Payer Chap Bangla Full Movie HDRip– 480P | 720P | 1080P – x264 – 500MB | 1.6GB | 2.6GB – Download & Watch Online
Movie Name :Payer Chaap
Review :গত ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে নতুন একটা সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটার নাম “পায়ের ছাপ”। নারীকেন্দ্রিক এই সিনেমার ওই বাস্তবধর্মী গল্পটা বেশ ভালোভাবেই আমার স্মৃতির মাঝে গেঁথে গেছে। আর নির্মাতা সাইফুল ইসলাম মাননুও তার এই সিনেমার গল্পটা বেশ ভালোভাবেই দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছেন। এই গল্পনির্ভর সিনেমার গল্পের কেন্দ্রবিন্দুতে যে অভিনয়শিল্পীদেরকে অভিনয় করতে দেখা গেছে তাদের প্রত্যেকের অভিনয়ই আমার কাছে বেশ ভালো লেগেছে। “পায়ের ছাপ” নামের এই সিনেমাটাতে জনপ্রিয় কিংবা পরিচিত অভিনয়শিল্পীর সংখ্যাটা তুলনামূলক কম হলেও এই সিনেমার সকল অভিনয়শিল্পীই অভিনয় দিয়ে তাদের সিনেমার গল্পের সৌন্দর্যটাকে আরো বহুগুণে বাড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন যেটা তাদের অভিনয় দেখে খুব ভালোভাবেই বোঝা গেছে।
বাস্তবধর্মী গল্প কিংবা অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের পাশাপাশি “পায়ের ছাপ” সিনেমার চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও আমার কাছে বেশ ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে এবছরের শেষপ্রান্তে এসে আবারও গল্পনির্ভর একটা সিনেমাই আমার চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠলো।
আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করতে গিয়েই কখনো কখনো নারীদের নানান রকমের প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আর যে সমস্ত নারী ওই প্রতিকূলতা আর প্রতিবন্ধকতাগুলোকে পরাজিত করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাদের জীবনের গল্পগুলোই একটা সময় রঙিন হয়ে ওঠে। তবে কিছু কিছু মানুষের রঙিন জীবনের রঙিন গল্পগুলোর মাঝেই এমন কিছু অতীত রয়ে যায় যে অতীতগুলোকে হয়তো চাইলেও স্মৃতি থেকে মুছে ফেলাটা ওই মানুষগুলোর পক্ষে আর কখনোই সম্ভব হয়ে ওঠে না।
মূলত একজন নারীর জীবন সংগ্রাম আর তার জীবনের মাঝে রয়ে যাওয়া কোনো একটা গল্পই “পায়ের ছাপ” নামের ওই সিনেমাটার মাঝে তাদের পরিপূর্ণতাটা খুঁজে পেয়েছে। চাইলে আপনারাও ওই গল্পটা দেখে ফেলতে পারেন। সাইফুল ইসলাম মাননু পরিচালিত সিনেমা “পায়ের ছাপ” কিন্তু এখন আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহেই দেখা যাচ্ছে।
প্রথম সিনেমায় দক্ষতার ছাপ রাখলেন মেঘলা মুক্তা।
‘পায়ের ছাপ’ সিনেমাটি মুক্তা সফলতার সাথে টেনে নিয়ে গেছেন।
সম্প্রতি নারীর ক্ষমতায়ন তথা নারী শিক্ষা, জীবনযাত্রা, পেশা, মূল্যবোধ ও নারী উন্নয়নে প্রতিবন্ধকতা শীর্ষক চিত্র অঙ্কন করেছেন সাইফুল ইসলাম মান্নু। যার নাম দিয়েছেন ‘পায়ের ছাপ’। সিনেমায় এক সংগ্রামী ও সফল নারীর গল্প বলেছেন নির্মাতা। ‘পায়ের ছাপ’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটেছে মেঘলা মুক্তার। এরপূর্বে মুক্তা তেলেগু সিনেমায় অভিনয় করেছেন।
‘পায়ের ছাপ’র ট্রেলারেই মেঘলা মুক্তার নানা এক্সপ্রেশন দেখে ভালো লেগেছিলো। সিনেমা দেখে সত্যিই মেঘলা মুক্তা’র অভিনয়ে মুগ্ধ হতে হয়েছে। নতুন নায়িকার প্রথম সিনেমা তাই কেমন কি করবেন সেটি নিয়ে কিছুটা দ্বিধা থাকেই। কিন্তু মেঘলা মুক্তা উত্তীর্ণ হয়েছেন।
কেন্দ্রীয় চরিত্রটি একজন সংগ্রামশীল নারী। যিনি সমাজের নানা প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়েছেন। সফল হয়েছেন, নিজের লক্ষ্য অর্জণ করেছেন। সমাজকে দেখিয়ে দিয়েছেন নারীরাও পারে নিজের স্বপ্ন জয় করতে। মেঘলা মুক্তা এমন একজন সংগ্রামশীল নারী হয়ে উঠেছে সিনেমায়। নিজের এক্সপ্রেশন, সংলাপ ডেলিভারি গল্পের যেখানে যেমন প্রয়োজন হয়েছে সেভাবেই দিয়ে গেছেন। বলতে হয় ঢালিউডে নিজের প্রথম সিনেমায় সফল ভাবে নিজের ‘পায়ের ছাপ’ রাখলেন।
কেন সব বয়সী দর্শকের ‘পায়ের ছাপ’ সিনেমাটি দেখা উচিত?
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় যদি বলি……….
“বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী,
অর্ধেক তার নর।”
সভ্যতা, সমাজ, সংস্কৃতি ও উন্নয়নে নারীর অবদান স্বীকার না করে উপায় নেই। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ঠেলে আর যাই হোক পরিবার, সমাজ ও দেশের অগ্রগতি সম্ভব নয়।
‘পয়ের ছাপ’ ছবির গল্পে এই বিষয়টাই উঠে আসে খুব সুন্দরভাবে। আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে ছবিটির মাধ্যমে। এটা প্রতিটা নারীর জন্য অনুপ্রেরণার গল্প হতে পারে। পাশাপাশি পুরষদেরও এই ছবি হতে অনেক জানার ও শেখার রয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম সবসময় পরিচ্ছন্ন গল্পে ছবি নির্মাণ করে থাকে। আমার কাছে ছবির গল্পটি দারুণ মনে হয়েছে। একদম সময়োপযোগী গল্প।
নারী প্রধাণ গল্পের ছবিটাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত মেঘলা মুক্তা৷ এই অভিনেত্রীর ছবিতে কাজ করার প্রথম অভিজ্ঞতার শুরু হয় তেলেগু ইন্ডাস্ট্রিতে। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ‘পায়ের ছাপ’ -এর মাধ্যমে অভিষেক হলেন। যেখানে তিনি মায়া চরিত্রে অভিনয় করেন।
মেঘলা মুক্তার ভাষ্য, “আমাদের সমাজে একজন নারীকে স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্প। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষশাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প ওঠে এসেছে ‘পায়ের ছাপ’ ছবিতে।”
একজন নারীর শূন্য থেকে শিখরে যাওয়ার অসাধারণ এক গল্প। একজন নারীর এই পথচলার মাঝে নানান বাঁধা বিপত্তি যেমন রয়েছে, তেমনি অনেক অপমান অপবাদও শুনতে হয়। তবে সব কিছুকে জয় করে যে নারী সামনে ধাবমান হতে পারেন তিনিই দিনশেষে বিজয়ী। তিনিই বীরাঙ্গনা। তিনিই জয়ের মালা গলায় পরতে পারেন৷ দিনশেষে একজন পুরুষ সেই বীরাঙ্গনাকেই স্যালুট দেন। এটাই এই সিনেমার বিশেষত্ব। পার্সোনালি পরিচালককে সাদুবাদ দিতে চাই এমন অসাধারণ কন্সেপ্ট নিয়ে ছবি বানানোর জন্য।
আমার মনে হয়, ‘পয়ের ছাপ’ সকল বয়সী নারীদের দেখা উচিত। সাথে পুরষদেরও এই ছবির গুরুত্ব রয়েছে। তারাও শিখবেন কিভাবে নারীদের সম্মান দিতে হয়, কিভাবে নারীদের সাথে নিয়ে এগিয়ে যেতে হয়।
‘পায়ের ছাপ’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এই সিনেমার দুটি গানে কণ্ঠ দেন ঝিলিক।
এতে মেঘলা মুক্তা ছাড়া আরো অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া প্রমুখ।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content