শাকিব খানে কবি মুভি/সিনেমা আসছে | Shakib Khan Upcoming Movie KOBI Download Review Watch Online
____ বিগেস্ট ধামাকা____
সিনেমা- “কবি”
প্রযোজক- এসকে ফিল্মস।
শাকিব খানে কবি মুভি/সিনেমা আসছে | Shakib Khan Upcoming Movie KOBI Download Review Watch Online
পরিচালক – হাসিবুর রেজা কল্লোল।
গল্প- হাসিবুর রেজা কল্লোল।
কাস্ট- সুপারস্টার শাকিব খান।
চিত্রনাট্য-সংলাপ : আসাদ জামান।
সংলাপ পুনঃবিন্যাস, কবিতা এবং একটি গান লিখেছেন সাদাত হোসাইন।
শ্যুটিং হবে- কলকাতায়। (এই বছরেই)
এই প্রথম সিনেমা পর্দায় বাংলা সাহিত্যের “কবি” হয়ে আসছেন সুপারস্টার Shakib Khan ♥
“কবি”
শাকিব খাঁন ওনার দীর্ঘ ক্যারিয়ারে এসে এমন নামের সিনেমা পছন্দ করেছেন সেটার জন্য সাধুবাদ জানাই।
খুব করে চাওয়া ছিল তিনি যেন গল্প ও ভাল নির্মাতার দিকে নজর দেন। “কবি” নামটা শুনেই কেন জানি মনে হচ্ছে অন্য রকম একটা নাম যেখানে দারুণ গল্প আছে।
শুভ কামনা থাকলো।👍👌
সত্তার পরে কী আরেকটি মাস্টারপিস আসছে?সময়ই বলে দিবে।বহুল প্রত্যাশিত কবি সিনেমার পোষ্টারটা অর্থবহ ও ইউনিক কাজ মনে হচ্ছে।দ্রুত কাজ শুরু হোক।শুভকামনা কবির স্রষ্টা Hashibur Reza Kallol এবং কবির ‘কবি’ Shakib Khan.
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content