা রনবীর) ই করে!
তো বালি’র এন্ট্রি, BGM সব ছিলো ফালতু – The Cringe। সে যখনই স্ক্রিনের সামনে আসছিলো তখনই ❝বা……….লি, বা……….লি❞ করে জোরে জোরে কে যেনো চিল্লাচ্ছিলো! আর মূলত এই ফিল্মে সে ছিলো একজন আয়রন ম্যান। কারণ এতো মার খাচ্ছিলো + মার দিচ্ছিলো কিন্তু উনার কিছুই হচ্ছিলো না!
আর ভানী কাপুরের কথা কি বলবো! আইটেম গানে নাচানাচি করা আর রনবীরের সাথে চুম্বনদৃশ্যে অভিনয় ব্যাতীত আদোও তার কোনো রোল ছিলো বলে মনে হয় নাই!
__________________________________________
পুরো ফিল্মটাই ছিলো একটা টাইম ওয়েস্ট! স্ক্রিপ্টেড ক্রিঞ্জ কি করে হয় এটাই বুঝি না! এত্তো বোরিং এত্তো ফালতু ফিল্ম বোধহয় ২০২২ এ এর আগে আর দেখি নাই আমি!
খুব সম্ভবত ইয়াশ রাজ ফিল্মসের ৫০ বছরের ক্যারিয়ারে সবথেকে বাজে সিনেমা এটাই! ফালতু স্ক্রিপ্টের রেকর্ড করা হলে এই সিনেমা সেই রেকর্ড ভাঙবে গ্যারান্টেড!
একটা জিনিস এখন ক্লিয়ার! এখন আর ট্রেইলার দেখে এক্সাইটেড হওয়া যাবে না! কারণ ফিল্ম মেকার্সরা নতুন ট্রিক্সস অবলম্বন করছে ইদানীং! তারা যাচ্ছেতাই মুভি বানিয়ে একেকটা ফিল্মের ট্রেইলার বানাচ্ছে টপনচ! পরে পাবলিক এসব ট্রেইলার দেখে মুভি দেখার পর ঠিকই হতাশ হচ্ছে!
এখন আমি আপকামিং ❝Brahmastra, Pathan, Tiger 3❞ এগুলো নিয়েও চিন্তায় আছি যে না জানি এগুলোও আবার টপনচ ট্রেইলার বানিয়ে ফিল্ম ক্রিঞ্জ বানিয়ে ফেলায় নাকি!
__________________________________________
কেউ না দেখলে দেখার দরকার নাই, বাদ দেন!
রেটিং : ০০/১০
মুভি দেখতে চায়লে আমাদের মুভি সাইটে ভিজিট করুুন।
INFORMATION
DOWNLOAD LINK BELOW
🔔 গুরুত্বপূর্ণ ঘোষণা
আমাদের পুরাতন ওয়েবসাইট old.cinebaz.site এখন আর সক্রিয় নয় এবং সেখানে নতুন কোনো কনটেন্ট আপলোড করা হয় না। সবশেষ আপডেট এবং নতুন কনটেন্টের জন্য ভিজিট করুন আমাদের নতুন ওয়েবসাইট: mlsbd.news ✅
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: leodaudbd@gmail.comWe will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content