ওটিটি প্লাটফর্ম- চরকি
‘খাঁচার ভিতর অচিন পাখি’
পলিটিক্যাল থ্রিলার 💥
রাজনীতি, সন্ত্রাস, বেঁচে থাকার সংগ্রাম, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধের মতো বিষয়ের মিশেল ঘটিয়ে টুইস্টে ঘেরা চলচিত্রের নাম ‘খাঁচার ভেতর অচিন পাখি’। ফজলুর রহমান বাবু, তমা মির্জা, ইন্তেখাব দিনার, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার মতো একঝাঁক গুণী অভিনয়শিল্পী অভিনয় করেছেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে।
অসাধারণ স্ক্রিপ্ট, দারুণ অভিনয় মিলিয়ে যেনো কম্পিলিট প্যাকেজ। বর্তমান পেক্ষাপটের সাথে মিলিয়ে গল্পের যে কাহিনী নির্মাণ করা হয়েছে তা যেকোন দর্শকের ভালো লাগবে। গল্পে মানিকগঞ্জ দশ আসন (কাল্পনিক) এমপি ফিরোজ খান গুম হয়ে যাওয়া সরকারদলীয় নেতা আর পাখি নামের মেয়েটিও আপামর গার্মেন্টস কর্মীদের একজন। গ্রাম থেকে চাকরির ভাইবা দিতে এসে এক ফ্যাক্টরিতে আটকা পড়ে পাখি। সব কিছু গিয়ে মিলিত হয় এক পরিত্যাক্ত কারখানায়।
এরপর বিভিন্ন ঘটনার ঘনঘটা আর থ্রিল যে কোন দর্শককে ১ঘন্টা ৫২ মিনিট পর্দায় আটকে রাখবে। রংপুরের এক পুরাতন ফ্যাক্টরিতে সম্পুর্ণ শুটিং করা হয়েছে। গল্পের দৃশ্যায়ন, আবহ যেনো পুরো গল্পকে বাস্তবে রূপ দিয়েছে। বিশেষ করে সিনেমাটোগ্রাফী আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে অসম্ভব রকমের দক্ষতা দেখিয়েছেন পরিচালক। একই সাথে পুরোটা সময় ক্যামেরার কাজ মুগ্ধতা ছড়িয়েছে। সিনেমাটোগ্রাফার রাজিবুল ইসলামের কাজের প্রশংসা না করে উপায় নেই। কারখানাকে খুব বড় বলা হলেও ফিরোজ আর পাখিকে ঘুরে ফিরে এক জায়গায়, এক দরজায় বারবার আসতে দেখা গেছে। রাজিব তার ফ্রেমে ভিন্ন ভিন্ন ভাবে সেটুকুই আনতে চেষ্টা করেছেন। প্রতিটি দৃশ্য, সংলাপ, ব্যাকগ্রাউন্ড স্কোর, লালন ফকিরের গান, সব মিলিয়ে পলিটিক্যাল ড্রামা জনরার বাংলা একটি সফল মুভি এটি। পুরোপুরি উপভোগ্য এবং থ্রিলিং।
অভিনয় শিল্পীদের দক্ষ এবং নন্দিত অভিনয় সবকিছু মিলিয়ে এই সময়ে এসে থ্রিলার বা সাসপেন্স ঘরানার ওয়েবফিল্ম যেমন হওয়া দরকার ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে তার সবকিছুই আছে একেবারে ঠিকঠাক। মূল গল্প এবং তার সঠিক চিত্রায়ণ যে একটা ফিকশনকে সফল হবার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে তার অনন্য উদাহরণ ‘খাঁচার ভেতর অচিন পাখি’।
Note : This Movie Review Post ,I am Not Viloating Copyright any Law.
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content