Sita Ramam Movie Review Download | হিন্দি মুভি বাংলা রিভিউ ডাউনলোড 2022
🎞️ Sita Ramam {2022}
Cast- Dulquer Salmaan,Mrunal Thakur,Rashmika
Director -Hanu Raghavapudi
Language – Telegu (Bsub) /Hindi Cleaned
IMDb-8.2/10
My Rating- 🖤/10
⚠️No Spoiler⚠️
কিছু মুভি থাকে যেগুলি খুব ভালো হয়। আর কিছু থাকে ভালোর থেকেও ভালো। এটা সে রকমই একটা ছবি। আহা এতো সুন্দর রোমান্টিক মুভি দেখি না অনেক দিন। এই মুভিটা আমার প্রিয় মুভিগুলোর লিস্টের উপরেই থাকবে। আমি মুভি সম্পর্কে খুব বেশি ধারণা রাখি না। তাই মাস্টারপিস বা না দেখলে জীবন বৃথা এইসব বলতে চাই না। কিন্তু,হ্যাঁ সম্প্রতি এটা দারুণ কাজ তা বলতেই হবে। মালায়ালাম প্রিন্স দুলকার সালমান 🖤
আমার মালায়ালাম এর সবচেয়ে প্রিয় নায়ক উনি। তার প্রায় সবগুলো মুভি দেখার চেষ্টা করি আমি। তিনি ইদানিং দারুণ সব কাজ করে যাচ্ছেন। প্রায় সব ইন্ড্রাস্টি দাপিয়ে বেড়াচ্ছেন 💥
এই মুভিটা তেলেগু ইন্ড্রাস্টির। এই ইন্ড্রাস্টির জন্য তিনি আউটসাইডার। তবে বলে না যে কন্টেন্ট ইজ দ্যা কিং 🥰
ছবি যদি ভালো হয় তাহলে দর্শক তা দেখবেই। তাই তো সমালোচকদের পাশাপাশি পাব্লিক রিভিউ ও দারুণ এই মুভির।
সেই জন্যই বক্সঅফিস এ এই ছবি বক্লবাস্টার 💥।
এই মুভি নিয়ে যতটা এক্সপেকটেশন ছিলো তার চেয়ে বেশি পেয়েছি বলতে হবে। গল্প,অভিনয়,বিজিএম,সিনেমাগ্রাফি সব কিছুই দারুণ। সব চেয়ে ভালো লেগেছে সালমান আর ম্রুনাল ঠাকুর এর কেমিস্ট্রি। 🥰
মুভিটা রোমান্টিক হলেও এটার কাহিনী খুব সুন্দর ভাবে এগিয়েছে। আর কিছু সময় পর পর ছোট ছোট টুইস্ট আপনার আগ্রহ বহু গুণে বাড়িয়ে দিবে। ১৯৬৫ সালের কাহিনী নিয়ে তৈরি মুভিটা ১৯৬৫ আর ১৯৮৫ তে ফোকাস দিয়েছে। একটা চিঠি আহা ২০ বছর ধরে গন্তব্যের অপেক্ষায়
এই চিঠি পোছানো নিয়েই মুভি শুরু।চিঠি পৌছে দেওয়ার কাজটা রাশ্মিকার। প্রেম যে বাধা মানে না তা এই মুভিতে আবার দেখিয়ে দিয়েছে খুব সুন্দর করে। এ যেন এক ক্লাসিক প্রেমের ক্লাসিক মুভি। দেশ প্রেম আর পাকিস্তান এই বিষয় গুলি মুভিতে থাকলেও অন্যসব বলিউড বা অন্যকিছু মুভির মতো টিপিক্যাল ভারত-পাকিস্তান যুদ্ধ দেখায় নি। এই বিষয় টা ভাল্লাগছে
দেশপ্রেম আর ভালোবাসার সংমিশ্রণে এক দারুণ নির্মাণ
🎞️সিতা রাম
নায়ক তো লেফটেন্যান্ট তো নায়িকা কে? আর কি কি বাধা আসে তাদের প্রেমে,দিন শেষে কি তারা এক হতে পারবে?
জানতে হলে দেখে ফেলুন সাধারনের মধ্যে অসাধারণ এই মুভিটি।
⚠️(বি.দ্র.-আমি রিভিউ দিতে পারিনা ভালো করে। শুধু নিজের ভালো লাগাটা প্রকাশ করার ক্ষুদ্র চেষ্টা। ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)
মুভিটা দেশিও ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাই শুধু শুধু লিংক চেয়ে সময় নষ্ট করবেন না।
ধন্যবাদ
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content