Mohanagar (মহানগর) Webseries Bangla Review Download
𝐴𝑛 𝐴𝑚𝑎𝑧𝑖𝑛𝑔 𝑠𝑡𝑜𝑟𝑦 𝑜𝑓 𝑀𝑜ℎ𝑎𝑛𝑜𝑔𝑜𝑟
প্রথমেই বলা ভালো দেশের মানুষ হয়েও আমরা সবাই এখন অন্য দেশের মুভি,সিরিজ,গানের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। এই দোষ কি শুধু আমাদের নাকি আরো কারো আছে তা আমার জানা নেই। অন্যান্য দেশে যখন মুভি, সিরিজ নিয়ে এগিয়ে যাচ্ছে তখন আমরা তাদের প্রশংসায় পঞ্চমুখ করে এগিয়ে রাখছি। নিজের দেশের অবস্থা দেখেও কষ্ট হয় অবশ্য আগেও কতটুকু ভালো ছিলো? শোনলাম এ বছর এখনো কোনো ছবি হিটের দেখা পায় নি..কতটুকু সত্য তা জানা নেই। দেশে কি লেখকের অভাব নাকি বইয়ের অভাব? নাকি ভালো নিমার্তার অভাব?
মানে এতো কিছু বলছি শুধু এই সিরিজ দেখে মানে কি সিরিজ বানানো হয়েছে তাও বাংলাদেশের লেখক আর বাংলাদেশের অভিনেতা আর অভিনেত্রী নিয়ে অসাধারণ।
মনে হচ্ছে অনেকদিন পর নিজের দেশের কোনো ভালো জিনিস দেখছি যা আমাকে আমার জায়গা থেকে উঠতে বারণ করছে। শেষ একটা মালায়াম ছবি দেখছিলাম Helen সেটাতে ও একই অবস্থা। সিরিজ শেষ করার পর বার বার চিন্তা করতে বাধ্য হচ্ছিলাম এতো সুন্দর সিরিজ কি আসলেই দেশের নিমার্তাই তৈরি করেছে? ঘাটাঘাটি করার পর তো আরো অবাক হয়ে গেলাম। লেখক আমাদের দেশের আসফাক নিপুন ভাই। বাহ চমৎকার এতো সুন্দর গোছানো করে লেখা হয়েছে। অনুপম জিনিসটা মুভি বা সিরিজের এর প্রধান জিনিস সেটা না থাকাটা মাটি বিহীন গাছ লাগানো একই কথা। বর্তমানে আমার লিস্টে ২ টা ইন্ডাস্ট্রিকে আমি টপে রাখি ভারতের সাউথ ইন্ডাস্ট্রি আর কোরিয়ান ইন্ডাস্ট্রি। কিন্তু একথা আমি স্বীকার করছি যে আমরাও কম নই। শুধু সঠিক লেখক আর নির্মাতা থাকলেই কাজটা সারা যাবে। এই দুই ইন্ডাস্ট্রির যখনই কোনো সিনেমা বা সিরিজ দেখেই তখনই মনে হয় এক অদৃশ্য আঠা আমার চেয়ারের পেছনে লাগানো যা আমাকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে ঠিক একই অনুভূতি এই সিরিজের ক্ষেত্রে ও উপভোগ করেছি। ৩ ঘন্টা জেনো অনায়সে চলে গেছে। এতো সুন্দর করে ডায়লগ লেখা হয়েছে যে বলাবাহুল্য।
পুরো সিরিজ যেনো আমাকে অদৃশ্য এক শিকল দিয়ে বেঁধে রেখেছে শেষ করে উঠার জন্য।
এতো কিছুর মধ্যে ও কোনো অভিনেতা বা অভিনেত্রী একটু দুর্বল অভিনয় করে নি। বিশেষভাবে জাকিয়া বারি মম, শ্যামল মাওলা আর মোশারাফ করিম সাহেব অসাধারণ করেছেন। উনার ডায়লগ বলার ধরণটা খুবই অসাধারণ ছিলো। একই বলে যদি গল্প থাকে নসীবে তাহলে আপনি আপনি আসবে….
#হালকা_স্পয়লার
ব্যস্ততম শহরের একটা রাতে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেগুলো সমাধান করতে গিয়ে অফিসারের হাতে এক অব্যক্ত ঘটনা। অফিসার হারুন
কি পারবে? সবকিছুর সমাধানই এক রাতে দিতে???
📺 Tv series : Mohanogor
🌍Industry : Bangla
➡️Genre….. : Crime, Thriller
🚻Cast :Mostafizur Noor Imran,Mosharraf Karim,Khairul Basar,Nasir Uddin Khan,Shamol Mawla,Zakia Bari Momo,Shahed Ali
🔱 Imdb : 8.6
🙋♂️ personal Review : perfect
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content