GUTI (গুটি) Chorki Original Series | Badhan | Download 720P | 1080P | 480P HD
কয়েকমাস আগে নিউজের মাধ্যমে জানতে পেরেছিলাম, বাঁধনের চরিত্রের নাম সুলতানা, কিন্তু টিজারে বাঁধন পরিচয় দিচ্ছিলেন রেহানা বলে!
‘গুটি’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন আজমেরী হক বাঁধন। পরিচালক শঙ্খ দাসগুপ্ত। শুট হয়েছে চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে। এখন দেখার পালা বাঁধন দর্শকদের কতটুকু সন্তুষ্ট করতে পারেন।
আজমেরী হক বাঁধন অভিনীত ‘গুটি’র ট্রিজারে বাঁধনের চরিত্রটি বেশ রহস্যে ঘেরা মনে হলো। প্রথম ঝলকে অনুমান করা যায় শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ভিন্ন পট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের গল্পের কিছু অপেক্ষা করছে সিনেমাপ্রেমীদের জন্য।
তবে ট্রিজারে আজমেরী হক বাঁধনের ডায়লোগ কনফিউশান তৈরী করেছে। ‘পা*য় মাল ঢুকাইয়া ঢাকা-চিটাগং কয়েক বার যাওয়া আসা করো তাহলে বুঝবা রেহানার কি দরকার ছিলো?’ কিছুদিন আগে বেশ কয়েকটা নিউজে পড়েছিলাম গুটিতে সুলতানা নামের এক ড্রাগ ডিলারের চরিত্রে অভিনয় করছে বাঁধন। তাহলে রেহানা কে? বাঁধন ই কি তাহলে রেহানার চরিত্র করতেছে?
গুটিকয়েক সুখের খোঁজে মানুষ কত কি-ই না করে। যার কারণে সুখের মোহে অন্ধ এই মানুষগুলোর গল্পও হয়ে উঠে বৈচিত্র্যপূর্ণ। কিন্তু বেদনার কালো ছায়ার হাত থেকে রেহাই মেলা কি এতই সহজ? হয়তো না।
তাইতো বিক্ষত দেহে লুটিয়ে পড়ে থাকা বাঁধনের মুখে এ কথা, ‘নিজের পা** মাল ঢুকাইয়া কয়েকমাস ঢাকা চিটাগং করো। তখন বুঝবা রেহানার কি দরকার আছিল।’
আজমেরী হক বাঁধন বরাবরই দারুণ কিছু নিয়ে হাজির হয় আমাদের সামনে। তবে পরিচালনায় শঙ্খ দাশগুপ্ত-র ‘গুটি’-র খেলায় সামিল হয়ে এবার বাঁধন কি নিয়ে হাজির হচ্ছে তা ধারণা করা বেশ শক্তই মনে হচ্ছে!
যাইহোক, এবার শুধু অপেক্ষা ‘গুটি’-র এ খেলার রহস্য উন্মোচনের।
এছাড়া গুমোট ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা রহস্যের সৃষ্টি করেছে। এখন শুধু অপেক্ষার পালা।
রেহেনা মরিয়ম নূরের পর আবারও লীড ক্যারেক্টর নিয়ে হাজির হচ্ছেন আজমেরী হক বাঁধন ওরফে সুলতানা। আমাদের দেশে নারী প্রধাণ চরিত্র যে মানুষের মনকে তেমন একটা নাড়া দিতে পারেনা সেটা কমবেশি সকলেই জানে। তবে গুটির টিজার কিন্তু অন্যরকম আভাস দিচ্ছে।
গুটি, সাহেবি ভাষায় যাকে বলে মাদক। বিভিন্ন কায়দায় মাদক পাচারের কাহিনি আমরা সংবাদপত্রে, টিভির পর্দায় দেখে থাকি। সেই মাদক পাচারকারীর চরিত্রেই অভিনয় করছেন বাঁধন যেখানে তাকে পায়ুপথের ভেতরে করে মাদক পাচারের কাজটি করতে হয়। কি লোহমর্ষক ব্যাপার। শুনলেই গায়ের রোম দাঁড়িয়ে যায়। বাংলাদেশে না জানি কত মানুষ এই বিপজ্জনক কাজের সাথে জড়িত। আর সেই কাজের গল্প নিয়েই তৈরি হয়েছে চরকি অরিজিনাল সিরিজ গুটি।
চরকির পেজে মুক্তি পেয়েছে গুটির অফিসিয়াল টিজার। সেখানে দেখা যাচ্ছে কোনো এক বিপদে পড়েছে সুলতানা।কিন্তু কি সেই বিপদ? টিজারের ৫২ সেকেন্ডেই বলে দিচ্ছে নিজের সবটুকু দিয়ে অভিনয় করেছেন বাঁধন। তার লুক, তার এক্সপ্রেশন অধীর করে তুলছে পুরো গল্পের সাক্ষী হতে। বাঁধনের পাশাপাশি নাসিরউদ্দিনের খানকেও দেখা গেছে এই টিজারে। আশা করি পরিচালক শঙখ দাশগুপ্তের হাত ধরে গুটি গুটি পায়ে দুর্দান্ত কিছু আসতে চলেছে আমাদের জন্য।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content
Disclaimer:MLSBD does not host any files on it’s servers. All files or contents hosted on third party websites. MoviekhorBD does not accept responsibility for contents hosted on third party websites. MoviekhorBD just index those links which are already available in internet.