যৌন রোগ: গ্রানুলোমা ইনগুইনালী
( GRANULOMA INGUINALE )
.
জননাঙ্গে এক ধরনের দীর্ঘস্থায়ী শস্যদানার ন্যায় অমসৃণ লালচে প্রদাহজনিত ক্ষত যৌন মিলনের কারনে সংক্রামিত হয় ।
.
ক্যালিম্যাটোব্যাকটেরিয়াম গ্রানুলোমাইটিস নামক গ্রাম নিগেটিভ ব্যাসিলাস এ রোগের জন্য দায়ী । সাধারণতঃ উষ্ণ অঞ্চলে এ রোগটি দেখা যায় না । নাতিশীতোষ্ণ অঞ্চলে এ রোগটি দেখা যায় । এ রোগের সুপ্তিকাল ১ থেকে ১২ সপ্তাহ । প্রথমে ক্ষতটি গো মাংসের ন্যায় লালচে এবং ব্যথাহীন । এরপর ক্ষতটি ধীরে ধীরে গোলাকার ছোট ছোট শস্য দানার ন্যায় হয়ে থাকে যা অনেকটা মখমলের গালিচার ন্যায় মনে হয় ।
.
পুরুষের এ রোগটি সাধারণতঃ লিঙ্গ , অন্ডকোষের থলে , কুচকী এবং উরুতে হয়ে থাকে । মহিলাদের যোনিদ্বার , যোনিপথ এবং জননাঙ্গের আশে পাশে এ রোগ হয়ে থাকে ।
.
সমকামীদের পায়ু এবং পাছায় এ রোগ দেখা যায় । অনেক সময় মহিলা পুরুষ উভয়ের মুখে এ রোগ দেখা দিতে পারে । লসিকাগ্রন্থির প্রদাহ দেখা যায় না । ক্ষতের সংস্পর্শে আসলে অন্যস্থানে প্রদাহ হতে পারে । ধীরে ধীরে ক্ষতের আকার বৃদ্ধি পেতে থাকে এবং সমস্ত জননাঙ্গে ছড়িয়ে পড়ে । ঘা শুকাতে সময় নেয় এবং স্থায়ী দাগ থেকে যায় । অন্য কোন জীবাণু দ্বারা এ রোগের ক্ষতটি আক্রান্ত হতে পারে এবং যথেষ্ট পরিমান কোষকলা ধ্বংস প্রাপ্ত হতে পারে । সময়মত চিকিৎসা না হলে , রক্ত শুন্যতা , হাড় জির জিরে অবস্থা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ।
.
এ রোগ রক্তের মাধ্যমে অস্থি , গিট এবং লিভারে সংক্রামিত হয় ।
.
তাজা গোমাংসের ন্যায় লালচে এবং শস্যদানার ন্যায় অমসৃণ ক্ষত এ রোগের নিশ্চিত লক্ষণ । ক্ষত থেকে চেছে রস নিয়ে ( গিয়েমসা অথবা রাইট ষ্টেন ) অনুবীক্ষণ যন্ত্রের নীচে পরীক্ষা করলে ডনোভান বড়ি পাওয়া যাবে । বায়োপসি করলে অনেক প্লাজমা কোষ পাওয়া যাবে তবে অল্প কিছু মনোনিউক্লিয়ার কোষ পাওয়া যাবে ।
.
জননাঙ্গে যে কোন ধরনের ঘা দেখা দিলে নিজে নিজে চিকিৎসা না করে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত ।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content