আপনার ই-কমার্স বিজনেস এর জন্য হোক বা ব্লগিং সাইট এর জন্য হোক। সুন্দর একটি ডোমেইন নাম অনেক বড় ভূমিকা রাখে।
ডোমেইন নাম নির্বাচন করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেনঃ
-
প্রথমত হুটহাট করে, ডোমেইন নাম রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকুন।
-
ডোমেইন নাম ছোট করার চেষ্টা করুন।
-
আপনার বিজনেস বা ব্লগিং নিশের সাথে মিল রেখে, ডোমেইন নাম নির্ধারণ করতে পারেন।
-
ডোমেইন নামে জটিল শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
-
ডোমেইন নামের সাথে সংখ্যা বা হাইফেন ব্যবহার না করাই ভালো হবে।
-
ডোমেইন নামের বানান ঠিক রাখুন।
-
ডোমেইন নাম উচ্চারণ করতে যেন সহজ ও শ্রুতিমধুর হয়। সেদিকে খেয়াল রাখুন।
সতর্কতাঃ
ডোমেইন নাম সিলেক্ট করার ক্ষেত্রে, ডট কম এক্সটেনশন টার্গেট করুন। ডট কম এক্সটেনশনের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা সব থেকে বেশি। সব ধরনের ওয়েবসাইট এর জন্যই ডট কম এক্সটেনশন ব্যাবহার করা হয়।
কিছু জনপ্রিয় ডোমেইন এক্সটেনশনের ব্যবহারঃ
-
ইন্টারনেট/নেটওয়ার্ক রিলেটেড বিজনেস বা ব্লগিং ওয়েবসাইটের জন্য ডট নেট এক্সটেনশন ব্যাবহার করতে পারেন।
-
ইনফর্মেশন রিলেটেড তথ্যের ওয়েবসাইটের জন্য ডট ইনফো এক্সটেনশন ব্যাবহার করতে পারেন।
-
নন প্রফিট সংগঠনের ওয়েবসাইটের জন্য ডট ওআরজি এক্সটেনশন ব্যাবহার করতে পারেন।
-
পার্সোনাল ওয়েবসাইট এর জন্য ডট ইনফো বা ডট মি এক্সটেনশন ব্যাবহার করতে পারেন।
জনপ্রিয় কয়েকটি এক্সটেনশনের এক্টিভ ডোমেইন সংখ্যাঃ
-
.NET ১৯+ মিলিয়ন
-
.ORG ১৪+ মিলিয়ন
-
.XYZ 9+ মিলিয়ন
-
.INFO ৭+ মিলিয়ন
-
.BIZ ৩+ মিলিয়ন
-
.CO ৩+ মিলিয়ন
-
.DE ২২+ মিলিয়ন
-
.UK ১৮+ মিলিয়ন
-
.FR ৫+ মিলিয়ন
-
.CN ২৪+ মিলিয়ন
.COM এক্সটেনশনের ভালো কী-ওয়ার্ড এর ডোমেইনগুলো আজ থেকে বিশ বা পঁচিশ বছর আগে রেজিস্ট্রেশন হয়ে বসে আছে। তখন হয়তো আমাদের অনেকের জন্ম হয় নাই বা আমরা অনেকেই ইন্টারনেট ও ডোমেইন সম্পর্কে তেমন কিছুই বুঝি না।
নোটঃ সত্যি বলতে, আমরা বাঙালিরা এই সেক্টরে অনেক পিছিয়ে। বর্তমান সময়ে ভালো একটি কীওয়ার্ড এর ডোমেইন কিনার জন্য যথেষ্ট বাজেট থাকতে হবে।
ডোমেইন বেচা-কেনার কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেসঃ
কয়েকটি জনপ্রিয় ডোমেইন নিলাম মার্কেটঃ Drop catch, Dynadot ও Godaddy Auction
মার্কেটপ্লেসগুলো থেকে ডোমেইন কেনার জন্য কোন ডোমেইন এক্সপার্ট এর হেল্প নিতে পারেন।
আর্টিকেলটি স্পন্সর করেছে, ExonHost কোম্পানি। কোম্পানিটি দেশ ও দেশের বাহিরের মার্কেটে বেশ সুনামের সাথে ডোমেইন-হোস্টিং সার্ভিস প্রোভাইড করছে। কোম্পানিটির সার্ভিস কোয়ালিটি বেশ ভাল এবং 24 ঘণ্টা কাস্টমার সাপোর্ট পাবেন।
আশা করছি, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content