Lottery Chorki Shortflim Download HD
হালের গরু বিক্রি করে দাদা টিকিট কিনেছেন, পকেট করেছেন ফাঁকা,
আজকের পুরস্কার কিন্তু দাদাভাই ১ লক্ষ টাকা।
উঠাও দেখি বাচ্চা…
আরে মিল্যা গ্যাছেরে!! মিল্যা গ্যাছেরে!!
স্বপ্ন, নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তের প্রতি দিনকার এক সঙ্গী। কোনো এক অলৌকিক ক্ষমতা বলে হঠাৎ রূপকথার মত বদলে যাবে আমাদের জীবন, এমন বিশ্বাসে টিকে থাকা এই শ্রেণীর এক সময়কার বড় সম্বল লটারী। একবিংশ শতাব্দীর শুরুর দিককার সিনেমার অন্যতম একটি বিষয়বস্তু ছিল এই লটারী। কোনো একদিন রাস্তা দিয়ে হাটতে হাটতে কিনে ফেলা লটারীর টাকা জিতে নিঃস্ব মানুষটা রাতারাতি বনে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকার মালিক। যে কাল্পনিক বাস্তবতার মোহে তৈরি হয়েছিল বিশাল লটারী বাজার। প্রতিদিন বিক্রি হয়েছে নানা প্রতিষ্ঠানের লটারী। আমার এখনও মনে পড়ে, সেসময় বাবার কিনে আনা লটারীটা মিলেছে কিনা সেটা দেখার জন্যে প্রতি শুক্রবার পত্রিকার পাতা খুলে শত শত নাম্বারের মাঝে নিজেদের লটারীর নম্বরটা খোঁজার জন্যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছি আমি আর ভাইয়া।
হারিয়ে যাওয়া সেই সময়কেই যেন আবারও আমাদের সামনে মেলে ধরেছেন লাটারী’র পরিচালক কে এম কনক। আল-আমিন হাসান নির্ঝরের লিখা এ গল্পে অভিনয় করেছেন রেদওয়ান চৌধুরী শান্ত, এনায়েত হোসেন সামির, সামিয়া আক্তার বৃষ্টি, ইকবাল।
রতন এবং বল্টু, দুই পথশিশুর এ গল্পে সংলাপের ঝনঝনানিও কম নেই। তাইতো লাখো দর্শকের প্রশংসার পাশাপাশি জিতেছে দেশ বিদেশের নানা পুরষ্কার। ৪৪তম কলকাতা আন্তর্জাতিক কাল্ট চলচ্চিত্র উৎসবে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড, ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ‘ইয়াং ট্যালেন্ট’ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এবং ২০২০ সালে তারেক মাসুদ চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয় চরকির ‘লটারি’।
‘আজকাল এক লাখ টাকা কোন টাকা হইলো
….. …. … … …
এই টাকা থাকার চেয়ে তো না থাকা ভালো
এক সপ্তাহ ধইরা রাইতে ঘুমাইতে পারি না
আইজকা আরাম কইরা ঘুমামু’
দশ মিনিটের শর্টফিল্ম। সময়টা খুব সামান্য। মনে হতে পারে কি এমন দেখা যাবে এইটুকু সময়ে। হ্যাঁ মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না। তবে এখানে এই দশ মিনিটে যা তুলে ধরা হয়েছে, যে ম্যাসেজ দেয়া হয়েছে তাতে যেকোন দর্শক মুগ্ধ হতে বাধ্য।
বলছি পরিচালক কেএম কনক নির্মিত শর্টফিল্ম ‘লটারি’র কথা। গল্পটি মূলত স্টেশনে থাকা দুই ছিন্নমূল পথশিশুকে ঘিরে। পেশার কারণে যাদের পরিচয় ‘টোকাই’ হিসেবে। তারা দুজন খুব ভালো বন্ধু। তাদের কেনা একটি লটারির টিকিট মিলে যায়। এই টিকিটকে ঘিরে ঘটনার ঘনঘটা।
বন্ধুত্বের বিশ্বাস, সম্পর্কের টানাপোড়েন, আবেগ, অনুভূতি, হানাহানি, অতৃতি এবং সব শেষ কাঁধে কাঁধ মিলিয়ে চলা- এর মাঝে সমাজের কিছু মানুষের লোভ, আর কিছু বাস্তবতার চিত্র- সব কিছুর যেনো এক হয়ে ধরা দিয়েছে পর্দায়। এবং সব শেষ অসাধারণ উপলদ্ধি- জীবনে টাকাই সব সময় সুখের উৎস না। টাকার কারণেই অনেক সময় আমারা আমাদের সহজ জীবন জটিল করে তুলি।
আল-আমিন হাসান নির্ঝরের লিখা গল্পে দুই বন্ধুর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন শিশু শিল্পীরা। তাদের ডায়লোগ ডেলিভারি, ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে অভিনয় ছিল মনে ধরার মত।
কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছে অসংখ্য দেশি বিদেশি পুরুষ্কার। ১৪ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ‘ইয়াং ট্যালেন্ট’ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন, কলকাতা আন্তর্জাতিক কাল্ট চলচ্চিত্র উৎসবে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড, ২০২০ সালে তারেক মাসুদ চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রথম রানার-আপ সহ অসংখ্য অর্জন এই শর্টফিল্মের ঝুড়িতে। দুই বন্ধুর সাবলীল অভিনয় এবং বাস্তবমুখী গল্প যে কোন দর্শকের মন ছুঁয়ে যাবে বলা যায় নিঃসন্দেহে।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content