রাত জাগা ফুল (Raat Jaga Phool) Full Movie Review Download Raat Jaga phool(2021) Bengali WEB-DL -720P 1080P 480P 360P Download”
রাত জাগা ফুল” একজন সত্যিকারের চিন্তাশীল দার্শনিকের চিন্তার প্রতিচ্ছবি।
আমি হলাম সিনেমা পোকা।
বাংলা সিনেমা হলে গিয়ে দেখাটা একটা নেশা। ফিল্ম ভালোবাসি। মেকিং করাটা একটা স্বপ্ন। কিন্তু কখনো রিভিউ দেইনি। স্পয়লারও না। কিন্তু আজ বাধ্য হলাম। কিন্তু এই সিনেমার রিভিউ দেয়ার ভাষা আমার জানা নেই। কারন আমি তো আর মীর সাব্বির নই যে ” রাত জাগা ফুল” এর মতো করে হৃদয়ের দর্শনকে রূপ দিতে পারবো। তবুও কিছু লিখছি।
১। নামকরনঃ
প্রথমে নাম নিয়ে বলা যাক।
“রাত জাগা ফুল”
মেটাফোরিক নাম। মীর সাব্বির কি ভেবেছেন জানিনা। তবে আমার কাছে মনে হয় যে রাত জাগা ফুল” মানে হলো প্রকৃতির লুকিয়ে রাখা গোপন সৌন্দর্য আর সুবাস। সব ফুলই দিনে ফোটে। সৌন্দর্য ছড়ায়। কিন্তু হাসনা হেনা! একটা রাত জাগা ফুল। রাতের আধারে ফুটে সুবাস ছড়ায়, তৃপ্ত করে অন্তর। চোখের দর্শন এই ফুলের বৈশিষ্ট্য নয়। আপনার অন্তরকে রাতের আধারে গোপনে তৃপ্ত করে সে। আবার দিনের আলোয় নিজেকে লুকিয়ে ফেলে। কেনো এই নাম রাখা হলো শেষে বলছি।
সিনেমার ইনট্রোটা দেখে হলে সবার মাঝে আমি একা হাতে তালি দিয়েছি। মনে হলো ইনট্রো দেখেই সিনেমা দেখার টাকা উঠে গেছে। যখন হাতে তালি দিলাম সবাই তাকিয়েছে আমার দিকে। রইছ যেনো এক প্রকৃতির সন্তান। প্রকৃতির লুকিয়ে রাখা রহস্য সে জানে। কিন্তু কখনো সেটা প্রকাশ করেনা।
২। ক্লাইমেক্সঃ
এবার সবচেয়ে ইমপ্রেসিং করা বিষয়টা বলি,
সিনেমার মূল ক্লাইমেক্স শুরু হয় একটা খুনের ঘটনা নিয়ে। যে সংবাদ একটা কুকুর রইছকে দেয়। রইছ জানে কে খুন করেছে। কিন্তু শেষ পর্যন্ত সে সেটা কাউকে বলেনা। তদন্তকারী কর্মকর্তাকেও না। কারন এটা প্রকৃতির গোপন রহস্যের বিষয়। এই প্রতিশোধ প্রকৃতিই নিবে একসময়। এই রহস্য যদি রইছ বলে ফেলতো তাহলে এটা একটা সাধারণ সিনেমাই হতো। রইছ তা বলেনি। শেষে প্রকৃতিই এই খুনের প্রতিশোধ নিয়েছে। রইছও না। প্রকৃতি। এখানেই এই সিনেমার সবচেয়ে বড় সৌন্দর্য। যা আমাকে বিমোহিত করেছে। আর এখানেই রাত জাগা ফুল নামের সার্থকতা। রাত জাগা ফুলের সুবাসের মতোই প্রকৃতি ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেছে। গোপনে সুবাস ছড়িয়েছে সত্যের। এই সুবাস বা এই সত্য শুধু তারাই উপলব্ধি করবে যারা চিন্তাশীল। যারা প্রকৃতিকে ভালোবাসে। লুকায়িত সত্যের অনুসন্ধান করে হৃদয় থেকে।
৩। শহরঃ
শহরের সাথে লিংক আপটা শুরুতে আমাকে হতাশ করেছিলো। কিন্তু যখন দেখানো হলো শহরের চাকচিক্যময় পরিবেশে প্রকৃতির বাস নয়, এখানে প্রকৃতি প্রেম শুধুই লোক দেখানো আর এর পিছনে রয়েছে এক গাঢ় অন্ধকারের বসবাস তখন আমি নিজের অজান্তেই হাতে তালি দিয়েছি।
৪। গানঃ
সিনেমার গানগুলো অসাধারণ। প্রতিটি লাইন নিয়ে হাজার হাজার পৃষ্ঠার রিসার্চ করা সম্ভব। এর বেশি আর কিছু বলছিনা।
৫। শিল্প নির্দেশনা ও সিনেমাটোগ্রাফি ঃ
কি ছিলোনা এই সিনেমায়! বৃদ্ধা মা, চিড়িয়াখানার অসাড়তা, প্রেম, ক্ষুধা, গ্রামীন সংস্কৃতি, ঢেকি, বায়োস্কোপ, পিঠা, টিকটিকি, পিপড়া, সাপ, নদী, হরিণ, বাঘ সিংহ, পেচা, ফাইভ স্টার হোটেলের বিলাসীতা করা ধনীদের নির্বুদ্ধিতা, শহরের সো কলড মর্ডান ছেলেমেয়েদের অন্ধত্ব আর গ্রামের বাচ্চাদের ম্যাচিউরিটি, গ্রামীন রাজনীতি, বিয়ে, শশুড় বাড়ি, ১৯৭১ এর ভয়াবহতা, নদী, প্রকৃতির সাথে মানুষের বন্ধুত্ব, সুন্দরবনের পরিবেশ, লঞ্চের সবচেয়ে পিছনের জায়গা যেখানে যেতে সবাই ঘৃণা করে সেখানের দৃশ্য, ঢেউ, সমুদ্র , ছোট লঞ্চ, বড় লঞ্চ, মেলা…….. আর লিখতে পারছিনা 😐😐।
৬। অভিনেতা কুকুর ঃ
এই সিনেমার আরেক নায়ক সাদা কালো রঙের কুকুরটা। আহা। কি অপূর্ব ছিলো ওর অভিনয়। কিভাবে করলেন সাব্বির ভাই! কিভাবে সম্ভব কোন পশুকে দিয়ে এনিমেশন ছাড়া এত সুন্দর অভিনয় করানো!
৭। পরিচালনা ঃ
একজন পরিচালকই শুধু জানেন পরিচালনার পাশাপাশি অভিনয় করানো কতটা কষ্টকর। আর তিনি শুধু নিজেই পারফেক্ট অভিনয় করেননি, ছোট ছোট পশু পাখিদের দিয়েও পারফেক্ট অভিনয় করিয়েছেন। তাই আমি তাকে নিয়ে কিছু বললে সেটা আমার ধৃষ্টতা হবে। তবে এটাই বলবো আজ থেকে আমার প্রিয় পরিচালক “মীর সাব্বির”। তার পরবর্তী সিনেমা দেখার অপেক্ষায় থাকবো। এমন দার্শনিক পরিচালকের সিনেমা দেখতে এক যুগ অপেক্ষা করতেও রাজী।
৮। একটা ছোট্ট সমালোচনার ধৃষ্টতা (এই ধৃষ্টতা ভালোবেসে)ঃ
আমার মনে হয় রইছ চরিত্রের জন্য মীর সাব্বির ভাইয়ের ওজনটা একটু কমালে আরো পারফেক্ট লাগতো এই চরিত্রে তাকে।
৯। আমার একটা ছোট ইচ্ছাঃ
হলে বসে মেটাফোরিক সিম্বলগুলো যখন দেখছিলাম তখন ভাবছিলাম যে যদি সাব্বির ভাইয়ের পাশে বসে এই সিনেমার একটা শো দেখার সৌভাগ্য হতো নিজেকে ধন্য মনে করতাম। কারন আমি জানি এই সিনেমার প্রতিটি দৃশ্যের ভাজে আরো অনেক লুকায়িত রহস্য আছে। তার থেকে জেনে নিতে পারতাম। ❤️। কিন্তু এই নগন্য ভক্তের এই ইচ্ছা পূরণ হওয়ার নয় সেটাও আমি জানি।
১০। উপসংহার ঃ
উপরে যা বললাম তা যা ভাবছি তার হাজার ভাগের এক অংশ মাত্র। এই সিনেমা নিয়ে হাজার পাতা লিখলেও শেষ হবেনা। আমার অন্তর থেকে ভালোবাসা মীর সাব্বির ভাইয়ের প্রতি। অনুরোধ আরো অনেক সিনেমা দেখতে চাই আপনার।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content