Chorki Original Web Film “শুক্লপক্ষ”
Releasing on 4th August, 2022.
Produced By Redoan Rony
Story & Direction: Vicky Zahed
Director of Photography Bidrohi Dipon
Script: Nazim Ud Doula & Vicky Zahed
Starring
Khairul Basar
Ziaul Roshan
Sunerah Binte Kamal
Faruque Ahmed
Sharif Siraj
Abdullah Al Sentu
শুক্লপক্ষ (2022)চরকি অরিজিনাল ফিল্ম ডাউনলোড /Shuklopokkho (2022) Bengali Chorki Movie Download -720P| 480P | 1080P Watch Online
Vicky Zahed এর শুক্লপক্ষ আসিতেছে ৪ আগষ্ট ২০২২
রহস্যের উন্মোচন হবে খুব শীঘ্রই!
৪ আগস্ট আসছে Chorki Original Film “শুক্লপক্ষ” পরিচালনায় Vicky Zahed
#chorki #filmfunfoorti #originalfilm #Shuklopokkho
হুমায়ূন, বিদেশ থেকে মফস্বলে আসা এক আগন্তক।
হুমায়ূন ( জিয়াউল রোশান)
লাবনী, ছটফটে বুদ্ধিমতী ইউনিভার্সিটি স্টুডেন্ট।
লাবনী ( সুনেরাহ বিনতে কামাল)
মঞ্জু, বেস্ট ফ্রেন্ডের প্রেমে হাবুডুবু খাওয়া ইমোশনাল তরুণ।
মঞ্জু ( খায়রুল বাসার)
মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জাহেদ এর নির্মাণে চরকির অরিজিনাল ফিল্ম শুল্কপক্ষ আসছে আগামী ১১ আগস্ট চরকি’তে।
অভিনয় – রোশান, খাইরুল বাসার, সুনেরাহ বিনতে কামাল সহ অনেক।
আলোচনা’র বিষয় : ‘শুক্লপক্ষ’ । (স্পয়লার সতর্ক)
–
প্রথমেই গল্পের কিছুটা ধারণা দিয়ে শুরু করা যাক । গল্পটি’র মোটিভ সিরিয়াল কিলিং । একটি ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে একের পর এক মেয়ে নিখোঁজ হয়ে যায় ! কিন্তু কেন ? পুলিশী তদন্ত চলমান থাকা সত্ত্বেও কেন পুলিশ কোনো আলামত খুঁজে বের করতে পারছেনা ? অন্য দিকে এলাকার প্রভাবশালী লোক ইদ্রিস আলী । তার ভাতিজা হুমায়ুন । ব্যায়বহুল গাড়ি নিয়ে ভার্সিটি’র ক্যাম্পাসে ঘোরাঘুরি আর মেয়েদের সঙ্গে মেলামেশা-ই যার কাজ । যাকে কিনা আবার সন্দেহের চোখে দেখে মঞ্জু । লাবনী হোসাইন, যার গানের গলার সুর বেশ মধুর । কিন্তু কে এই মঞ্জু ? এই গল্পে লাবণী’র কি কাজ ? সব মিলিয়ে গল্পটি অতীত এবং বর্তমানকে ঘিরে বলা হয়েছে ।
প্রথমেই কথা বলবো গল্প, সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনা’র বিষয়ে :
এই গল্পটি লিখেছেন ভিকি জাহেদ, এবং চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা । গল্প ভালো হলেও চিত্রনাট্য ছিল আংশিক দূর্বল । চিত্রনাট্যে ফার্স্ট হাফ খুব একটা ভালো ছিল না বা স্টোরি বিল্ড আপ ও বলা যায় । সেকেন্ড হাফ থেকে গল্পের গতানুগতিক ধারা বজায় রেখে শেষ অবধি নিয়ে গেলেও, সেকেন্ড হাফে গল্পের প্রতিটি চরিত্র একটি চরিত্র ছাড়া অসম্পূর্ণ রেখে দেয়া হয়েছে । হয়তবা পরবর্তী অংশে অসম্পূর্ণ সব চরিত্র পূর্ণ করা হবে ।
এবার আসছি অভিনয় প্রসঙ্গে :
প্রথমেই শরীফ সিরাজ । যার অভিনীত কাজ আমার প্রথম দেখা হয়েছিল ”চরকি” অ্যাপে মুক্তিপ্রাপ্ত ‘ইউটিউমার’ । জ্যাকসন ভাই চরিত্রে তিনি ছিলেন অনবদ্য, অসাধারণ । তবে, যদি শুক্লপক্ষের পুলিশ পরিদর্শক কামরুল চরিত্রের কথা বলি তাহলে পরিচালক চাইলে আরো রাফ অ্যাক্ট তার ভেতর থেকে বের করে আনতে পারতেন । যদিও যতটুকু পারফর্ম করেছেন অ্যাভরেজ ।
মঞ্জু চরিত্রে খায়রুল বাশার ছিলেন গল্পের চরিত্র অনুসারে ঠিকঠাক ।
সুনেরাহ বিনতে কামাল, তিনি ও তার চরিত্রে ভালো করেছেন । বিশেষ করে শেষ দৃশ্যের অংশটুকুতে দারুন পারফরম্যান্স দিয়েছেন ।
হুমায়ুন চরিত্রে জিয়াউল রোশানের চরিত্রটি ঠিকঠাক বোঝা যায়নি, সেটি রোশান ভাইয়ের দোষ বলছিনা, যারা ইতিমধ্যে দেখেছেন তারা জানেন তার একটি রোগ আছে, যেটি পুরোপুরি ভাবে বিশ্লেষণ করা হয়নি । আগেই আপনাদের বলেছি একটি চরিত্র ছাড়া বাকি সব চরিত্র অসম্পূর্ণ রেখে দেয়া হয়েছে । যার মধ্যে হুমায়ূন চরিত্রটি অন্যতম ।
ফারুক আহমেদ, ভীষণ অভিজ্ঞ এবং দুর্দান্ত একজন অভিনেতা । ইদ্রিস আলী’র চরিত্রটির একটি অংশ আমার বেশ ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে, তা হলো প্রথম দিকে ক্যারেকটার ইন্ট্রোডাকশনের পর সোফায় বসে অদ্ভুত ভঙ্গিতে আম খাওয়ার দৃশ্যটি । অপর দিকে তার ভাগিনা বসা, যে কিনা সে দৃশ্যটি দেখে মনে মনে কিছুটা বিরক্ত অনুভব করে, সেটি তার মুখভঙ্গি দেখে বোঝা যায় ।
আবদুল্লাহ আল সেন্টু, কামাল চরিত্রে তিনি এক কথায় বেস্ট । ফার্স্ট টু লাস্ট, পুরো গল্প জুড়ে তিনিই যেন মূল ।
পুলিশ পরিদর্শক কামরুল চরিত্রের পাশাপাশি উপ – পুলিশ পরিদর্শক চরিত্রে অভিনয় করা ভাইটির নাম জানিনা, কিন্তু ওনাকে আমি আগে দেখেছি, তিনি টিকটকে বেশ জনপ্রিয়, সবসময় এক গানেই বেশিরভাগ নাচেন । আবদুল চরিত্রে মোটামোটি ।
এবার আসছি ক্যামেরার বিষয়ে :
ডি ও পি’র দায়িত্বে ছিলেন বিদ্রোহী দীপন । দাদা’র সিনেমাটোগ্রাফির হাত বেশ ভালো । ভিকি ভাইয়ের আগের কিছু কাজে ওনার জাদু দেখেছি । শুক্লপক্ষেও ভালো ছিল তবে আরো ভালো আশা করছিলাম । বিশেষ করে, প্রথম দিকের শট গুলো ভালো লাগেনি, হয়ত ফ্রি হ্যান্ড করা হয়েছিল ।
অন্যান্য টেকনিক্যাল অ্যাসপেক্টস্ :
পাবলিসিটি ডিজাইনের দায়িত্বে ছিলেন আমাদের পোস্টার বয় সাজ্জাদুল ইসলাম সায়েম । পোস্টারটি তামিল সিনেমা ‘ইমাইক্কা নোডিগাল’ এর পোস্টারের সাথে মিল থাকলেও পোস্টার কোয়ালিটি ভালো হয়েছে ।
আল আমিন ভাইয়ের শিল্প নির্দেশনা খুব ভালো লেগেছে । আশরাফুল আলম এর রং বিন্যাস অ্যাভরেজ । রুবামা ফাইরুজের প্রস্থেটিক ‘পেট কাটা শ’র মতোই দারুন । জাহিদ নীরবের আবহ সঙ্গীত ভালো । ভিজ্যুয়াল ইফেক্ট্’স ও সম্পাদনা করেছেন অর্ণব হাসনাত । কয়েকটি দিক ছাড়া গল্পের ফ্লো’র সাথে সম্পাদনা ঠিক রেখেছেন ।
এবার আসছি পরিচালনায়, পরিচালক চাইলে সবার থেকে আরো ভালো পারফরমেন্স বের করে আনতে পারতেন । তবে ওনাকে যেহেতু সবাই মি: টুইস্ট নামেই চেনে, তিনি ও বরাবরের মতো এই প্রজেক্টেও টুইস্টের কোনো কমতি রাখেননি । ক্লাইমেক্সে দুর্দান্ত করেছেন ।
এই দুইদিনে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশে প্রথম ভিকি জাহেদ-ই ”ভিকিভার্স” তৈরি করতে চলেছেন, তার জন্য শুভ কামনা । এবং আশা করছি, শুক্লপক্ষের পরবর্তী অংশে অসম্পূর্ণ সব চরিত্র পূর্ণ করা হবে । পাশাপাশি ‘পূনর্জন্ম ৩’ প্রজেক্টের অপেক্ষায় …
#Chorki
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content